"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭২০ [ তারিখ : ৩০-০৭-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
ডাই : ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরি।" by @tasonya
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ডাই : ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরি। by @tasonya(৩০-০৭-২০২৫ )
আজকে চলে আসলাম আপনাদের মাঝে ফিচার্ড আর্টিকেল পোস্ট সিলেক্ট করার জন্য। ফিচার্ড পোস্ট সিলেক্ট করতে হলে মূলত সবগুলো পোস্ট চেক করতে হয়। সেই হিসেবে আমিও আজকে সবার পোস্টগুলো চেক করছিলাম। দেখছিলাম সবাই কিন্তু বেশ ভালই পোস্ট করেছে। এমনিতেই আমাদের কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর পোস্টগুলো শেয়ার করে। সবগুলো পোস্ট দেখে বেশ কয়েকটা পোস্ট আমার ভালো লেগেছে। তবে এই সবগুলো পোস্ট থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করলাম। যেটা হচ্ছে সোনিয়া আপুর ডাই পোস্ট। এমনিতেই আমার কাছে আর্ট এবং ডাই পোস্ট গুলো একটু বেশি ভালো লাগে। সেই অনুসারে এই পোস্টাটা দেখে আজকে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে এই পোস্টের মধ্যে দেখলাম ক্লে দিয়ে নয়নতারা ফুল বানানো হয়েছে। সত্যি বলতে প্রথমে আমি ছবিগুলো দেখে ভেবেছিলাম এটা সত্যিকারের নয়নতারা ফুল। ক্লে দিয়ে হুবহু তৈরি করা সত্যিই অসম্ভব একটা কাজ। তবে ফুলটা দেখতে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে বোঝাই যাচ্ছিল না এটা ক্লে দিয়ে তৈরি। এজন্য আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তাছাড়া ফুলের কালার কম্বিনেশন একদম ম্যাচিং হয়েছে। এজন্য আমার কাছে মনে হয়েছে এটা আজকের ফিচার আর্টিকেল হিসেবে সিলেক্ট করা যেতে পারে।
তাছাড়া আপু সব সময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কাজ গুলো শেয়ার করে। একটা ডাই করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন। আর আমাদের মাঝে এত সুন্দর আর গুছিয়ে উপস্থাপন করেছেন। তাছাড়া উনি আমাদের কমিউনিটিতে বেশ ভালো একজন ইউজার। সব সময় আমাদের মাঝে কোয়ালিটি ফুল পোস্টগুলো করে থাকে। এমনকি তার অনেকগুলো দক্ষতা ও রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে আজকের এই পোস্টটা ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট করলাম।
ফটো- tasonya আপুর পোষ্ট হতে নেয়া হয়েছে।
Wow, @abb-featured! This initiative, "আজকের ফিচারড আর্টিকেল" (Today's Featured Article), is truly unique and valuable for the Steemit community. Highlighting standout posts from "আমার বাংলা ব্লগ" and giving deserving authors like @tasonya extra recognition is fantastic!
The detailed review, including the author's background and a glimpse of their past work, adds a personal touch that encourages readers to connect with them. Showcasing @tasonya's stunning clay নয়নতারা ফুল (Noyontara flower) creation is inspired—it really does look incredibly realistic! I'm all about promoting quality DIY content, and this post exemplifies it. Keep up the excellent curation; I'm eager to see who's featured next!
আমি সব সময় চেষ্টা করি দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কাজগুলো করার জন্য। ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরি করতে আসলেই অনেক সময় লেগেছিল। তবে এতটা সুন্দর ভাবে শেষ পর্যন্ত তৈরি করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
প্রথমেই সোনিয়া আপুকে অভিনন্দন জানাচ্ছি। আসলে উনার এই ডাই পোস্টটি সত্যিই দারুণ হয়েছে। উনি ক্লে দিয়ে এককথায় দুর্দান্ত ভাবে নয়নতারা ফুল তৈরি করেছেন। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।