কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি❤️
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজকাল সকাল বিকেলে ভীষণ কুয়াশার চাদরে ঢেকে যায় প্রকৃতি। মেয়েকে নিয়ে সারে আটটায় বের হই আর দশহাত দূরে কি আছে তা বোঝার উপায় নেই।খুব সকালে যে কি অবস্থা হয় কে জানে। খুবই ভালো লাগলো কুয়াশাজড়ানো প্রকৃতি তাই ফটোগ্রাফি করলাম আপনাদের সাথে ভাগ করে নেবো জন্য।
প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বাংলাদেশে ভীষণ মনোমুগ্ধকর। গ্রামীণ পরিবেশে চোখ যতোদূর যায় ততোদূর শুধু সুন্দর আর সুন্দর। নদী নালা খালবিল যেদিকে তাকাই সেদিকে অসাধারণ সুন্দর দৃশ্য লক্ষনীয়।ছয় ঋতুর দেশে ঋতু বদলের সাথে সাথে প্রকাশিত পরিবেশ ও বদলায়। প্রতি ঋতুর সৌন্দর্য অসাধারণ সুন্দর।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো শীতের সকালের কুয়াশাচ্ছন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি।
প্রথম ফটোগ্রাফি
রাস্তার ধারে মাথা উচুকরে দাড়িয়ে আছে এই কলা গাছটি।কলাগাছের যেন কোন কষ্ট নেই। মনের সুখে সে কুয়াশা ইনজয় করছে।নাকি কুয়াসার চাদরে নিজেকে ঢেকে রেখেছে বোঝা মুসকিল। চোখ দিয়ে দেখতে পাচ্ছি কুয়াশায় আচ্ছন্ন সে কিন্তুু সে কি কষ্ট পাচ্ছে কুয়াসায় না কি কুয়াশা উপভোগ করছে।ফটোগ্রাফি করে নিলাম।
দ্বিতীয় ফটোগ্রাফি
শিশির স্নাতো সকাল। মাঠেঘাটের সব গাছপালা শিশিরে আচ্ছন্ন। ব্যাতিক্রম নয় বাঁশ বাগানও।বাঁশ গাছে শিশির জড়িয়ে রেখেছে। বাঁশের পাতা গুলো সব শিশিরে সাদা হয়ে গেছে। দেখতে বেশ ভালোই লাগছে শিশির স্নাত বাঁশপাতা। কুয়াশার ভারে একটু বাঁশ গাছ হেলে গেছে। রোদের ছোঁয়া পেলেই দাড়িয়ে যাবে মাথা উঁচু করে।
তৃতীয় ফটোগ্রাফি
কুয়াসায় ঢেকে যাওয়া আকাশ। আমি অনেক সময় দাড়িয়ে আকাশ দেখার চেষ্টা করলাম কিন্তুু পারলাম না।খুবই সুন্দর দৃশ্য। দুধারে গাছ ও মাঝটা নালা কিন্তুু নালা বোঝার উপায় নাই।ঐ দূর আকাশে লক্ষ্য করে দেখতে পেলাম সূর্য মামা উঁকি দিয়ে ভাবছে পৃথিবীতে কি আলো ছরাবে না কি ছরাবে না।কুয়াসায় সাথে রীতিমতো যুদ্ধ হচ্ছে। কুয়াসা বাঁধা দিচ্ছে আর সূর্য মামা পৃথিবীতে আসার জন্য অধির আগ্রহ নিয়ে উঁকিঝুকি দিচ্ছে। সময়ের অপেক্ষা করছে সূর্য। সুযোগ পেলেই আর তাকে আটকিয়ে রাখা সম্ভব হবে না তবে রোদের তাপ হয়তো ছড়াতে পারবে না। বেশ সুন্দর দৃশ্য কিন্তুু।
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর কুয়াসায় জড়ানো প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন নতুন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আপু, আপনি খুব সুন্দরভাবে কুয়াশার ছবি তুলেছেন। এত বেশি কুয়াশায় আকাশটা ঠিকমতো দেখা যায় না, তবে সেই পরিবেশটা একদম আলাদা। আমাদের এলাকাতেও কিছুদিন ধরে সকালে খুব কুয়াশা দেখা যাচ্ছে। এভাবে ঘন কুয়াশা অনেকটাই মজার এবং রহস্যময় লাগে। ধন্যবাদ আপু, আপনার অসাধারণ ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপু দারুন করে প্রকৃতি ঘেরা কুয়াশার ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও শুনেছি কতদিন ধরে ঢাকার বাইরে কোন কোন জেলায় প্রচন্ড কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা ঘেরা এমন দৃশ্য কতদিন দেখিনা। টিভিতে খবরে বা আপনাদের ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়েছি কিন্তু সামনাসামনি এরকম কুয়াশা ঘেরা দৃশ্য দেখা হয় না।
আপনার আজকের ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে শীতের প্রকৃতির চমৎকার কিছু রূপ দেখতে পেলাম। আপনি ঠিকই বলেছেন আপু বাংলাদেশে ৬ ঋতুর পালাবদলে প্রকৃতিও রূপ বদলায়। ফলেই তো আমরা নানারকম দৃশ্য দেখতে পাই। যেমন আজকে আপনার পোস্টে শীতকালীন সময়ে কুয়াশা ঘেরা চমৎকার প্রকৃতি পরিবেশকে ফুটিয়ে তুলেছেন। এক এবং দুই নং ফটোগ্রাফি আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আশা করছি আগামীতে এরকম ফটোগ্রাফি আমাদের সাথে আরো শেয়ার করবেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
বাপরে কি ভয়ংকর কুয়াশা দেখেই ভয় লাগছে!!আমাদের এখানে তো গরমের ভাব চলে আসছে বেশ গরম লাগে এখন।অথচও তোমাদের ওখানে কি পরিমাণ কুয়াশা ভাবা যায়!কুয়াশার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আর এই সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে।
হ্যাঁ এরকম কুয়াশা থাকে দশটা পর্যন্ত।
বেশ কয়দিন ধরে আমাদের এখানেও প্রচন্ড কুয়াশা হচ্ছে। শীতের সময় প্রায় চলে যাওয়ার পথে। কিন্তু প্রাকৃতিক পরিবেশ যেন সকালবেলাটা কুয়াশার চাদরে ঘেরা থাকে। ভালো লাগে তবে এই মুহূর্তে পথচলা বেশ কঠিন। সকালের এমন পরিবেশটা আমার খুবই পছন্দের।
ঠিক বলেছেন ভাইয়া শীতের সময় চলে যাচ্ছে কিন্তুু শীত জানান দিয়ে যাচ্ছে যে সে চলে যাচ্ছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কুয়াশার ফটোগ্রাফি করা হয় না আমার। নতুন একটা পোস্ট ক্রিয়েট করে দেখিয়েছেন তাই আমিও নতুন একটা পোস্ট পেয়ে গেলাম। সুযোগ করে কালকে চেষ্টা করবো আমাদের বাড়িতেই কোষাচ্ছন্ন ফটোগ্রাফি করার। ভালো লাগলো আপু সুন্দরভাবে আপনি ফটোগ্রাফি গুলো সাজিয়ে উপস্থাপন করেছেন দেখে। অতিরিক্ত কুয়াশার ফলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারেনা। তবে সূর্য ঠিকই আলো নিয়ে উপস্থিত থাকেন। যায় হোক ভালো লেগেছে আপু।
আপনিও কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি করবেন জেনে ভালো লাগলো।
সত্যি আপু এত পরিমান কুয়াশা থাকলে আকাশ দেখায় মুশকিল। আমাদের এলাকাতেও কয়েকদিন ধরে সকাল সকাল বেশ কুয়াশা দেখা দিয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কুয়াশার ফটোগ্রাফি ধারণ করেছেন। এভাবে ঘন কুয়াশা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।
শীতকালের এই শেষের এর দিকে এখন এত পরিমাণে কুয়াশা পড়ছে যে রাস্তাঘাটে খুব সাবধানে চলাচল করতে হচ্ছে। আপনি এই কুয়াশাকে ঘিরে একটা দারুন ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কুয়াশা ঘেরা থাকা শীতের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে শীতের মুহূর্তের প্রকৃতির অপরূপ ফুটে উঠেছে। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু ঋতু যখন পরিবর্তন হয় সৌন্দর্য কিন্তু অসাধারণ থাকে প্রাকৃতির ছয় ঋতুর। আজকে আপনি চমৎকার কিছু কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফি করেছেন। তবে আপনার কুয়াশার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর এরকম ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। সুন্দর সুন্দর কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।