"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬৯৮ [ তারিখ : ০৬-০৭-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
জীবনে ধাক্কা আসবেই তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ও করতে হবে by @joniprins
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: জনি প্রিন্স। স্টিমিট ইউজার আইডি @joniprins. জাতীয়তাঃ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাতে বসবাস করেন। তার মতে, সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। এছাড়াও তার ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া অন্যতম স্বপ্ন। তিনি বিশ্বাস করেন মানুষের জীবনে উত্তান পতন আছেই। তাই কাজ করতে হবে- লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে, আর এটা তিনি বিশ্বাস করেন। তার স্টিমিট জার্নি শুরু হয় ২০১৮ সালের ২৯ জানুয়ারী হতে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জীবনে ধাক্কা আসবেই তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ও করতে হবে by @joniprins( ০৫/০৭/২০২৫ )
সময় আর জীবনের গতি দুটোই একটা আরেকটা সাথে দারুণভাবে সংযুক্ত, সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি জীবনের গতিও কারো জন্য বসে থাকে না। সময় যেমন পরিস্থিতি নির্মমভাবে বদলে দেয় ঠিক তেমনি জীবনের গতিও অনেক আপন কিংবা কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। ভালোবাসাও তখন শত্রুতে পরিনত হয়ে যায়, সম্পর্কগুলো তখন নিছক কাব্যের কবিতার পংতি হয়ে যায়, এই বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয় এবং যার যার অবস্থান হতে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করতে হয়।
সম্পর্ক যেমন চিরস্থায়ী হয় না ঠিক তেমনি জীবনের স,মস্যাগুলোও স্থীয় হয় না কিংবা দীর্ঘ সময়ের জন্য থাকে না, তবে হ্যা প্রতিটি সমস্যা জীবনের গতিকে নতুন এক উচ্চতায় নিয়ে যায়, নতুন এক অভিজ্ঞতার স্বাদ এনে দেয়। এখানেই কিন্তু শেষ হয় না বরং সেই অভিজ্ঞতা কিংবা স্বাদ আমাদের পরের সমস্যাগুলোকে কাটিয়ে উঠার ক্ষেত্রে চমৎকার সূত্র হিসেবে কাজ করে। সম্পর্কগুলোকে নতুনভাবে মূল্যায়ন করতে শেখায়, পথ চলায় সব কিছুকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। যদি আমরা ইতিবাচক মনোভাব এবং সঠিক মানসিকতা ধরে রাখাতে পারি, তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে টিকে থাকতে সক্ষম হবো।
ফটো @joniprins ভাইয়ের পোষ্ট হতে নেয়া হয়েছে। Original Source
এটা সত্যি খুব সহজ একটা বিষয়, সুন্দরভাবে উপদেশ দেয়া কিংবা জীবন সম্পর্কে পজিটিভ ধারণা দেয়া কিন্তু যখন কঠিন অবস্থানে আমরা পড়ে যাই তখন এসব কিছুই মানা আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু তবুও আমাদের প্রচেষ্টা, পজিটিভ মানসিকতা কিংবা সঠিক অবস্থানে থেকে ধৈর্য্যধারণ সব কিছু সহজ করে দেয়। আজকের পোষ্টের মাধ্যমে জনিপ্রিন্স ভাই খুব সুন্দরভাবে এই কঠিন বিষয়টিকে উপস্থাপন করেছেন, আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
Wow, @abb-featured, this initiative of highlighting featured articles from "Amar Bangla Blog" is absolutely brilliant! It's such a fantastic way to showcase the incredible talent within the community and drive engagement. The detailed approach you've taken, including author introductions, a snapshot of their recent posts, and excerpts from the featured article, truly elevates the experience.
The highlighted piece by @joniprins about overcoming life's challenges resonates deeply. Life does throw curveballs, and his insights on resilience and maintaining a positive mindset are incredibly valuable. The connection to the broken pencil is a powerful and relatable metaphor.
I am sure this curated approach will undoubtedly inspire more readers to discover and appreciate the diverse content being created within "Amar Bangla Blog." Keep up the fantastic work! I'm excited to see who gets featured next!
আমি এই ব্লগের মাধ্যমে কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি। আমাদের উচিত সমস্যা আসলে সামনে দাড়িয়ে সমস্যার মোকাবেলা করা। অবশ্যই সব কিছুর সমাধান আছে। তবে সেটা খুঁজে বের করতে হবে। আজকের ফিচারড আর্টিকেলে আমার ব্লগটি অন্তর্ভুক্ত করার জন্য আমি কৃতজ্ঞ।