অনুরোধ মূলক পোস্ট। আশা করছি প্রথমবারের মতো ক্ষমা করা হবে।।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

আসলে বলার মত আর কিছুই নেই। কেননা আমি বড়ই লজ্জিত। কেননা আমি @amarbanglablog কমিউনিটির একজন নিয়মিত সদস্য ছিলাম।আমি এই অ্যাকাউন্ট থেকে প্রতিনিয়ত এই কমিউনিটিতে পোস্ট করতাম এবং বিভিন্ন ধরনের পুরস্কার গ্রহণ করতাম

কিন্তু আমি একজন লোভী মানুষ। কেননা আমি আমার এই @steem-for-future একাউন্ট বাদেও আরো অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করেছিলাম। সেটি ছিল আমার পূর্বের অ্যাকাউন্ট।

আমি দুইটি একাউন্ট এ একসাথে # আমারবাংলাব্লগ কমিউনিটির নিয়ম এবং নির্দেশনা বলী না মেনে প্রতিনিয়ত পোস্ট করে রাখছিলাম। এটি আসলে একটি বড় ধরনের এবং জঘন্যতম অপরাধ।

##যেটি স্টিম প্ল্যাটফর্ম কখনোই সমর্থন করে না এবং কখনোই এটি ভালো কাজ নয়.। এক্ষেত্রে আমার মূল অপরাধ হচ্ছে

আমি দুইটি একাউন্ট ব্যবহার করেছি।

####এক্ষেত্রে আমি অপরাধী। শুধু অপরাধী নয়, খুব বড় ধরনের অপরাধী

এক্ষেত্রে @amarbanglablog কমিউনিটির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং ক্ষমাপ্রার্থী স্টিমিট এর সকল কর্তৃপক্ষের কাছে।

সকলের কাছে আমার আকুল আবেদন

  • আপনারা কখনোই কোনো কমিউনিটির নিয়ম ভঙ্গ করবেন না

  • কমিউনিটির নির্দেশ গুলো মেনে চলুন এবং নিয়ম অনুযায়ী পোস্ট করার চেষ্টা করুন

  • কেউ কখনো আমার মত দুইটা একাউন্ট ব্যবহার করবেন না।

  • কেউ যদি আমার মত দুইটা একাউন্ট ব্যবহার করেন তাহলে তাকে সেই কমিউনিটি থেকে বাদ দেওয়া হবে। যেমনটি আমার সাথে হয়েছে #আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্য দিয়ে

  • সুতরাং কেউ কখনই দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করবেন না

  • সবাই কমিউনিটি রুল এবং স্টিমিটিল প্ল্যাটফর্ম এর নিয়ম মেনে কাজ করুন

যদিও আমি এই কমিউনিটি থেকে সাসপেক্ট হয়েছি তার জন্য আমি আকুল আবেদন করি

@rex-sumon @rme @amarbanglablog @royalmacro @moh.arif এবং সকল কমিউনিটি অ্যাডমিন মেম্বার মডারেটর এবং কমিটির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী

অনুগ্রহপূর্বক আমার, অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিন।আগামী আগামী দিন থেকে এ বিষয়ে কঠোর ভাবে সতর্ক থাকব এবং যদি আমি আগামীতে এমন অপরাধ গরি কম্মুনিটি থেকে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি সেটি মাথা পেতে গ্রহণ করে নিব

আশা করছি পূর্বের মত আমাকে এই কমিউনিটিতে আবার সদস্যের মর্যাদা দেওয়া হবে এবং আমি কমিটির সকল রুলস এবং নিয়মগুলো মেনে কাজ করতে পারব।

ধন্যবাদ সবাইকে

আমি

20210514_085946.jpgমোঃ আকাশ আলী,, ফ্রিল্যান্সিং করতে ভালোবাসি এবং পাশাপাশি একজন গার্মেন্টস কর্মচারী
Sort:  
 4 years ago 

ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়াই প্রকৃত মানুষের কাজ।

 4 years ago (edited)

আপনাকে পুনরাই member ব্যাজ দেওয়া হল। ধন্যবাদ।

 4 years ago 

@moh.alif অসংখ্য ধন্যবাদ। এবং শুভকামনা এবং অপ্রতুল ভালোবাসা এবং অভিনন্দন রইল আগামী দিনের জন্য।।