ছোট ভাইয়ের এনগেজমেন্ট

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

Messenger_creation_b0e0da26-7deb-4727-8894-9bb8296b94a4.jpeg

আজ আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটি পোস্ট শেয়ার করছি। আমার বাংলা ব্লগ যেমন আমার একটি পরিবার তেমনি আমার নিজেরও এটি পরিবার আছে এর আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি আমরা দুই ভাই বোন। আর আমার ছোট হচ্ছে ভাই। আর সেই ভাইয়েরই এনগেজমেন্ট হয়েছে কিছুদিন আগে। কিন্তু আপনাদের সঙ্গে বিভিন্ন ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব।

আমার একমাত্র ছোট ভাই কিন্তু তার বিয়েতে এত তাড়াতাড়ি হুট করে ঠিক হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। যদিও পাত্রী দেখা অনেকদিন ধরেই চলছিল কিন্তু হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছে আর বিয়েটা ঠিক হয়েছে আমাদের বাড়ি থেকে খুবই কাছে এটা আমি কখনো চিন্তাই করিনি। যে আমার ভাইয়ের বিয়ে এত কাছাকাছি ঠিক হবে বাড়ির খুব কাছাকাছি হলেও আমি আমার ছোট ভাইয়ের বউকে আগে কখনো দেখিনি আর আমার পরিবারের কেউই দেখেনি।

আমার তো প্রথমে ভালই লাগছিল না যে এত কাছাকাছি কেন বিয়ে ঠিক হবে এই গরমে বিয়ে হবে এটাও আমি কখনোই চাচ্ছিলাম না। কারণ শীতের দিনের বিয়েতে খুবই মজা হয় আর আমাদের বাড়ির যেহেতু এটাই শেষ বিয়ে তাই চাইলেও আর পরবর্তীতে মজা করতে পারবো না। এজন্য আমি চাচ্ছিলাম শীতে বিয়েটা হোক। কিন্তু বিয়ে যেহেতু ঠিক হয়েছে তাই সবাই চাচ্ছিল ঈদে যেহেতু সবার ছুটি থাকবে তাই ঈদে এই বিয়েটা সেরে ফেলতে।

তাই না চাওয়া সত্ত্বেও বিয়েটা ঠিক হয়েছে এবং পরবর্তীতে অবশ্য অনেক মজাই হয়েছে। পরবর্তীতে আর খারাপ লাগেনি। নির্ধারিত দিনে পাত্রীর বাড়ি থেকে সবাই এসেছিল আমাদের বাড়িতে আমার ভাই আংটি পড়ানোর জন্য। এজন্য আমার মা অনেক রান্নাবান্না করেছিল কিন্তু ব্যস্ততার কারণে কোনটারই ছবি তোলার সুযোগ হয়ে ওঠেনি। তবে মনটাও একটু খারাপ লাগছিল যে আমার একমাত্র ছোট ভাইটার বিয়ে হয়ে যাচ্ছে ঠিক কেমন যেন লাগছে বলে বোঝাতে পারব না। পরবর্তীতে বিয়ের আরো অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকের মত এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnciQaRkD5uWoYmyzVhMEixqY1gVkkAK8cFxPfzhHx2y8SE1nzw1V96hpaLnE...VWvig7zTgmARN88UrRb1Zk5Xqgj4RsrQPLd3WYDX8TzT1N7C3hWgbYTzbEcTT3ZSTMwg96cpXvu25G9mcqaxvQAU3xo36mAtdvNVwzJEtSvhzHexAkjUSBhxsQ.png

Sort:  
 7 months ago 

ভাইএর এনগেজমেন্ট বেশ খুশির খবর। বিবাহর বিষয়টা শীত আর গরমের সাথে সাথ নেই। সৃষ্টিকর্তা যখনই চাইবেন তখনই হবেন আর কি। তবে নিকটে হোক দূরে হোক সুসম্পর্ক বজায় থাকলেই হবে সুন্দর একটা সংসার গড়তে পারলেই হবে। দোয়া করি আপনিও দোয়া করবেন তাদের জন্য।

 7 months ago 

আপনার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে হুট করে হয়ে যাওয়া আপনার একটু মন খারাপ হবে। তবে বিয়েতে আপনি অনেক মজা করেছেন এটা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনার ছোট ভাইয়ের বিয়েটা আপনাদের বাড়ির খুব কাছাকাছি হচ্ছে। তবে একটা কথা আপনি ঠিকই বলেছেন গরমের মধ্যে বিয়ে হওয়ার থেকে শীতের মধ্যে বিয়ে হওয়া ভালো। গরমের সময় আমারও তেমন একটা ভালো লাগে না। যাই হোক আপনার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আপু।