হ য ব র ল জীবনের গল্প || সংসার
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি। প্রত্যেকটা মানুষের জন্য তার নিজের পরিবার নিজের সংসার অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। সংসারে সবকিছু যেন ভালোভাবে চলে এই একটি বিষয় শুধুমাত্র বাসার মানুষেরা চায়। কিন্তু তারপরও দেখা যায় প্রতিটা পরিবারেই কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে।
আমি বিয়ে করেছি চার মাস অতিক্রম হল। এই চার মাসের মধ্যে অনেক কিছু নতুন ভাবে বুঝতে শিখেছি, অনেক কিছু নতুন করে আবিষ্কার করতে শিখেছি। একটি পরিবারের কতটুকু দায়িত্ব থাকে কতটুকু কর্তব্য থাকে এটা আমি আগে থেকেই আমার মায়ের কাছ থেকে শিখেছি। সব মিলিয়ে সংসার একটি কোন ছেলে খেলা নয় বরঞ্চ একটি বড় দায়িত্বের বিষয়। যেই দায়িত্বটা সকলে নিতে পারে না। আবার দেখা যায় সংসারে বিভিন্ন কারণে অশান্তি হয় এর কারণে সংসারে থাকার মত পরিবেশ সৃষ্টি হয় না। সব মিলিয়ে আমরা যেটাকে সংসার কিংবা পরিবারের অংশ হিসেবে মেনে নেই সেটা মাঝে মধ্যে আমাদের বিপক্ষে গিয়ে দাঁড়ায়।
ইসলামী শরীয়ত মোতাবেক আমি বিয়ে করেছিলাম। আমাদের ইসলামে যেটা বলে সেভাবেই বিয়ে করার চেষ্টা করেছিলাম। দেনমোহর অল্প রাখার চেষ্টা করেছিলাম এবং বিয়ের দিনেই সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করে তবেই আমি আমার বউকে আমার বাসায় নিয়ে এসেছিলাম। আল্লাহ তা'আলা এই তৌফিক দিয়েছে জন্য আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি।
বিয়ের আগে যেভাবে আমি চলাফেরা করতাম বিয়ের পরে সম্পূর্ণ রুটিন পরিবর্তন হয়ে গেছে। যদি আমার বউটা অনেকটা ভালো রয়েছে এবং আমার মাও অনেক চমৎকার ভাবে সংসার কে গুছিয়ে নিচ্ছে। সবমিলিয়ে আমাদের সংসারে তেমন কোন সমস্যা নেই কিংবা সমস্যা নেই বললেই চলে। কিন্তু তারপরও এই যে বিষয়গুলো আমি বর্তমানে বুঝতে শিখছি এবং নতুন নতুন করে আমাদের পরিবার কিভাবে চালাতে হয় এবং কিভাবে চলে আসছে সেই বিষয়গুলোও আবিষ্কার করছি।
এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার মা-বাবা অনেক কঠোর পরিশ্রম করেই এই সংসারকে টিকিয়ে রেখেছে। আমাদের পরিবারের সকল সদস্যকে আগলে রেখেছেন, এই সংসারের দায়িত্ব নেওয়াটা কোনো ছেলে খেলা নয় তাইতো অনেক ছেলেরাই বর্তমানে বিয়ে করতে ভয় পায়। এর অনেকগুলো ব্যক্তিগতভাবেই কারণ থাকতে পারে। তবে এই এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কারণ বলে আমার কাছে মনে হয়। কারণ সংসার শুরু করলে নতুন নতুন কিছু দায়িত্ব কাজে চলে আসবে, আপনি যেভাবে আগে চলাফেরা করতেন সেখানে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে।
তবে সবকিছু বুঝতে শুরু করেছি, সবকিছু ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। একটি সংসার কে কিভাবে আগলে রাখতে হয় এতদূর পর্যন্ত এখনো শিখতে পারেনি তবে এখনো শেখার পথে রয়েছি। আমার মা-বাবাকে দেখে আমি সবসময় অনুপ্রাণিত হই এবং তাদের দেখানো পথেই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জীবনটা বড়ই বিচিত্রময়। আমরা বিয়ের আগে যেভাবে মনে করতাম আমাদের আত্মীয়-স্বজন কিংবা আমাদের কাছের মানুষজন আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়বে। সেই বিষয়টা কেন জানি আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে। এখন মনে হয় নিজের পরিবারের মানুষগুলো নিজের সংসারের মানুষগুলোই প্রকৃতপক্ষে আমাদের আপন মানুষ। যাই হোক আজকের মত এখানেই আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: হ য ব র ল জীবনের গল্প || সংসার
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
আসলে বিয়ের আগের জীবন এবং পরের জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ বিয়ের পর এমনিতেই সবার দায়িত্ব বেড়ে যায়। তবে যে বা যারা সেই দায়িত্ব পালন করতে পারে এবং সংসারকে গুছিয়ে রাখতে পারে, তারাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ। কারণ দিনশেষে পরিবার-ই আমাদের সবকিছু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।