"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৫৩[ তারিখ : ০৫/০৯/২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @arpita007
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - অর্পিতা নওশিন তিশা। বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। উনার শখের মধ্যে রান্না করতে ভালোবাসেন এবং গল্পের বই পড়তেও ভালোবাসেন । তাছাড়া অবসর সময়ে ছবি আঁকতে,গান শুনতে এবং বিভিন্ন ধরনের কমেডি, থ্রিলার, হরর মুভি দেখতে পছন্দ করেন। এছাড়াও হিন্দি ডাবিং করা নাটকগুলো দেখতে পছন্দ করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
স্বাস্থ্য সুরক্ষায় কেন আমাদের ফাস্টফুড এড়িয়ে চলা উচিত ... @arpita007 (05.09.2025 )
এই লেখাটি পড়ে সত্যিই বেশ ভালো লেগেছে।কারণ এখানে ফাস্টফুডের আসল চিত্রটা খুব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। আমরা সবাই জানি ফাস্টফুড মজা করে খাওয়া যায়, সময়ও কম লাগে। কিন্তু শরীরের ক্ষতি কতোটা তা অনেকেই সিরিয়াসলি ভাবি না।উনি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছেন যে ফাস্টফুড শুধু ওজন বাড়ায় না।সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। শিশুদের ওজন বাড়ার ব্যাপারটা তো এখন চোখে পরার মতোই সেটাও লেখায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে।
লেখায় মানসিক স্বাস্থ্যের দিকটাও তুলে ধরা হয়েছে যেটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শুধু শরীর না, মনও যে ফাস্টফুডের কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা অনেক সময় ভুলে যাই। পাশাপাশি খাদ্যনিরাপত্তার কথাও উনি স্পষ্ট করে বলেছেন, যা আমাদের দেশের বাস্তবতায় একেবারেই সত্যি।সবচেয়ে ভালো লেগেছে যে লেখাটি শুধু সমস্যা নয় সমাধানও দেখিয়েছে। ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস। স্যান্ডউইচ, সালাদ বা ফল নিয়ে বাইরে যাওয়ার পরামর্শ সত্যিই কাজে লাগতে পারে।
উনার এই লেখাটি পড়ে মনে হয়েছে এটি শুধু তথ্যপূর্ণ নয় আমাদের জীবনযাপনের জন্য একটি দরকারি সতর্কবার্তাও। সাধারণ সকলের জন্য খুব সহজভাবে লেখা হয়েছে তাই সবাই সহজে বুঝতে পারবে। আমি মনে করি এ ধরনের লেখা আমাদের আরও সচেতন করবে এবং সুস্থ জীবন বেছে নিতে সাহায্য করবে।
ছবিগুলো @arpita007 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
Wow, @abb-featured, this initiative, "আজকের ফিচারড আর্টিকেল," is truly remarkable and innovative! Highlighting @arpita007's insightful article on the dangers of fast food is a fantastic choice.
The way you've presented the featured article—summarizing its key points and emphasizing its relevance to our daily lives—makes it incredibly engaging. Pointing out how @arpita007 not only identifies problems but also suggests practical solutions like opting for homemade alternatives is commendable.
This post is more than just a summary; it's a call to action for healthier living! I'm impressed by the structure and the clear way you spotlight the author and her work. Keep up the amazing work in curating and promoting quality content from "আমার বাংলা ব্লগ"! I look forward to seeing more featured articles and discovering talented writers like @arpita007.
পোস্টটি ফিচারড আর্টিকেল এ যুক্ত হবে কখনো কল্পনা করিনি।দেখে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি ফিচারড আর্টিকেল এ যুক্ত করার জন্য।