শখের জিনিস হারিয়ে ফেলার রোগ..!!!😥
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
শখ হচ্ছে মানুষের মনের ইচ্ছা। যার মাধ্যমে মনকে আনন্দ দেওয়া সম্ভব। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার নিজস্ব কোন শখ বা ইচ্ছা থাকে না। তবে ব্যক্তিভেদে সকলেরই ভিন্ন ভিন্ন শখ রয়েছে।প্রত্যেকের জীবনে কিছু শখের জিনিস থাকে যা তাদের আনন্দ দেয় এবং বিশেষ গুরুত্ব বহন করে।শখের জিনিসগুলো শুধু শৈল্পিক সৌন্দর্য নয়, এরা মনের অনুভূতির প্রতিচ্ছবি। কখনো শৈশবের স্মৃতি, কখনো প্রিয় মুহূর্তের সাক্ষী। প্রতিটি জিনিসের সঙ্গেই জড়িয়ে থাকে হাজারো গল্প।শখের জিনিসগুলো হারিয়ে গেলে মনে হয়, এক টুকরো আনন্দের স্মৃতি জীবন থেকে হারিয়ে গেলো। শখের জিনিস গুলো কেবল একটি বস্তু নয়, এগুলো জীবনের আনন্দের গল্প, অনুভূতির চিহ্ন,সুখের প্রতিচ্ছবি।
২০১০ সালে আমার ছোট দাদা প্রথম চাকরিতে যোগদান।ট্রেনিং শেষ করে তারপর সে ঢাকায় আমার বাসায় যায় এবং আমাকে জিজ্ঞেস করে তার কাছে আমি কি চাই?তখন আমি বলেছিলাম আমার কোনো চাওয়া নেই সে ভালো একটা চাকরি পেয়েছে এতেই আমি অনেক খুশি।ছোটবেলা থেকেই আমার কোনোকিছুর প্রতি তেমন কোনো বিশেষ চাওয়া-পাওয়া ছিলো না আর কারো কাছে কিছু চেয়ে নেওয়ার অভ্যেস তো একেবারে নেই।তবে৷ আমার ভাইদের কাছে আমি অনেক আদরের একমাত্র ছোট বোন তাই ওরা ওদের ইচ্ছে মতো ভালোবেসে আমাকে যা দিয়েছে বা এখনো দেয় এতেই আমি অনেক খুশি ওর চাকরি পাওয়া উপলক্ষে আমরা ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিতে যাই।মন্দিরের পাশে বেশ কিছু দোকান আছে সেখানে পূজোর সামগ্রী কিনতে পাওয়া যায়!একটা দোকানে মাটি ও ধান দিয়ে তৈরি করা,আর উপরে কাঁচ দিয়ে বাঁধাই করা ছিলো একটি মা দুর্গার মুখশ্রী! আর সেটি দেখে খুবই ভালো লাগলো হাতে নিয়ে দেখছিলাম তখন ছোড়দা আমাকে জিজ্ঞেস করলো এটা কি আমার পছন্দ হয়েছে?তখন আমি ওকে বললাম হ্যাঁ এটা আমার খুবই পছন্দ হয়েছে।এই কথা শোনার সাথে সাথে দোকানে দুটো একইরকমের মায়ের মুখশ্রী ছিলো দুটোই কিনে আমাকে দিলো সাথে আরও অন্যান্য কিছু জিনিস ছিলো তারমধ্যে সবচেয়ে আমার ভালো লাগার জিনিস ছিলো এটি।
একই রকম দুটো জিনিস দিয়ে কি করবো!এই ভেবে একটি ছোড়দাকে দিয়ে দেই ওর রুমে লাগানোর জন্য আরেকটি আমার জন্য রেখে দেই।সেই ২০১০ সাল থেকে আমার শোবার ঘরের দেয়ালে এটি টাঙ্গিয়ে রাখতাম।মাঝে মাঝে পরিষ্কার করতাম,তাই অনেকগুলো বছর পরেও দেখতে নতুনের মতোই ছিলো।আজ সকালে হঠাৎ করেই জোরে একটা শব্দ কানে এসে পড়লো,আর শব্দ টা শুনেই বুঝতে পারলাম কোনো একটা কাঁচের জিনিস ভাঙ্গার শব্দ!গিয়ে দেখি আমার সেই পছন্দের জিনিসটি মেঝেতে পড়ে আছে!উপরের কাঁচের আবরনটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছ! তবে মায়ের মুখশ্রী টি অক্ষত রয়েছে।দেখেই মনটা ভীষণ খারাপ হয়ে গেলো,অনেক শখের একটি জিনিস ছিলো!হুট করে এভাবে বিনা কারণে ভেঙ্গে যাওয়ায় অনেক কষ্ট হচ্ছিলো।শখের জিনিসগুলোর সাথে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি থাকে,আর এই অনুভূতির জিনিস গুলো যখন জীবন থেকে হারিয়ে যায় তখন খুবই কষ্ট হয় এক নিমেষেই সকল আনন্দ হারিয়ে গিয়ে মনে কষ্টের মুহূর্ত তৈরি করে!কিন্তু কিছু করার নেই যা আমাদের জীবনে থাকবে না!তা হাজার চেষ্টা করলেও আমরা ধরে রাখতে পারবো না,এটাই হলো বাস্তবতা।আর আমার ক্ষেত্রে এটি সব সময়ই হয়ে থাকে।আমি যে জিনিসগুলোকে পছন্দ করি,বেশি ভালোবাসি যত্ন করি সেগুলো আমার জীবনে থাকে না,কোনো না কোনোভাবে আমার জীবন থেকে হারিয়ে যায়!যাকে বলে শখের জিনিস হারিয়ে ফেলার রোগ!!
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আর শখের জিনিসগুলো খুব যত্ন করে আগলে রাখার চেষ্টা করবেন।,এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
ডেইলি টাস্ক -https://x.com/chakiatoshi/status/1910703936773951600?t=qTlnLs5gLNN3ZsYLRaCpBg&s=19
https://x.com/chakiatoshi/status/1910710227034632316?t=LEmdTfe6nfsrU7SwiOdrsw&s=19
https://x.com/chakiatoshi/status/1910711789157040267?t=YGp4ZCoTJgUkBcza2gTh1g&s=19
https://x.com/chakiatoshi/status/1910712537320214914?t=zljp-3fbXigJqC7R5WHetQ&s=19
এই জিনিসটা আমারও দেখতে খুব ভালো লাগে। তবে আমার একটা ছেলে সেটা কুলোর ওপরে। সেটাও ভেঙে গেছে সত্যি মেয়ের সময় চাই এখন আর এরকম ধরনের কোন পছন্দের জিনিস কিনি না। সত্যিই পছন্দের জিনিসগুলো হারিয়ে গেলে বা ভেঙ্গে গেলে বা নষ্ট হয়ে গেল মনে বড় কষ্ট হয়।