"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০০ [ তারিখ : ০৮.০৭.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanha001
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - তানহা তানজিল তরসা। স্টিম আইডি - @tanha001। বৈবাহিক পরিচয় - বিবাহিতা। একজন ছেলে সন্তান আছে। উনার ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে খুব পছন্দ করেন । উনার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। তিনি পেশায় একজন গৃহিনী। পাশাপাশি উনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। উনি উনার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছেন।স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়েছেন ২০২৩ সালের ডিসেম্বর মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জেনারেল রাইটিং: নিঃশব্দ যোদ্ধা। ... @tanha001 (08.07.2025 )
আজকে ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার এই লেখাটি চোখে পরে।উনার লেখায় একজন সাধারণ মানুষের বাস্তব জীবনের কথা তুলে ধরা হয়েছে। উনি নিজের অনুভূতি, চিন্তা ও জীবনের অভিজ্ঞতা খুব সহজভাবে প্রকাশ করেছেন। লেখাটিতে উনি উল্লেখ করেছেন কীভাবে প্রতিদিনের জীবনে নানা রকমের চাপ, দায়িত্ব আর মানসিক টানাপোড়েনের মধ্যেও মানুষ বেঁচে থাকে। কখনো নিজের জন্য কিছু করতে চাইলেও পারা হয় না।কারণ পরিবারের দায়িত্ব, আর্থিক চাপ এবং সমাজের দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে জীবন অনেক কঠিন হয়ে যায়।
সে সাথে আরো উল্লেখ করেছেন, ছোটবেলায় যেসব স্বপ্ন দেখা হয়, বড় হয়ে অনেক কিছুই সে অনুযায়ী হয় না। তবুও স্বপ্ন দেখা বন্ধ করা হয় না আসলে। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে প্রতিদিনের মতো কাজ করাটাই হয় আমাদের। এমনকি ভালো থাকার অভিনয়ও করতে হয়, যেনো কেউ বুঝতে না পারে ভিতরে কতটা ভেঙে পরা মানুষ আমরা।
উনার কথাগুলো অনেকের জীবনের সঙ্গে মিল খায়। কারণ আমাদের সমাজে অনেকেই আছে, যারা নিজের ইচ্ছা, ভালো লাগা সবকিছু চাপা দিয়ে শুধু পরিবারের জন্য বাঁচে। লেখাটি একদম বাস্তবধর্মী এবং অনেক সহজভাবে জীবনের কষ্ট আর মানিয়ে নেওয়ার কথা তুলে ধরেছেন।
ছবিগুলো @tanha001 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
কিছুক্ষণ আগে এই নোটিফিকেশন টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার লেখা আজকের জেনারেল রাইটিং পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত হয়েছে দেখে আমি যে কতটা খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না।আমি সত্যিই কৃতজ্ঞ যে লেখাটির অনুভবগুলো আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। নিঃশব্দ অনেক যোদ্ধার গল্প আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে এমনও হাজারো গল্প, তাই আজ আমি এ গল্পটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি।আমার পোস্টটি আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।