অনুভূতির কবিতা-"অবসাদ!"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ3 months ago

জুমা মোবারক!


প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা। আশা করি এই পবিত্র জুমার দিন আপনাদের দিনকাল অনেক ভালো কাটলো। যেহেতু আজকে পবিত্র জুমার দিন এই দিনটি আমরা বেশ ব্যস্ততার মধ্যে কাটাই। যদিও অফিস আদালত বন্ধ থাকে কিন্তু পারিবারিকভাবে আমরা খুবই ব্যস্ত থাকি। অনেক কিছু কাজ থাকে সাপ্তাহিক কাজগুলো পড়ে থাকে সেগুলো করার চেষ্টা করি। তাছাড়া আর অনেক ধরণের সামাজিক অনুষ্ঠান থাকে ছুটির দিনে। সবকিছু মিলিয়ে আমাদের এই দিনটি ব্যস্ততার মধ্যে কাটে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা বুঝতেই তো পারছেন প্রতিটি শুক্রবার আমার জন্য ব্যস্ততম দিন। যেহেতু শুক্রবারে বাজার করা হয় সেগুলো ঠিকঠাক করা হয়। তাছাড়া বড় মেয়ের দুইটি কোচিং থাকে। মেয়ের বাবা নিয়ে আসে নিয়ে যায়। যদি মেয়ের বাবা না থাকে তাহলে আমাকে নিয়ে যেতে হয়।

vecteezy_freelancer-sitting-in-a-coffee-shop-at-a-wooden-table_6504593.jpg
Image Source Location

যাক অবশেষে সুন্দর একটি সময় কাটিয়েছি। মাগরিবের নামাজ আদায় করে নাস্তা করে অবশেষে পোস্ট নিয়ে হাজির হয়ে গেছি। চেষ্টা করি সব সময় আপনাদের সাথে ভিন্ন কিছু বিষয় শেয়ার করতে। যদিও প্রতি শুক্রবার আমি কবিতা পোস্ট করি সেই অনুযায়ী আজকেও চেষ্টা করেছি একটি কবিতা লেখার। মাঝে মধ্যে একক কবিতা লিখে থাকি। আবার মাঝে মধ্যে অনু কবিতা লেখার চেষ্টা করি। আমি একটি একক কবিতা লিখেছি কবিতার নাম হচ্ছে “অবসাদ”। যখন কোন মানুষের জীবনে অবসাদ নেমে আসে সেই জীবনটি একদম তছনছ হয়ে যায়। এই অবসাদ গুলো আমরা বিভিন্ন কারণে পেয়ে থাকি জীবনে। কোন কাজের ক্ষেত্রে বার বার ব্যর্থ হলে অবসাদ নেমে আসে। তাছাড়াও যখন মনের মানুষকে পায় না তখন এমন ধরনের একটি অবসাদ আমাদের জীবনে নেমে আসে। অবসাদ জিনিসটা মানুষকে একদম ভেঙ্গেচুরে চুরমার করে দেয়।

শুধু যে মানুষ প্রেমের ক্ষেত্রে অবসাদ পেয়ে থাকে এমনটা নয়। বিভিন্ন কারণে মানুষের জীবনে অবসাদ নেমে আসতে পারে। তবে এই অবসাদ থেকে বেরিয়ে আসা খুবই কষ্টের। অনেক সময় মানুষ এই অবসাদ কাটিয়ে জীবনকে নতুন ভাবে সাজাতে চেষ্টা করেন এবং সফল হয়। আবার এই অনেক মানুষ আছে সেই অবসাদের কবলে পড়ে জীবনটা একদম ধ্বংস হয়ে যায়। সেই অনুভূতিগুলো আমি কবিতার মাধ্যমে প্রেমের অনুভূতি নিয়ে লিখে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আমার আজকের কবিতাটি আপনাদের পড়ে অনেক ভালো লাগবে।

"অবসাদ!"

প্রেমের আঘাতে বড় অবসাদ মন
এখন প্রতিটি রাত কাটে বড় একাকিত্বে মন
ভাঙ্গা মনে প্রেমের আঘাতে জর্জরিত হৃদয়
খোলা জানালায় দাঁড়িয়ে ভাবছিলাম
ভিজেছিল দুই নয়ন।

একদিন তোমার আমার প্রেম ছিল
কত সুন্দর স্মৃতিময় দিন কেটেছিল
আমাদের প্রেমে আশা ছিল, স্বপ্ন ছিল
ছেড়ে যাবে না বলে আমার দুই হাত তুমি ধরেছিলে।

ঝিরিঝিরি বৃষ্টি হাওয়ায় বসেছিলাম দুজনে
মেতে ছিলাম গভীর প্রেমের গুঞ্জনে
কত প্রেম ছিল, আবেগ ছিল, ভালোবাসা ছিল
অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলাম
আমাদের একটি সুন্দর সংসার হবে
এমনটাই তুমি আমাকে কথা দিয়েছিলে।

হয়তো নিয়তির পরিহাস এমনটাই ছিল
অবশেষে কালবৈশাখী হাওয়ায় লন্ড ভন্ড করে দিল
ভেঙে গেল দুইজনের স্বপ্ন
এলোমেলো হয়ে গেল সবকিছু অবশেষে আঘাত দিলে।

হঠাৎ প্রেমের প্রবল কালো জলোচ্ছ্বাসে
তুমি কোথাও হারিয়ে গেলে তলিয়ে
অবশেষে তুমি আঘাত দিলে আমার বিশ্বাসে
তুমি কোন নতুন প্রেমের মায়ায় হারিয়ে গেলে
বড় কষ্ট পেয়েছি এখনো সেই কষ্ট আমার দীর্ঘশ্বাসে।

জীবনের বহুদিন কেটে গেল থেকে গেল স্মৃতি
জীবনের প্রতিটি স্মৃতির পাতায়
সে হারানো প্রেমের বেদনা নিয়ে দিনগুণি
প্রতিটি রাত কাটে এখন অবসাদে।

কখনো ভুলতে পারবো না সেই মধুময় দিন
সেই স্মৃতিগুলো নিয়ে কাটে প্রতিটি রাত
যতদিন বাঁচবো তোমারি অপেক্ষায় রইবো
তুমি কখন আসবে সেই অপেক্ষায় থাকি দিবা-রাত।

এখনো প্রতিটি রাত কাটে বড় অবসাদে
এখনো প্রতিটি মুহূর্ত কাটে সেই প্রতিবাদে
এখনো প্রতিটি দিন কাটে তোমার অপেক্ষাতে
এখনো তোমাকে পাওয়ার মিনতি জানায় প্রার্থনাতে।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার আমার লেখা একক কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম।
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকটি একক কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

PUSS_20241105_120250_0000.png

Banner_PUSS1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 3 months ago 

শুক্রবার দিনটি সবার খুব ব্যস্ততার মধ্যে কাটে আর সেই ব্যস্ততার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে। আপনি সারাদিনের সব ব্যস্ততা কাটিয়ে সন্ধ্যার দিকে বসে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনি প্রতি শুক্রবার কবিতা শেয়ার করেন যেনে ভালো লাগলো। যাই অবসাদ নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। ঠিক বলেছেন আপু মানুষের জীবনে বিভিন্ন কারণে অবসাদ আসতে পারে। তবে সেই অবসাদ কখনও ভালো কিছু বয়ে আনে না। বরং দিয়েই জীবনটা শেষ করে দেয়। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

শুক্রবার দিনটা তো আমার কাছে এত ব্যস্ত কাটে আপু। কখন যে সকাল শুরু হয় আবার সন্ধ্যা হয়ে যায় টেরও পাই না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপু আজ আপনি দারুন একটি প্রেমের কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। অবসাদ আমাদেরকে অনেক কষ্ট দেয়। প্রিয় মানুষটি দূরে চলে গেলে তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদেরকে ব্যথা দেয়। দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

ধন্যবাদ আপু অনেক ভালো লাগলো সময় দিয়ে আমার লেখা কবিতাটি পড়লেন।

 3 months ago 

এমন অনুভূতির কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে প্রেম ভালোবাসা আস্তে আস্তে স্বপ্নভঙ্গের দিকে চলে যায়। ভালোলাগার অনুভূতিটা কোথায় যেন হারিয়ে যায় শেষ হয়ে যায় ভালোলাগা ও ভালোবাসার পরিণতি। অনেক সুন্দর শব্দ দিয়ে লেখা আপনার কবিতার লাইন।

 3 months ago 

একদম আসলে স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যাওয়া বেশ অবসাদ চলে আসে জীবনে।

 3 months ago 

আমার আজকের টাস্কঃ-

GridArt_20250110_224618683.jpg

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে উপস্থাপন করার জন্য। আপনি খুব সুন্দর ভাবে ভালোলাগা ও ভালোবাসার কবিতা শেয়ার করেছেন। যেখানে ভালোবাসা থেকে শুরু করে শেষ পরিণতি দুঃখের। কবিতাগুলো আমি খুবই পছন্দ করি।

 3 months ago 

যদিও একটি সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হয়। অনেক সময় সেই সম্পর্ক খুব খারাপের দিকে চলে যাই।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 months ago 

কবিতা পড়তে আমি খুব পছন্দ করি এখন। এ ধরনের অনুভূতিমূলক কবিতাগুলো পড়তে তো আরো বেশি পছন্দ করি কারণ এই কবিতাগুলোর গভীরতা অনেক। আপনি একদম কবিতার মত কবিতা লিখেছেন আপু। আমি মনে করি মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম কবিতা। এটি এক ধরনের কষ্টের কবিতা। প্রশংসা করার আর উপায় পাচ্ছিনা ধন্যবাদ আপু।

 3 months ago 

বেশ ভালো লেগেছে আপু আপনি কবিতাটি পড়ে সুন্দর মতামত শেয়ার করলেন।

 3 months ago 

ছুটির দিনে মনে হয় ব্যস্ততা সবারই অনেক বেশি থাকে। আমার তো অন্যান্য দিনের থেকে ছুটির দিনে বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে। যাই হোক আপু আপনার আজকে কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন গুছিয়ে লিখেছেন যার কারণে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 months ago 

তাই তো দেখতেছি আপু ছুটির দিনে আমাদের অনেক পরিকল্পনা থাকে বাকি কাজগুলো করে নেওয়ার।