রংপুর এর সেরা চক্ষু হাসপাতাল সম্পর্কে || 10% Beneficiaries @shy-fox
☆আসসালামুয়ালাইকুম☆
⌱ আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷
↘️ চলুন তাহলে শুরু করা যাক↙️
এটি একটি রংপুর এর সেরা চক্ষু হাসপাতাল।
এই হাসপাতালটির নাম "দীপ আই কেয়ার ফাউন্ডেশন, (চক্ষু হাসপাতাল)" এটি রংপুর এর দার্শনায় অবস্থিত। রংপুর মেডিকেল মোড় হতে ১৫ থেকে ২০ টাকা ভাড়া।
এই হাসপাতালে গিয়ে আমি যা দেখলাম , প্রতিদিন শত শত রোগি এখানে যাওয়া আসা করে.. তারপর সবচেয়ে বড় বিষয়টি লক্ষ্য করলাম এখনে গ্ৰাম থেকে লোক এসেছে ২টি বাস ভাড়া করে ,তা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। তাহলে ভাবুন একবার এই চক্ষু হাসপাতালটি কতটা ভালো হতে পারে।
আপনারা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না । বাসে আসা রোগী ও বাসটি ছবি তোলার কথা খেয়াল ছিলো না । তারপর এও একটি ছবি ক্লিক হয়েছে .. আপনারা দূরের দিকে হয়তো দেখতে পারছেন একটি বাস । এই বাসে করে বাস ভর্তি রোগী এসেছে এবং প্রচুর ভিড় ছিল সেখানে ।
এটি হাসপাতালের রিসিপসন । এখন থেকে টিকিট কেটে তার পর ডাক্টারকে দেখানো হয় , সিরিয়াল হিসেবে।
সবচেয়ে কম খরচে এখানে চোখের সব সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
এখানে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে চোখের পরিক্ষা নিরিক্ষা করে থাকেন তারা।
সবশেষে বলি আপনারা যারা চোখের সমস্যা ভুগছেন । তারা এই হাসপাতালে দেখাতে পারেন। আপনাদের একটু সুবিধার জন্য আমার আজকের এই পোস্টটি করা ।
আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।
"আল্লাহ হাফেজ"
অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য....❤️ শুভকামনা রইল...
খুবই চমৎকার একটি পোস্ট করেছেন যা অনেক মানুষের উপকারে আসবে ধন্যবাদ আপনাকে।বিস্তারিত ঠিকানা টা দিলে অনেক ভালো হতো♥
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখার জন্য... বিস্তারিত ঠিকানা পোস্টটিতে দেওয়া আছে। উপরের দিকেই ।। শুভ কামনা রইল...❤️❤️
ছোট্ট একটা ভুল হয়েছে ভাইয়া। লোকেশন কোড দিতে মনে হয় ভুুলে গিয়েছেন। আপনার পোস্টটা সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়েছেন মার্কডাউন দিয়ে। এত ছোট বয়সে আপনি অনেক ভালো কাজ করছেন। ধন্যবাদ।
আমি দুঃখিত ভাইয়া,,, আসলেই আমার লোকেশন দেওয়ার কথা খেয়াল ছিলো না...আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া.... আমার পোস্টটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া...❤️❤️🥰🥰