ঈদের দিন!!

in আমার বাংলা ব্লগ3 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ১৩ ই এপ্রিল ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000576547.jpg


আমার জীবনের বিগত ২২ বছরের ঈদের থেকে এবারের ঈদটা ছিল কিছুটা ভিন্ন। ২৭ তারিখ ঢাকা থেকে যেদিন বাড়ি যায় সেদিন মনের মধ্যে আলাদা একটা আনন্দ হচ্ছিল। সেই অনূভুতি টা ছিল পৃথিবীর অন‍্যতম সুন্দর একটা অনূভুতি। ঈদের দিন মোটামুটি বেশ সকালেই ঘুম থেকে উঠি। যেহেতু সকাল ৮ টাই ছিল ঈদের নামাজের সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় শরীফ ভাইয়ার দোকানে। শরীফ ভাইয়ার দোকানের লেবু চা দিয়েই সকাল টা শুরু করি। মোটামুটি প্রায় ৪ মাস পরে আমার সেই চায়ের স্বাদটা পেলাম। ওখান থেকে সরাসরি বাড়ি চলে আসি। এরপর আমার চাচাতো ভাই এবং বাড়ির ছোটদের নিয়ে চলে যায় পুকুরে গোসল করতে। অন‍্যসময় আমি বাড়িতে গোসল করলেও ঈদের দিনটা সবার সাথে পুকুরেই যায়।


1000576531.jpg

1000576532.jpg

1000576538.jpg

1000576535.jpg

1000576545.jpg

1000576544.jpg


অনেক দিন পর সাঁতার দিয়ে গোসল শেষ করে বাড়িতে এসে তৈরি হয়ে নেয়। এরপর বাড়ির সবাই মিলে একসঙ্গে চলে যায় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে। গ্রামের সবাই একটা ঈদগাহে সমাবেত হয়েছে। সবার মনের মধ্যে উৎসবের আমেজ। এই অনূভুতি টা একেবারেই অন‍্যরকম। গিয়ে দেখি ইমাম সাহেব নামাজ নিয়ে কিছু কথা বলছে। এরপর সবাই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে প্রথমে ইমাম সাহেবের খুতবা এবং তারপর শুরু হয় মসজিদ কমিটির কিছু আলোচনা। এগুলো মসজিদ ঈদগাহ সম্পর্কিত। নামাজ শেষ করে সবার সাথে দেখা করে বাড়িতে চলে আসি। বাড়ি এসেই আগে বাড়ির ছোটদের ঈদ সালামি দিয়ে দেয়। এতো বছর ঈদ সালামি আমি নিয়ে এসেছি। কিন্তু এবার থেকে আমাকে দিতে হবে হা হা।


1000576648.jpg

1000576647.jpg

1000576554.jpg

1000576550.jpg

1000576560.jpg

1000576594.jpg


এরপর সকালের খাবার খাই। পুরো একটা মাস পরে সকালে খাচ্ছিলাম। ঈদের দিনে বিশেষ কিছু খাবার তৈরি হয়ে থাকে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয়। এরপর আমার চাচাতো ভাইয়ের সাথে বাইকে ঘুরতে বের হয়েছিলাম। ঘোরাঘুরি শেষ করে বাড়িতে এসেছিলাম প্রায় দুপুরের সময়। বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে বিকেলের দিকে চলে যায় আমাদের ঈদগাহ ময়দানে। ঈদের দিন বিকেলে আরেকটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়ে থাকে আমাদের গ্রামে। ওখানে অংশগ্রহণ করি। আমার বাড়ির বাচ্চাগুলো ওখানে ছিল। ওদের সাথে বেশ অনেক টা সময় অতিবাহিত করি। যেহেতু ওরা আগামী প্রজন্ম। এসবের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। আর যাইহোক ওরা যেন এগুলো বিমুখ না হয়। শত বছরের ঐতিহ্য যেন ধরে রাখে।

এরপর বাড়িতে এসে আমি তৈরি হয়ে নেয়। সারাদিন বাড়িতে ছিলাম এখন বের হতে হবে। বন্ধুদের সাথে দেখা করে আড্ডা দিতে হবে। আমার বন্ধু ইকরা, রাসেল এবং আরও কয়েকজন সন্ধ‍্যার পর বিশেষ একটা জায়গা মিলিত হয়। অনেক দিন পর আমাদের আবার একসঙ্গে দেখা হয়। এইজন্যই আমাদের আড্ডাটা বেশ জমেছিল। ওদের সাথে আড্ডা শেষ কর বাড়িতে আসি প্রায় রাত ১০ টার দিকে। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে নেয়। মোটামুটি এভাবেই কাটে ঈদের দিনটা। ঈদ যে নিজের বাড়ির বাইরে পরিবার ছাড়া করবো এটা কখনও চিন্তা করতে পারি না। অনেক গুলো দিন অপেক্ষা করতে হয় এইরকম একটা সুন্দর দিনের জন্য।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আমাদের বাড়ির আশেপাশের সব পুকুর শুকিয়ে গেছে। ঈদের দিন সকালে পুকুরে অনেক মানুষ এক সাথে গোসল করে। তখন অনেক মজা হয়। ধন্যবাদ।