বেশি প্রত্যাশা, কম প্রস্তুতি!
02-08-2025
১৮ শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সুস্থ্য না থাকেন তাহলে আপনার কোনো কিছুই করতে ভালো লাগবে না। আপনি ভালো থাকলে সবকিছু আপনি করতে পারবেন! তো আমাদের ভালো লাগাটাও সাময়িক আবার পারমানেন্ট হতে পারে। আমাদের কোনো জিনিসের প্রতি ভালো লাগা কাজ করে। জিনিসটা যদি হয় একদম নতুন তাহলে আমাদের আগ্রহের কমতি থাকে না কোনো। পুরো জিনিসটাকে নিয়ে আমাদের আলাদা একটা উত্তেজনা কাজ করে। যেমনঃ কোনো কোর্স করা (সেটা হতে ইংলিশ স্পোকেন), জিম করা, সকালে ঘুম থেকে হাটাহাটি করা ইত্যাদি! কিন্তু শুরুতেই নতুন বিষয়ের প্রতি আমাদের আলাদা একটা টান থাকলেও একটা সময় পরে আমাদের কেন জানি সে জিনিসটার প্রতি আগ্রহ হারিয়ে যায়। প্রথম দুদিন একদম ফাটিয়ে প্র্যাকটিস করি। কিন্তু তিনদিনের বেলায় আমাদের আর কোনো খবর থাকে না!
আমরা তখন চিন্তা করি, এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না! অথচ দুদিন আগেও অনেক মোটিভেশন ছিল নিজের ভিতরে। এখন কথা হলো ঝামেলাটা হলো কোথায়! আসলে আমরা যখন নতুন কিছু শুরু করতে চাই তখন সেটা থেকে আমাদের প্রত্যাশা লেভেলটা অনেক বেশি থাকে। আমরা চিন্তা করি এক সপ্তাহ জিম করে আমরা সিক্সপ্যাক বডিয়ে বানিয়ে ফেলবো! তারপর আর জিন করার প্রয়োজন হবে না! কিন্তু এক সপ্তাহে সিক প্যাক বডি বানানো আসলেই পসিবল কি না? সেটা মোটেও পসিবল না। কারণ যেকোন কাজের প্রভাবটা পেতে সময়ের প্রয়োজন হয়। একদিনে বা রাতারাতি কিছু করা সম্ভব
না আসলে। আমরা ইউটিউব বা ফেসবুকে কয়েকটা মোটিভেশনাল ভিডিও দেখে কাজে লেগে পরি। কিন্তু কাজটা শুরু করার পর আমাদের ভিতরে সে আগ্রহটা আর থাকে না। আমরা যে ভুলটা করি সেটা হলো ধারাবাহিকতা বজায় রাখতে ভুলে যায়।
আপনি ভিডিও দেখে মোটিভেশন পেলেন কিন্তু সেটা দুদিন থাকার পর আর নেই। তাহলে এটার কোনো ভেল্যু থাকলো না! আপনাকে ধারাবাহিকতার সাথে আগাতে হবে। নয়তো আপনি কোনে কাজই সফলতা পাবেন না। এই যেমন যে সিক্সপ্যাক বডি বানালো! সে কিন্তু একদিনে বা এক সপ্তাহে বানাতে পারেনি। প্রতিদিন প্র্যাকটিস করেছে, ধারাবাহিকতা বজায় রেখেছে। তারপর একটা সময় পরে সেটা হতে পারে দুবছর আবার কারো কারো ক্ষ্রেত্রে তিনবছর সময় লেগে যায় সিক্স প্যাক বডি বানাতে। আপনি দুদিন জিম করেছেন অথবা এক সপ্তাহ করতে পেরেছেন। তারপর আপনার সারা শরীর ব্যাথা হয়ে গেল! আপনি কি করলেন! ভাবছেন আপনারা দ্বারা এটা হবে না। আপনি আগেই হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি কাজটা শুরু করার আগে যথাযথ মাইন্ডসেট করে এক বছরের জন্য আগাতে পারতেন তাহলে অনেক ভালো হতো। তাহলে আপনার ফলাফলটা আপনি বুঝতে পারতেন।
আবার ধরেন অনেকেই এমন আছে যারা খুব তাড়াতাড়ি ইংলিশ স্পিকিং শিখতে চাই। কিন্তু স্পোকেন ইংলিশ কি কয়েকদিনে শেখা সম্ভব! এটা এক বা দু সপ্তাহে শেখা পসিবল না! এটা শিখতে হলে আপনাকে কমপক্ষে তিন বা ছয়মাস সময় দিতে হবে। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। তা হলে আপনি নেটিভ স্পিকারদের মতো করে ইংলিশে কথা বলতে পারবেন। আমরা যে ভুলটা করি! একটা ইংলিশে ভিডিও দেখি আর মনে করি এক সপ্তাহ সময় দিতে পারলেই আমরা ইংলিশে কথা বলতে পারবো। কিন্তু সেটা মোটেও পসিবল না! ঐ যে আমাদের প্রত্যাশা বেশি ছিল শুরুতে! কিন্তু আমাদের সমস্যা হলো ধারাবাহিকতা বজায় রাখতে পারি না। দুদিন ইংলিশে প্র্যাকটিস করে মনে করি পারবোই তো ইংলিশে কথা বলতে! তারপর আর আমরা চর্চা করি না! যার ফলে ইংলিশ স্পোকেনটাও শেখা হয় না যথাযথভাবে!
আসলে আমাদের আগ্রহ লেভেলটা শুরুতে যতটা থাকে একটা বিষয়ের প্রতি, ধীরে ধীরে সেটা আর থাকে না। আমাদের ব্রেইন এখন অলস হয়ে যাচ্ছে। ট্রেইন করাতে পারি না! সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না! যার কারণে কোনো একটা বিষয়ের উপর বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি না! যেকোন কাজ শুরু করতে হলে আমাদেরকে আগে থেকেই মাইন্ড সেটআপ করে নিতে হবে যে এটা শিখতে সময়ের প্রয়োজন। তাড়াহুড়া করা যাবে না! তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে যেতে পারবো।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.