এল ক্ল্যাসিকো!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এই সিজেন টা রিয়াল মাদ্রিদের জন্য যথেষ্ট বাজে ছিল। বলতে গেলে ট্রফিলেস সিজেন কাটাতে হচ্ছে। একের পর এক ইঞ্জুরি তারপর সেই পজিশনের খেলোয়ার না কেনা সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটা সিজেন এটা আমাদের। গতকাল রিয়াল মাদ্রিদের খেলা ছিল বার্সেলোনার সাথে। এককথায় বলতে গেলে এই সিজেনের শেষ এল ক্ল্যাসিকো। এই সিজেনে তিনটা এল ক্ল্যাসিকোর সবগুলোই হেরেছে রিয়াল মাদ্রিদ। সুতরাং এই ম্যাচটা ছিল একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু সেটা আর হলো না। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-২-৩-১ ফর্মেশনে খেলতে নামে। অন্যদিকে বার্সেলোনার ফর্মেশন ছিল ৪-২-৩-১। খেলাটা ছিল বার্সেলোনার ঘরের মাঠে। বার্সেলোনার অ্যাডভান্টেজ ছিল বেশি।
খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮ টা ১৫ তে। ম্যাচের প্রথমেই চমক দেখাই রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে কে ডিবক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় এমবাপ্পে। খেলা আবার শুরু হয়। ম্যাচের ১৪ তম মিনিটে বল পেয়ে যায় ভিনিসিয়াস ভিনির অ্যাসিস্টে আবার গোল করে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গোলে ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপরেই যেন চেপে ধরে বার্সেলোনা।রিয়াল মাদ্রিদ বলের দখল নিতেই পারছিল না। একের পর এক আক্রমণ শুরু করে বার্সেলোনা। ফলাফল ১৯ তম মিনিটে কর্ণার থেকে এরিক গার্সিয়া গোল করে এবং ব্যবধান কমিয়ে নিয়ে আসে।
ম্যাচের ৩২ তম মিনিটে ডিবক্সের ভেতর থেকে দারুণ এক গোল করে লামিন ইয়ামাল। সমতা ফিরে আসে। ম্যাচ তখন ২-২ এর সমতায়। এরপরের সময় টা আমি ভুলে যেতে চাইব। রিয়াল মাদ্রিদের খেলোয়াদের সহজ পাস মিস। যেটা একেবারেই মেনে নেওয়া যায় না। দুইটা বাজে পাস মিস থেকে ৩৪ এবং ৪৫ মিনিটে দুইটা গোল করে রাফিনিয়া। পুরোপুরি ৪-২ গোলে পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। খেলা শেষ হয় প্রথমার্ধের। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইটা পরিবর্তন করে কার্লো আনচেলওি। রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে একটা ভারসাম্য ফিরে আসে। কিন্তু ঐভাবে আক্রমণ করতে একেবারেই পারছিল না। ম্যাচের ৭০ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসের অ্যাসিস্টে দারুণ একটা গোল করে এমবাপ্পে। ম্যাচে ফিরে আসে রিয়াল মাদ্রিদ। তবে তখনও এক গোলে পিছিয়ে।
এরপর বার্সেলোনা আক্রমণ করতে থাকে। বার্সেলোনা আরও দুইটা গোল করে তবে একটা অফসাইড এবং আরেকটা হ্যান্ডবলের জন্য বাতিল হয়ে যায়। রিয়াল মাদ্রিদ ম্যাচের একেবারে শেষে একটা গোল করে তবে সেটাও বাতিল হয় অফসাইডের জন্য। আরও দুই একটা সুন্দর সুযোগ পেলেও কোন কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলাফল ম্যাচটা হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-৩। লা লীগায় পুরো ৭ পয়েন্ট লীডে চলে গেল বার্সেলোনা। সঙ্গে সঙ্গে এই সিজেনে লা লীগা হাতছাড়া হয়ে গেল রিয়াল মাদ্রিদের। কার্লো আনচেলওির শেষ মৌসুম ছিল এইটা মাদ্রিদের হয়ে। এরপর উনি সম্ভবত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিবেন। এবং রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখা যাবে জাবি আলানসো কে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Emon423/status/1921867787573567894?t=fivNK36azGk8iX0yOucEJQ&s=19
রিয়াল মাদ্রিদের ডিফেন্স এর এত বাজে অবস্থা আগে কখনো দেখিনি। যেটা কোনভাবে মেনে নিতে পারছি না। দুই গোল লিডে থাকার পর ম্যাচটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সত্যিই অপ্রত্যাশিত অনেক খারাপ লেগেছে। যাই হোক সামনের মৌসুমে প্রিয় দলের জন্য শুভকামনা রইল।