"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৫৬ [ তারিখ : ০৯.০৯.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম -ফয়সাল আহমেদ। উনি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে উনার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা উনার শখ। লেখালেখির মাধ্যমে উনি উনার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসেন। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা উনার লেখার মূল অনুপ্রেরণা।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000001483.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000001480.png

✍️ একগুচ্ছ অনু কবিতা:... @mohamad786 (08.09.2025 )

প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আমি ফিরে এসেছি আপনাদের সামনে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লেখাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু, কারণ একটু নিরিবিলি সময় পেলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের মাধ্যমে .. .


উনার লেখা অনু কবিতাগুলো আসলেই আমার মনকে দারুণ ভাবে ছুঁয়ে গিয়েছে। ছোট ছোট শব্দ আর সহজ ছন্দে উনি যেভাবে জীবনের নানা দিক ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। এই কবিতাগুলোতে যেমন জীবনের বাস্তবতা আছে, তেমনি আছে স্বপ্ন, ভালোবাসা, প্রকৃতি আর শান্তির বার্তা।

প্রথম কবিতায় উনি জীবনের ক্ষণস্থায়ী সময় আর দুঃখ-সুখের ব্যাপারটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। দ্বিতীয় কবিতায় প্রকৃতির শান্তি ও সৌন্দর্য আমাদের এক মুহূর্তে প্রশান্ত করে তোলে। তৃতীয় কবিতায় বইয়ের গুরুত্ব এবং জ্ঞানের আলোতে নতুন পথ গড়ার কথা বলেছেন যা আজকের প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে। আর চতুর্থ কবিতায় শহরের ব্যস্ততা, জ্যাম এবং তবুও থেমে না যাওয়া স্বপ্নের বিষয়টি অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরেছেন।

উনার লেখার সবচেয়ে বড় গুণ হলো সরলতা। উনি কঠিন শব্দ ব্যবহার না করেও সকলের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। প্রতিটি লাইন যেনো মনে করিয়ে দেয় অল্প কিছু শব্দ দিয়েও অনেক বড় অনুভূতি প্রকাশ করা যায় আর লেখার শুরুতে নিজের অভিজ্ঞতা শেয়ার করলে লেখাটা অনেকটাই সুন্দর হয়।

সব মিলিয়ে এই অনু কবিতাগুলো শুধু কবিতা নয়, জীবনের ছোট ছোট মুহূর্তের প্রতিচ্ছবি। মানুষের মনে আনন্দ, স্বস্তি এবং ভাবনার খোরাক জোগানোর মতো একটি সুন্দর লেখা বলা যায়।

1000001480.png


ছবিগুলো @mohamad786 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort: