"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৮১ [তারিখ : ০৬-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @afrinkhanupoma


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আফরিন খান উপমা। উপমা আপু রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করেন । উনি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। উপমা আপুর জাতীয়তা বাংলাদেশী। উপমা আপু একজন ব্লগার উদ্যোক্তা। উনি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসেন । আপু আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করেন । উনি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


pic.jpg

ডিম আলুর ঘাটি। by @afrinkhanupoma (date 06.01.2023 )

আজ সকালে ঘুম থেকে উঠে মনে হল নতুন বছর চলে এলো তবুও আমরা এখনোও পিকনিক করা হয়ে ওঠেনি। তাই আমরা দুই ভাই-বোন ও আমার পাশের বাসার আন্টির দুই ছেলেকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করলাম। আর সেই পিকনিকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।-…


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত অনেক ধরনের রেসিপি পোস্ট শেয়ার করা হয়। এই সকল রেসিপি পোষ্টের মাধ্যমে আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের খাবারের সাথে আমরা পরিচিত হতে পারি। ঠিক এই ধরনের একটি ভিন্ন ধর্মী রেসিপি শেয়ার করেছেন উপমা আপু। ওনার রেসিপিটি নাম হলো "ডিম আলুর ঘাটি" । সবচেয়ে মজার ব্যাপার হলো উনি এই রেসিপিটি পিকনিকে খাবারের জন্য তৈরি করেছেন।

সাধারণত আমরা সচারাচর যে ধরনের ডিম রান্না করি এটি তার থেকে একটু ব্যতিক্রম ছিল। সবদিক বিবেচনা করে আমার থেকে রেসিপিটি বেশ ভালো লেগেছে। আর বর্তমানে ডিম রান্না ভালোবাসেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। এছাড়াও উনি রেসিপিটির প্রতিটি ধাপ ভালোভাবে বর্ণনা করে দিয়েছেন। এবং পোস্টটি উল্লেখিত ছবি থেকে বুঝাই যাচ্ছে খাবারটি অনেক মজার ছিল।

সবদিক বিবেচনা করে তাই উপমা আপুর রেসিপিটি আজকের ফিচার্রড আর্টিকেল হিসেবে হিসেবে নির্বাচন করা হলো।


উপমা আপুর পোস্ট থেকে নেয়া

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 2 years ago 

উপমা আপুর এই রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ। ডিম দিয়ে তৈরি করা রেসিপি গুলো আমার অনেক বেশি পছন্দের। উনার এই রেসিপিটা যদিও আমি এখনো দেখিনি তবে ফিচারডে দেখে ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 years ago 

আসলেই এই বিভিন্ন ধরনের রেসিপি পোষ্টের মাধ্যমে বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী খাবারের সম্পর্কে জানা যায় এবং রেসিপি শেখাও যায়। এই ডিম আলুর ঘাটি খুব সম্ভবত রংপুর এলাকার লোকজন খায়। আপুর এই রেসিপিটা আসলেই বেশ লোভনীয় হয়েছিলো। ফিচার আর্টিকেলে দেখে ভালো লাগলো। অভিনন্দন আপুর জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @afrinkhanupoma কে দেখে খুব ভালো লাগলো। ভালো কিছুর কদর আমার বাংলা ব্লগ সব সময় মূল্যায়ন করে আর সেটার একটি প্রমাণ হল আমার বাংলা ব্লগের এই উদ্যোগটি।

 2 years ago 

ফিচার আর্টিকেলে এভাবে নতুন এবং পুরাতনদের লেখাগুলি উপস্থাপন করায় প্রত্যেকের মধ্যে কাজের গতি বেড়ে যাচ্ছে।আর আজকের ফিচার আর্টিকেলে @afrinkhanupoma এর লেখাটি আসায় আমি অনেক আনন্দিত।

 2 years ago 

ফিচারড আর্টিকেলে আমার নামটি দেখে আমার ভীষণ ভালো লাগলো। প্রথমেই ধন্যবাদ জানাই @moh.arif ভাইয়াকে আমার নামটি ফিচারড আর্টিকেলে দেয়ার জন্য । নিজের নাম এখানে দেখে আমার কাজের আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল ।ধন্যবাদ সবাইকে ।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে উপমা আপুর নাম দেখে ভালো লেগেছে। তিনি খুবই মজাদার ভাবে ডিম আলুর ঘাটি রেসিপি তৈরি করেছিলেন। আসলে এভাবে কখনো ডিমের এবং আলুর ঘাটি রেসিপি তৈরি করা হয়নি আমার। তবে এমনিতে ডিম এবং আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়েছে। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 years ago 

উপমা আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল, তার এই পোস্ট আজকে সবার সেরা হিসেবে বিবেচিত হয়েছে। এটা ভালো লাগলো অন্যরকম একটা রান্না এবং এটি তিনি পিকনিকের জন্য তৈরি করেছিল, ডিম সবারই পছন্দের একটা খাবার।