সদা হাস্যোজ্বল ও বিনোদনপ্রিয় একজন মানুষ
(
মানুষ মরণশীল। মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনটাকে একেকজন একেকভাবে কাজে লাগায়। প্রত্যেক মানুষের জীবনের দর্শন আলাদা। যার কাছে জীবনের দর্শন যেমন সে জীবনটা কে তেমন ভাবে কাটিয়ে দেয়। ক্ষুদ্র এই জীবনকে কেউ খুব সিরিয়াসভাবে, কেউ বিনোদনের মধ্যে দিয়ে, আবার কেউবা অর্থোপার্জনের মধ্য দিয়ে কাটিয়ে দেয়। জীবনের অর্থ যে যেটা বোঝে, সে জীবনটাকে তেমনভাবেই সাজায়।
আজকে আমি মানুষের যে ধরনের জীবন দর্শন নিয়ে লিখব তাও গল্পের টাইটেল দেখেই বুঝতে পারছেন। অর্থাৎ একজন বিনোদন প্রিয় মানুষকে নিয়ে লিখব। আমার খুব ক্লোজ একজন ছোট ভাই, বন্ধু বললেও ভুল হবে না। আমাদের বাসা এক জায়গায় হওয়ায় ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব। ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। সবার সাথে দুষ্টুমি পূর্ণ সম্পর্ক থাকলেও আমাকে ভালোই সম্মান করত। আর বড় হওয়ার পর আমরা সাধারণভাবে যেরকম জীবনযাপন কাটাই, সে তার চেয়ে ভিন্ন ধরনের জীবন যাপন কাটিয়েছে। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি, স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, আবার কখনো বা সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে থিয়েটারে গিয়ে সিনেমা দেখা সবাই তার নিত্যদিনের কার্যক্রম ছিল। কলেজে পড়ার সময় এসবের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিল। কে কি বলল এসব নিয়ে না ভেবে নিজের খেয়াল-খুশি মতো সবকিছু উপভোগ করত। কোন প্রকার বাঁধাধরা নিয়মের মধ্যে বেড়ে ওঠে নি। অর্থাৎ যখন যা ভালো লাগতো তাই করত। এবছরের কোরবানির ঈদ সে বাসায় না করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। করণ তোর কাছে বিনোদনটাকে মুখ্য।পড়াশোনা করলেও খুব একটা সিনসিয়ার ছিলনা পড়াশোনা নিয়ে। তবুও পরীক্ষায় কেমন করে জানি ভালো ফলাফল করত।
দিনশেষে সবাই হতাশাগ্রস্থ এবং একাকীত্বতার মধ্য দিয়ে জীবন কাটালেও এ ধরনের মানুষের কাছে জীবনটা বেশ উপভোগের। তাদের জীবন দর্শন অন্য সবার থেকে আলাদা। ভবঘুরে এসব মানুষ সমাজের কাছে তেমন একটা গ্রহনযোগ্যতা না পেলেও এরা তার কোনো তোয়াক্কা করে না। এদের কাছে চেয়ে উপভোগ টাই মুখ্য বিষয়।
জীবন দর্শন নিয়ে ভালো লিখেছেন ভাইয়া।ধন্যবাদ
মন্তব্য করার জন্য ধন্যবাদ দিদি।
এরকম মানুষ হওয়াটা অনেকের জন্যই একটা ইচ্ছার ব্যাপার। কিন্তু আসলে সবাই চাইলে এরকম হতে পারে না। কিছু মানুষ এরকম কিছুটা ব্যতিক্রম হয়। সদা হাস্যজ্জল থাকা ধরাবাধা নিয়ম এর মধ্যে না থাকা এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ দিনশেষে নিজের কাছে নিজের জবাবদিহিতা ঠিক থাকলেই মানুষ সুখী হয়। আপনার ছোট ভাই ও বন্ধু এর জীবন যাপনের ধরন এবং অবস্থা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য ধন্যবাদ শেয়ার করার জন্য