"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭৭০ [ তারিখ : ২৫-০৯-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
ডাইঃ ক্রেপ পেপার দিয়ে বানানো হাজারি গোলাপের তোড়া by @selina75
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ডাইঃ ক্রেপ পেপার দিয়ে বানানো হাজারি গোলাপের তোড়া by @selina75 ( ২৪/০৯/২০২৫ )
সময় সব কিছু পরিবর্তন করে দেয়, এটা আমরা নানাভাবে আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। এই সময়ের সাথে সাথে আমাদের চারপাশের দৃশ্যাবলীও নিদারুণভাবে পাল্টে যায়। সময়ের উপর হয়তো আমাদের হাত নেই কিন্তু আমাদের চারপাশের দৃশ্যাবলীর উপর অবশ্যই আমাদের হাত আছে। যেমন চারপাশের নোংরা পরিবেশ, দূষিত বায়ু, এগুলো কিন্তু আমাদের হাতের তৈরী। আর এগুলো হতে ছড়ানো নানা ধরণের জীবাণুর আঘাতও কিন্তু আমাদের সহ্য করতে হচ্ছে। ঠিক এই কারণেই চারপাশের অনেক মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, সুতরাং আমরা চাইলেই কিন্তু আমাদের চারপাশের দৃশ্যাবলীগুলোকে একটু সুন্দর ও সতেজ রাখতে পারি।
যেমন দেখুন, সৃজনশীলতার মাধ্যমে আমরা আমাদের বাড়ির পরিবেশটা বেশ সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, হাতের নানা জিনিষ কিংবা বিষয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা যেমন আমাদের নিজেদের দক্ষতা, সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারি। সুতরাং সৃজনশীলতার সাথে যদি আমাদের মানসিকতার একটা সংযোগ ঘটানো সম্ভব হয় তাহলে হয়তো আমাদের চারপাশের প্রকৃতির দৃশ্যাবলীও আরো সতেজ ও সুন্দর থাকতো। কিন্তু আদতে আমরা সেটা সঠিকভাবে করতে পারছি না।
ফটো- @selina75 আপুর পোষ্ট হতে নেয়া হয়েছে।
যাইহোক, বাস্তবতা আমাদের অনেক বিষয়ে শিক্ষা দেয় কিন্তু আমরা সব সময় সেটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। আজকের ফিচারড পোষ্ট বাছাই করতে গিয়ে সেলিনা আখতার শেলী আপুর ডাই পোষ্টটি দেখে বেশ মুগ্ধ হয়েছিলাম কিন্তু তার শুরুর লেখাগুলো পড়ে পুনরায় মনক্ষুন্ন হয়ে যাই, সত্যি বলতে এই বিষয়ে আমাদের আরো বেশী সচেতন থাকতে হবে। ক্রেপ পেপার দিয়ে বানানো হাজারি গোলাপের তোড়াটি সত্যি উনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আশা করছি আপনাদের কাছেও এটা ভালো লাগবে।
Wow, @abb-featured, what a fantastic initiative with "আজকের ফিচারড আর্টিকেল"! Highlighting quality content from "আমার বাংলা ব্লগ" in such a unique way is brilliant. I love how you're not just showcasing the articles, but also giving a spotlight to the authors like @selina75 and her stunning হাজারি গোলাপের তোড়া.
The way you've contextualized the featured piece, adding a summary and linking back to the original post, is incredibly thoughtful and effective in driving engagement. Plus, the monthly PDF compilation is a superb idea for archiving and promoting all the featured content. This is precisely the kind of community curation that makes Steemit thrive! Keep up the excellent work! I'm excited to see more featured articles!
আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত হতে দেখে বেশ আনন্দিত হলাম। সব সময় চেস্টা করি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার। আজকের প্রচেস্টা তারই প্রতিফলন। ধন্যবাদ আমার পোস্টটি ফিচার্ড পোস্ট হিসাবে নির্বাচিত করার জন্য।