সেমিস্টারের শেষ ক্লাস | |

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।আজ আমার ইউনিভার্সিটিতে আমার এই সেমিস্টারের শেষ ক্লাস ছিল।আজকের দিনটি আপনাদের সাথে আমি শেয়ার করব।
আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করতেছি।আর কিছুদিন পর এই সেমিস্টারও শেষ হবে।আগামী ১২ তারিখ থেকে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু এবং ১৯ তারিখ শেষ হবে সকল এক্সাম।আমাদের সেমিস্টারের সিস্টেম হলো ৪ মাসে এক সেমিস্টার অর্থাৎ বছরে ৩ টা সেমিস্টার।যাকে বলে ট্রামিস্টার সিস্টেম।আর আজকে ছিল আমার এই সেমিস্টারের শেষ ক্লাস। প্রত্যেক সেমিস্টারে নতুন নতুন টিচার/ফ্যাকাল্টি আসে। স্যার/ম্যাডামদের সাথে এই চার মাস তাদের ক্লাস করে তাদের সাথে এক মর্যাদার এবং বন্ধুত্ব সুলভ সম্পর্ক সৃষ্টি হয়।কয়েক জন ফ্যাকাল্টি খুবই ফ্রেন্ডলী হয়।তারা সবাই আজ শেষ ক্লাসে খুব ইমোশনাল হয়ে পড়ে সাথে সাথে আমরাও বেশ ইমোশনাল হয়ে পড়ি।
কিন্তু সময়ের সাথে তো এগিয়ে যেতেই হবে।শেষ ক্লাসে সাধারণ তেমন পোড়ানোর কিছু থাকে না। টিচাররা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে দেয় এবং কারো কোনো বিষয়ে সমস্যা থাকলে তা সমাধান করে দেয়।আমরা সকলে ফ্যাকাল্টিদের সাথে কেক কেটে আনন্দের সহিত ক্লাস শেষ করি।ক্লাস শেষে সবাই খুব ভালো জীবনে কাজে লাগবে এই রকম উপদেশ দিয়েছে।সব স্যার/ ম্যাডামরা একই কথা বলেছে যে - তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবে না। নিঃসংকোচে আমাদের সাথে কথা বলার অথবা পরামর্শ নেয়ার জন্য আমাদের কাছে আসবে বা মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করবে।আমরা সবসময় তোমাদের পাশে আছি।এইসব কথা শুনে আমরা আরো ইমোশনাল হয়ে পড়ি।তারপর স্যারদের এবং ম্যাডামদের সাথে ছবি তুলি।তারপর সবাই সব স্যার ম্যাডামদের কাছ থেকে বিদায় নিয়ে এই সেমিস্টারের ক্লাস শেষ করি।

1000005368.jpg


bba80c9c-7e3d-4cf9-a7cf-4e1e187d9540-1_all_4921.jpg



এরপর সব বন্ধুরা মিলে ক্যান্টিনে গিয়ে কিছু হালকা চা নাস্তা খাই।তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বন্ধুরা সবাই মিলে স্টাডি রুমে বসে গ্রুপ স্টাডি করি এক থেকে দেড় ঘণ্টা।তারপর সবাই যার যার বাসায় ফিরে যায়।আজকের দিনটি বেশ ভালোই কেটেছে।আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।অনেকে হয়ত আমার আজকের দিনের সাথে আপনদের এই রকম ভার্সিটির দিনের কথা রিলেট করতে পারবেন।
সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সবার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ সবাইকে 🩵