ব্যর্থতা জীবনের একটি অংশ

man-7956041_1920.jpg

Source

আমরা সকলেই সফল হতে চাই। জীবনে ভালো কিছু করতে চাই। নিজের পরিবারের যত্ন নিতে চাই এবং নিজের পরিবার এবং নিজের সমস্ত চাহিদা গুলো পূরণ করতে চাই। এর জন্য কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয়। যদিও আমরা সফলতা এবং ব্যর্থতাকে টাকা দিয়ে তুলনা করি না কিন্তু বর্তমান সমাজ অনুযায়ী সেভাবেই একটু আমরা চিন্তা করে দেখি। তারপরও আপনাকে প্রতিষ্ঠিত হতে বেশ কিছু বছর অপেক্ষা করতে হবে কারো কারো ক্ষেত্রে সেটা ৪০-৫০ এর পরও হতে পারে।

কেএফসি এর নাম শুনেননি এমন মানুষ অনেক কম রয়েছে। কিন্তু এই মানুষের জীবনী কয়জন পড়েছেন? এর মানুষের যদি জীবনী আপনি পড়ে থাকেন তাহলে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। কারণ তিনি তার জীবনে যত ধরনের সেক্রিফাইস করেছেন, যত ধরনের ত্যাগ স্বীকার করেছেন এবং যত জায়গায় ট্রাই করেছেন তার এক পার্সেন্টও কিন্তু আপনি আমি করিনি। তাই ব্যর্থতায় একটিমাত্র শব্দ এর পরেই রয়েছে সফলতার বিশাল সাগর।

সফলতার জীবনে একবার আসে না বরং ব্যর্থতার মধ্য দিয়ে সফলতাকে খুঁজতে হয়। আপনি একটি কাজ করছেন সেখানে সফল হতে পারছেন না তাহলে সেটা পরিবর্তন করে অন্য কিছু করার ট্রাই করুন। তাহলে দেখবেন কোন না কোন সময় কোন না কোন এক জায়গা থেকে আপনি অনেক ভালো কিছু করবেন এবং সেটাই হবে সফলতার সিঁড়ি।

তবে শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। কারণ ধৈর্য এবং সফলতার মাঝেই রয়েছে পবিত্র একটি বন্ধন এবং যারা সবসময় ধৈর্য ধারণ করেন এবং নিজের দৈনন্দিন কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করে যান তারা কখনোই অসফল হিসেবে থাকতে পারে না বলে আমি মনে করি। আপনি কি মনে করেন এই বিষয়ে, তা মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানে মেসেজ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 3 months ago 

আমার কাছে মনে হয় যে ব্যক্তি কখনো ব্যর্থ হয়নি সে সফলতার চূড়ায় পৌঁছাতে পারেনি। ব্যর্থতা জীবনের অংশ ব্যর্থতা সফলতার অনুপ্রেরণা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 3 months ago 

আসলেই একেকজনের জীবনে সফলতা জিনিসটা একেক সময় চলে আসে ।কারোর ৪০ বছর পার হয়ে আবার কারোর ২০ বছরের মধ্যেই। আপনি ঠিকই বলেছেন সফল হতে গেলে আমাদের প্রয়োজন ধৈর্য ধরতে হবে এবং সঠিক কাজগুলো সঠিক সময়ের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে। তবেই আশা রাখা যায় সফলতা অতি শীঘ্রই চলে আসবে। সুন্দর একটি মোটিভেশন পোস্ট করেছেন ,ধন্যবাদ।