ব্যর্থতাই মানে শেষ নয়!
03-07-2025
১৯ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো আমিও ভালো থাকার চেষ্টা করছি। আসলে এখানে সময় দিতে পারছি না তেমন। একটার একটা সিটি দিতে দিতে অবস্থা খারাপ! মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে ভুল করে ফেললাম। এতো প্রেসার দিচ্ছে বলার বাহিরে। তবুও জীবন তো আর থেমে থাকবে না। জীবন জীবনের নিয়মে চলবে। এই প্রেসারটাই হয়তো আমার জন্য একটা সময় ভালোর কারণ হবে বলে বিশ্বাস করি। এজন্য জীবনে মাঝে মাঝে প্রেসার নেয়া জরুরি। নয়তো অনেক কিছুই আসলে শেখা হয়না। কারণ আমরা এমন যদি চাপ না আসে তাহলে সে কাজে এতোটা আগ্রহ দেখায় না! যদি চাপ আসে তাহলেই আমরা কাজটাকে গুরুত্ব দেয়। অন্যান্য দেশে কাজকে ভালোবাসে তাই তারা সে কাজটা করে। আর আমাদের এখানে দেখা যায়, আমাদেরকে চাপ দেয় বলে করি নয়তো কখনো করা হতো না! যথচ দরকার ছিল কাজটাকে ভালোবেসেই করা। নতুন কিছু শেখার উদ্দেশ্য নিয়েই করা।
আপনি একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাবেন, আপনি যে কাজটা নিজের ইচ্ছায়, ভালোবেসে করতে চাইছেন সেটা আপনার কাছে ভালো লাগবে। আপনি সে কাজটা সহজেই করে ফেলতে পারছেন। তবে যে কাজটা আপনার কাজটা ভালো লাগছে না। জোরপূর্বক করছেন তাহলে সে কাজ আপনার দ্বারা আসলে হবে না। তো আমরা কাজ করি ব্যর্থ হই। কেউ হাল ছেড়ে দেয় আবার কেউ উঠে দাড়ায়। এখন, আপনি যদি কাজ করতে গিয়ে হাল ছেড়ে দেন তাহলে আপনি সফলতা পাবেনকি করে?
মনে রাখতে হবে আসলে, ব্যর্থতা হলো একেকটি শিক্ষা। আসলে আপনি কি শিখছেন সে ব্যর্থতা থেকে সেটা খুবই গুরুত্বপূর্ণ! কারণ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। আপনি যদি শিক্ষা না নেন তাহলে আপনি সামনে আগাবেন কি করে?
এই যে ধরেন, আমরা যখন ছোট ছিলাম আমরা কি জন্মের পরেই হাটাঁ শিখে গেছি! সেটা তো সম্ভব হয়নি। বরং হাটঁতে গিয়ে পরে গেছি, হোচটঁ খেয়ে ব্যাথা পেয়েছি। তারপর আমরা হাটঁতে শিখেছি। ব্যর্থতার ব্যাপারটাও এমন আসলে আপনি কোনো কিছুই শুরু থেকেই শিখতে পারবেন না। আপনাকে শেখার মানসিকতা থাকতে হবে । তার পর আপনার শিখতে গিয়ে ধৈর্যধারণ করতে হবে। আপনারা কিন্তু টমাস আলভা এডিসনের কথা জানেন। কতোবার ব্যর্থ হয়েছিলেন তিনি। তবুও কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। তবে তিনি বলেছিলেন প্রতিটা ব্যর্থতা তার জন্য লার্নিং ছিল। তিনি ব্যর্থতা থেকেই শিখেছেন! আর আমাদেরকেও তাই করতে হবে ব্যর্থতা থেকে শিখতে হবে আসলে।
আসলে আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন প্রতিটা ব্যর্থতা যেন আমার জন্য আশীর্বাদ হয়! নতুন কিছু শিখতে পারি। আসলে শিখতে পারার যে মানসিকতা সেটা আপনাকে অনেকদূর নিয়ে যাবে! তো আপনি ব্যর্থ হলেন, আর বললেন সব শেষ!! এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন! ব্যর্থতা মানেই নতুন দিনের সূচনা! হতে পারে ব্যথতা আপনার জন্য আশীর্বাদ ছিল। এজন্য ব্যর্থ হলে কখনো হাল ছাড়া যাবে না! আমি আসলে জীবনে বহুবার বহু জায়গায় ব্যর্থ হয়েছি কিন্তু কখনো হাল ছাড়েনি! প্রতিটা ব্যর্থতা এখন মনে হয় আমার কাছে এগুলো সব আমার জন্য আশীর্বাদ ছিল! দিনশেষে সবকিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া থাকুন। আশেপাশে থাকিয়ে দেখবেন, আপনার থেকেও অনেকে খারাপ অবস্থানে আছে!
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিক বলেছেন ভাইয়া ব্যর্থতার ছাড়া কখনো সফলতা আসবে না আসলে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় আবার নতুন করে কিছু করা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
একদম আপু! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু