অতিরিক্ত চাহিদা ধ্বংসের দিকেই ঠেলে দেয়।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source-https://pixabay.com/photos/person-pear-lightbulb-sun-3062271/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। প্রাচীনকাল থেকেই মানুষ তার প্রয়োজন মেটাতে চেষ্টা করে এসেছে। প্রয়োজনই মানুষকে উদ্ভাবনী শক্তি যুগিয়েছে । সভ্যতা গড়ে তুলতে সাহায্য করেছে। কিন্তু যখন প্রয়োজন সীমা অতিক্রম করে চাহিদায় রূপ নেয় এবং সেই চাহিদা আবার সীমাহীন হয়ে পড়ে, তখনই শুরু হয় বিপর্যয়। শুরু হয় মানুষের ধ্বংস। অতিরিক্ত চাহিদা মানুষ সহ সব কিছুর ধ্বংস ডেকে আনে। এটি কোন প্রবাদ বাক্য নয়, বরং বাস্তব জীবনের প্রতিচ্ছবি। যা আমারা প্রতিনিয়ত দেখতেছি।
প্রথমে আমাদের বুঝে নেওয়া উচিত, চাহিদা আসলে কী? চাহিদা হলো মানুষের মনোভাব, যা তাকে কিছু অর্জনের জন্য প্ররোচিত করে,উৎসাহ দেয়। এই চাহিদা হতে পারে মৌলিক, খাদ্য, বাসস্থান, পোশাক আশাক বা দৈনন্দিন জীবনের সাধারণ কিছু। আবার হতে পারে উচ্চতর কিছু যেমন অর্থ, ক্ষমতা, খ্যাতি, বা ভোগ বিলাস। যতক্ষণ পর্যন্ত এই চাহিদাগুলো যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত তা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যখন এগুলোর মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা মানুষকে স্বার্থপর, লোভী এবং ধ্বংসাত্মক করে তোলে।
আমাদের চারপাশে তাকালেই অতিরিক্ত চাহিদার পরিণতি দেখতে পাবো। আধুনিক বিশ্বে মানুষ দিন দিন ভোগবিলাসে অভ্যস্ত হয়ে পড়েছে। একটা মোবাইল ফোন হাতে পেয়েই আরেকটা নতুন মডেলের খোঁজে থাকে, একটা গাড়ি থাকা সত্ত্বেও আরেকটি দামি গাড়ির পেছনে ছুটছে, একটা বাড়ি থাকলেও আরও একটি বড় বাড়ি চাই। এ কোটি টাকা থাকলে এক কোটি ডলার চাই। এই অযৌক্তিক চাহিদা কখনোই শেষ হয় না। এর ফলে মানুষ আত্মতুষ্টি হারায়, অসন্তুষ্ট হয়ে পড়ে, এবং মানসিক চাপ, হতাশা, এমনকি অপরাধ প্রবণতায়ও জড়িয়ে পড়ে।
অতিরিক্ত চাহিদার সবচেয়ে ভয়াবহ দিক হলো এটি মানুষকে নৈতিকতা থেকে বিচ্যুত করে। অর্থের অতিরিক্ত চাহিদায় কেউ দুর্নীতিতে জড়ায়, আবার কেউ প্রতারণা করে, অন্যের অধিকার কেড়ে নেয়, এমনকি মানুষ খুন করতেও দিধাবোধ করে না। ইতিহাসে দেখা যায় অনেক সাম্রাজ্য পতনের কারণ ছিল রাজাদের অতিরিক্ত লোভ আর চাহিদা। আধুনিক যুগেও অনেক রাজনীতিবিদ বা ব্যবসায়ী ধ্বংস হয়েছেন তাদের সীমাহীন চাহিদার কারণে।
শুধু ব্যক্তিপর্যায়ে নয়, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়েও অতিরিক্ত চাহিদার ফল মারাত্মক হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, কিছু উন্নত দেশ নিজেদের চাহিদা পূরণ করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোর সম্পদ শোষণ করছে, হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। যার ফলে বৈষম্য তৈরি হচ্ছে, সংঘাত বাড়ছে এবং পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্রাণী বিলুপ্তি এসবের মূলে রয়েছে মানুষের সীমাহীন চাহিদা। যত পায় তত চাই, ততই আরো লাগে। চাহিদার কোন শেষ নাই।
ইসলামী দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে, “লোভ মানুষের ধ্বংস ডেকে আনে”। পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমরা দুনিয়ার মোহে পড়ে যাবেন না, কারণ তা অস্থায়ী এবং ধ্বংসশীল।" অতিরিক্ত চাহিদা মানুষকে আল্লাহর উপর ভরসা থেকে সরিয়ে নেয়, তার হৃদয়কে কঠোর করে তোলে। মানুষকে মানুষ মনে করে না, পশু জীবজন্তুও চাহিদার কারনে রেহায় পায় না।
গতকাল একটি নিউজ দেখলাম চট্টগ্রামে এক দল মানুষ মাছ চাষ করার জন্য পেট্রোল দিয়ে একটি ছোট বন পুড়িয়ে দিয়েছে। সেখানে অনেক জীবজন্তু পুড়ে মরেছে। চিন্তা করা যায় আমারা কেমন জাতি। আমাদের চাহিদা কত নিচে নেমে গেছে।
তাই আমাদের প্রয়োজন হলো চাহিদাকে নিয়ন্ত্রণ করা পরিমিত জীবনযাপন করা এবং আত্মতুষ্টির মাধ্যমে সুখ খোঁজা। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায়, সন্তুষ্টিতে, এবং নির্ধারিত সীমার মধ্যে থাকায়। যার চাহিদা যত কম, তার সুখ তত বেশি, এ কথা আজও সত্য। ভবিষ্যতেও এর প্রমান পাওয়া যাবে।
Image Source- https://pixabay.com/photos/cat-city-roof-look-at-watch-7662965/
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আপনি আজকে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। চাহিদা সম্পর্কে আপনি অনেক সুন্দর কিছু কথা আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন। সত্যি আমাদের চাহিদা নির্দিষ্ট একটি সীমা অব্দি থাকলেই আমাদের উন্নতি হবে নয়তো ধ্বংসের পথে নেমে যেতে পারে আমাদের জীবন। অতিরিক্ত চাহিদা মানুষকে প্রতারক তৈরি করে। তাই আমাদের সবসময় নির্দিষ্ট সীমা অব্দি চাহিদা রাখা উচিত। আপনার এই পোষ্টটি অনেক শিক্ষামূলক এবং মোটিভেশনাল ধন্যবাদ।
অতিরিক্ত লোভ-লালসা আর চাহিদাই মানুষের ধ্বংস ডেকে আনে।
https://x.com/RamimHa74448648/status/1924414869497069614?t=ShZg1DBN9FgxvEbH_Xc5uw&s=19
https://x.com/RamimHa74448648/status/1924414495658836340?t=cExvvdHqp2YBaD3ei5a7hw&s=19
অতিরিক্ত চাহিদা কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। অতিরিক্ত চাহিদা সব সময় আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়। আপনার এই লেখা গুলোর মাধ্যমে অনেক কিছু বিষয় জানতে পারলাম ভাইয়া। আপনি সাজিয়ে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন।
আমি আপনার পোস্টের সাথে একমত। আমি নিজেও লক্ষ করেছি, অতিরিক্ত চাহিদা কীভাবে সম্পর্ক নষ্ট করে দেয়। যেমন, আমার এক পরিচিত ব্যক্তি শুধু আরও বেশি অর্থের লোভে পরিবারকে অবহেলা করতেন, শেষ পর্যন্ত তিনি একাকিত্ব বেছে নেন। সত্যিই চাহিদা নিয়ন্ত্রণ করা জরুরি।