রংপুর এর সেরা চক্ষু হাসপাতাল সম্পর্কে || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



আজ আবার নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমাদের রংপুর বিভাগ এর একটি সেরা চক্ষু হাসপাতাল এর সাথে পরিচিত করাবো। আশা করি ভালো লাগবে। 10% @shy-fox এর জন্য বরাদ্দ ।


↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



1630431814145.jpg

Location

pngfind.com-white-lines-png-2081.png

এটি একটি রংপুর এর সেরা চক্ষু হাসপাতাল।
এই হাসপাতালটির নাম "দীপ আই কেয়ার ফাউন্ডেশন, (চক্ষু হাসপাতাল)" এটি রংপুর এর দার্শনায় অবস্থিত। রংপুর মেডিকেল মোড় হতে ১৫ থেকে ২০ টাকা ভাড়া।



1630474320583.jpg

1630474295174.jpg

Location

pngfind.com-white-lines-png-2081.png

এই হাসপাতালে গিয়ে আমি যা দেখলাম , প্রতিদিন শত শত রোগি এখানে যাওয়া আসা করে.. তারপর সবচেয়ে বড় বিষয়টি লক্ষ্য করলাম এখনে গ্ৰাম থেকে লোক এসেছে ২টি বাস ভাড়া করে ,তা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। তাহলে ভাবুন একবার এই চক্ষু হাসপাতালটি কতটা ভালো হতে পারে।



1630478857462.jpg

pngfind.com-white-lines-png-2081.png

আপনারা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না । বাসে আসা রোগী ও বাসটি ছবি তোলার কথা খেয়াল ছিলো না । তারপর এও একটি ছবি ক্লিক হয়েছে .. আপনারা দূরের‌ দিকে হয়তো দেখতে পারছেন একটি বাস । এই বাসে করে বাস ভর্তি রোগী এসেছে এবং প্রচুর ভিড় ছিল সেখানে ।



1630431988260.jpg

Location

pngfind.com-white-lines-png-2081.png

এটি হাসপাতালের রিসিপসন । এখন থেকে টিকিট কেটে তার পর ডাক্টারকে দেখানো হয় , সিরিয়াল হিসেবে।
সবচেয়ে কম খরচে এখানে চোখের সব সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।



1630474339651.jpg

1630474356227.jpg

Location

pngfind.com-white-lines-png-2081.png

এখানে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে চোখের পরিক্ষা নিরিক্ষা করে থাকেন তারা।



1630474315493.jpg

1630474392712.jpg

Location

pngfind.com-white-lines-png-2081.png

সবশেষে বলি আপনারা যারা চোখের সমস্যা ভুগছেন । তারা এই হাসপাতালে দেখাতে পারেন। আপনাদের একটু সুবিধার জন্য আমার আজকের এই পোস্টটি করা ।



আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

IMG_20210825_005336.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

IMG_20210825_005418.png

20210616_120145.png

Sort:  
 4 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য....❤️ শুভকামনা রইল...

 4 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট করেছেন যা অনেক মানুষের উপকারে আসবে ধন্যবাদ আপনাকে।বিস্তারিত ঠিকানা টা দিলে অনেক ভালো হতো♥

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখার জন্য... বিস্তারিত ঠিকানা পোস্টটিতে দেওয়া আছে। উপরের দিকেই ।। শুভ কামনা রইল...❤️❤️

ছোট্ট একটা ভুল হয়েছে ভাইয়া। লোকেশন কোড দিতে মনে হয় ভুুলে গিয়েছেন। আপনার পোস্টটা সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়েছেন মার্কডাউন দিয়ে। এত ছোট বয়সে আপনি অনেক ভালো কাজ করছেন। ধন্যবাদ।

 4 years ago 

আমি দুঃখিত ভাইয়া,,, আসলেই আমার লোকেশন দেওয়ার কথা খেয়াল ছিলো না...আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া.... আমার পোস্টটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া...❤️❤️🥰🥰