বন্ধুরা মিলে গল্প আড্ডায় কাটানো একটি সন্ধ্যে।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৬ই জুলাই, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।শুধু ক্রিয়েটিভিটি নয় নিজের হাসি কান্নার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আমি ঘোরাঘুরি করতে এবং খাওয়া-দাওয়া করতে অনেক বেশি পছন্দ করি। খাওয়া-দাওয়ার থেকে বেশি পছন্দ করি সুন্দর পরিবেশ এবং প্রকৃতি। এমন কোন জায়গায় যাওয়ার চেষ্টা করি যেখানে গেলে প্রকৃতি এবং খাওয়া-দাওয়ার দুটোই পাব। আজ শেয়ার করব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার মুহূর্ত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
আজকে যেদিনের পোষ্টটি লিখতে চলেছি সেদিনের কথা মনে পড়লেই মনের মধ্যে দুঃখ ভর করে। দুঃখ ভর করার কারণ হলো এই দিনেই আমার শখের ফোনটি ভেঙে গিয়েছিল। দিনে তো বন্ধুদের সাথে ভালই আড্ডা দিয়েছিলাম কিন্তু রাতে রুমে ফেরার পর আমি কত যে কান্না করেছিলাম সেটা মনে পড়লেই খারাপ লাগে। চলুন খারাপ বিষয়গুলো ফেলে রেখে ভালো মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করেনি। অনেকদিন ধরে ভাবছিলাম এ রেস্টুরেন্টে যাব। এ রেস্টুরেন্টের নাম কে লোকাল টু।আমাদের কুষ্টিয়ায় বর্তমানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং সুন্দর সুন্দর ক্যাফে গড়ে উঠেছে। প্রত্যেকটি জায়গা কোন না কোন দিক থেকে সুন্দর।
এই দিনে আমি ঠিক করেছিলাম আমি শাড়ি পরবো। কয়েকজন বন্ধুরাও গিয়েছিল আমার সাথে। যেহেতু রেস্টুরেন্ট এর পরিবেশটা অনেক সুন্দর তাই সেখানে শাড়ি পড়ে ছবি ভালো তুলতে পারব সেজন্যই শাড়ি পড়েছিলাম। এমনিতে আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে নিয়ে দুপুর দুইটা নাগাদ আমি শাড়ি পড়ে বের হয়ে পড়ি। আমার মেসে থাকা আন্টির কাছ থেকে শাড়িটি পড়ে নিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল নীল শাড়ি পড়ে ঘুরতে যাব। তাই সবটি পূরণ করলাম।
রিকশায় উঠে যাওয়ার সময় হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে গেল। হাত থেকে বললে ভুল হবে। মনের ভুলে রিক্সার উপর ফোন রেখেছিলাম সেটা ঝাকি লেগে নিচে পড়ে যায়। এবং আমার শখের ফোনটা সেখানে খুব খারাপ ভাবে ভেঙে যায়। এই নিয়ে যাওয়ার সময় খুবই মন খারাপ হয় আমার
তারপরেও সেখানে যাই। সবার সামনে নিজের মনটা ভালো রাখার চেষ্টা করি। সবার সাথে মিশার চেষ্টা করি। যাতে আমার জন্য কারোর মন খারাপ হয়ে না যায় সেটা ভেবে নিজের কষ্টটাকে চেপে রেখেছিলাম। তবে সবাই আমাকে বলছিল তুই কিভাবে ঠিক আছিস। আমার মনে মনে ভীষণই কষ্ট হচ্ছিল তারপরেও সবার সাথে তাল মিলালাম।
আমি সেখানে পৌঁছে দেখি আমার সবগুলো বন্ধু সেখানে বসে আছে। তারপর সবাই মিলে গল্পের আড্ডায় মেতে উঠলাম। তারপর আস্তে আস্তে সন্ধ্যে হল। অবশ্য সন্ধ্যে হওয়ার আগেই আমরা কিছু খাবার অর্ডার করলাম। সবাই মিলে পিজা অর্ডার করে বেশ আনন্দ করে খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপর সবাই মিলে কেক খেলাম। তারপর আমি যেহেতু শাড়ি পড়ে গিয়েছিলাম ছবি তোলার জন্য। সবাই আমাকে ছবি তোলার জন্য জোর করতে থাকে। যদিও আমার মনের মধ্যে ছবি তোলার কোন ইচ্ছেই ছিল না। তারপরেও অনেক ভেবে চিন্তে কিছু ছবি তুললাম।
আর বাকি ছবি রেখে দিলাম সন্ধ্যে হওয়ার অপেক্ষায়। এ রেস্টুরেন্ট টা অনেক সুন্দর। একেবারে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। এরকম রেস্টুরেন্ট এবং জায়গাগুলো আমার ভীষণই পছন্দের। রেস্টুরেন্টের আসল সৌন্দর্য প্রকাশ পায় রাত্রিবেলা।রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন রেস্টুরেন্টি বিভিন্ন রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে। তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। রেস্টুরেন্টের সামনে যে পুকুরটি রয়েছে সেটা আমার অনেক পছন্দের। আরো চাইপাশে রয়েছে নানান ধরনের সুন্দর গাছপালা। রেস্টুরেন্ট এর খাওয়া দাওয়া জায়গাটি ভিতরে। সেখান থেকে কোন ছবি ক্যাচার করতে পারিনি তাই শেয়ার করতে পারলাম না।
বাইরেও প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর বসার জায়গা ছিল। সন্ধি হতে আমি আমার বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার করে নিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। আজ হয়তো বলতে পারবো না সেদিন রেস্টুরেন্টে ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়া খুশি শেষ হয়েছিল। কারণ সেদিন আমার আসলেই অনেক মন খারাপ ছিল। যাই হোক সেদিন এভাবেই শেষ করেছিলাম ঘোরাঘুরিটা। তবে পরিবেশের জন্য মনটা অনেকটাই ভালো হয়েছিল। আমি প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দ করি।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1945556905486684296?t=VfEzr0doVeRqWj3-X-5mUA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1945557486293192878?t=qj8Ch1mK_thphsGSf4BJgg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1945557806968705421?t=KsVJI8REHSF0aRw5nvq3zg&s=19