ঈদে মিলাদুন্নবী তথা ঈদে আজম সম্পর্কে কিছু কথা ও অনুভূতি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

ইমানের মূলের আগমন ঈদে আজম।
জীবনের মূলের আগমন ঈদে আজম।
আত্মার মূলের আগমন ঈদে আজম।
রেসালাত এলাহীর আগমন ঈদে আজম।
নাজাতের মূলের আগমন ঈদে আজম।
জান্নাতের মাওলার আগমন ঈদে আজম।
সত্য মানবতার আগমন ঈদে আজম।

20230928_092950.jpg

গত কাল ঈদে আজম তথা ঈদে মিলাদুন্নবী যেটা আমরা পেয়েছি ১২ই রবিউল আউয়াল। সেদিন আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম এর শুভ আগমন হয়েছে। পৃথিবীতে অসংখ্য দিন ও মুহূর্ত রয়েছে, যেটাকে আমরা খুশির মুহূর্ত হিসেবে হৃদয়ে ধারণ করে থাকি। আমাদের প্রাণপ্রিয় নবীর শুভ আগমনও সকল খুশির ঊর্ধ্বে।কারণ আমরা ভালো করেই জানি আমাদের প্রিয় নবী সমগ্র সৃষ্টির জন্য রহমত। চাঁদ, সূর্য, আলো,বাতাস, যেমন বিধাতা সৃষ্টি করেছেন সার্বজনীন করে, সব মানুষের জন্য।তেমনি সকল রাষ্ট্রের জন্য, সকল জাতির জন্য, সমগ্র সৃষ্টির জন্য,প্রিয় নবীকে প্রেরণ করেছেন। তাই এ প্রিয় নবী পৃথিবীতে শুভাগমন করাটা এটি আসলে অনেক খুশির ব্যাপার।

আর এটি কত বড় খুশি সেটা বলে বোঝানো সম্ভব নয়। একটা উদাহরন স্বরুপ বলা যায় আমরা সাধারণত দুই ঈদে অনেক বেশি আনন্দ করি। এক হচ্ছে রমজানের ঈদ আরেকটি হচ্ছে কোরবানের ঈদ। তবে এ দুটোই তো আসতো না যদি আমাদের প্রিয় নবীর শুভ আগমন না হতো। সেজন্য ওই দুটো ঈদেরও মূল ঈদ, ঈদে আজম। বা আমাদের প্রিয় নবীর শুভ আগমনের দিন।এই দিনটি প্রিয় নবীর আশেকানরা খুব সুন্দর ও জাঁকজমক ভাবে পালন করে থাকে।মূলত এই দিনটিতে বেশি খুশি থাকে তারাই যারা প্রিয় নবীকে প্রাণাধিক ভালোবাসে। এই দিনকে কেন্দ্র করে বিশ্বের অনেক জায়গাতে অনেক দেশে এই "ঈদে আজম" খুব সুন্দর সম্মানের সাথে পালিত হয়।মোমিন মুসলমানের প্রাণের ঈদ বলে কথা।

IMG-20230929-WA0000.jpg

এজন্য আমাদের মহামান্য ইমাম এই ঈদে আজমকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন এবং সর্বোচ্চভাবে এটি পালন করার তাগিদ দিয়েছেন। উনার তাগিদে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মাহফিল ও প্রোগ্রামের ব্যবস্থা করে আনন্দ উদযাপন করা হয়। মূলত এই দিনটি আনন্দের দিন। তাই যার যার পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে এই মহান ঈদ এ আজম পালন করা হয়।আমরা প্রতিবারের মত এবারও ঈদে আজম উপলক্ষে ফেনীতে প্রায় দুই হাজার লোকের সমাগম নিয়ে অনেক বড় একটি প্রোগ্রাম করেছি। আবার প্রোগ্রাম শেষে ফেনী শহরের মধ্যে একটি বড় জশনে জুলুস হয়েছিল। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের যুগের মহামান্য ইমাম,"হজরত ইমাম আবু হায়াত আলাইহি রহমা ও তার শ্রদ্ধেয় বাবাজান সাইফুর রহমান নিজামী শাহ।জিনি শত শত পীর ও আলেমের ওস্তাদ।

Screenshot_20230929-090537_Lite.jpg

যাইহোক সর্বাপরি খুব সুন্দর একটি প্রোগ্রাম হয়েছিল।এরকম বিভিন্ন জায়গাতে এই দিনকে বা এই ক্ষণকে কেন্দ্র করে অনেক বড় বড় প্রোগ্রাম করেছে আমাদের প্রিয় ঈমানী ভাইয়েরা।অবশেষে একটা কথা না বললেই নয়। যখন গতকাল হ্যাংআউটে দেখতেছি সবাই অচেতন বা অনেকের এই দিন সম্পর্কে চেতনা নেই। তবে আমাদের প্রিয় @rme দাদা এই দিনকে মনে রেখে তিনি আবার অনেককেই মনে করিয়ে দিয়েছেন।এটি আসলে নিতান্তই অনেক বড় মনের পরিচয়। প্রিয় নবী যেমন সবার জন্য এক আলো স্বরূপ বা রহমত স্বরূপ এ পৃথিবীতে এসেছে। যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন প্রকার ভেদাভেদ নেই। সবাই একই দৃষ্টিতে একই কাতারে, মানুষ হিসেবে তার আসল পরিচয়। তেমনি আমাদের প্রিয় দাদা ও সবকিছু ভুলে প্রিয় নবীর এই শুভ আগমন উপলক্ষে এই দিনটির কথা স্মরণ রেখে অনেককে মনে করিয়ে দিয়েছেন। সেজন্য আমাদের প্রিয় দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঈদে মিলাদুন্নবী নিয়ে খুব সুন্দরভাবে লিখে পোস্ট শেয়ার করেছেন। ১২ ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবীর আগমন হয়েছিল বলে আমরা সত্যি ই ধন্য।এই দিনটিকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ কাল বিশেষ বিশেষ ভাবে অনুষ্ঠান উদযাপন করেছেন।আমরা আমাদের প্রিয় নবীর দেখানো পথে চলবো এটাই হোক আজকের প্রতিজ্ঞা।

 2 years ago 

ইমানের মূলের আগমন ঈদে আজম।
জীবনের মূলের আগমন ঈদে আজম।
আত্মার মূলের আগমন ঈদে আজম।
রেসালাত এলাহীর আগমন ঈদে আজম।
নাজাতের মূলের আগমন ঈদে আজম।
জান্নাতের মাওলার আগমন ঈদে আজম।
সত্য মানবতার আগমন ঈদে আজম।

 2 years ago 

পৃথিবীতে আজ যা কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টির পেছনে রয়েছে আমাদের নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও কথা শুনেছি নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। বিশ্ব মানবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম জীবন জন্মগ্রহণ করেন সেদিন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আনন্দের উল্লাসে মেতেছিল। আর শয়তান সেদিন হু হু করে কেঁদেছিল আর বলেছিল যে কি হলো আমাদের। আমাদের সব থেকে আনন্দের দিন এই ১২ই রবিউল আউয়াল। এই দিনের মানবতার শ্রেষ্ঠ মানব জন্মগ্রহণ করেন। আমার নবীর প্রতি রইলো আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আত্মার মূলের আগমন ঈদে আজম।
রেসালাত এলাহীর আগমন ঈদে আজম।
নাজাতের মূলের আগমন ঈদে আজম।
জান্নাতের মাওলার আগমন ঈদে আজম।
সত্য মানবতার আগমন ঈদে আজম।

 2 years ago 

আসলেই এই দিনটি মুসলিম উম্মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। গতকালকে হ্যাংআউটে দাদা যখন এনাউন্সমেন্ট চ্যানেলে আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন, তখন সত্যিই খুব ভালো লেগেছিল। আসলেই দাদার কোনো তুলনা হয় না। আপনি ঈদে মিলাদুন্নবী নিয়ে চমৎকার একটি পোস্ট লিখেছেন ভাই। আমরা সর্বদা নবীজীর আদর্শ বুকে ধারণ করবো সেই কামনা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসালাত এলাহীর আগমন ঈদে আজম।
নাজাতের মূলের আগমন ঈদে আজম।
জান্নাতের মাওলার আগমন ঈদে আজম।
সত্য মানবতার আগমন ঈদে আজম।

 2 years ago 

সকল সৃষ্টির জন্য ঈদে আজম হচ্ছে সর্বোচ্চ খুশির দিন। এই দিনে আনন্দ উৎসব করা মূলত প্রকৃত ঈমানদারের কাজ। খুব চমৎকার হয়েছিল ঈদে আজমের প্রোগ্রাম। অনেক ভালো লাগলো সেই প্রোগ্রামে এটেন্ড করতে পেরে। ধন্যবাদ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 2 years ago 

জান্নাতের মাওলার আগমন ঈদে আজম।
সত্য মানবতার আগমন ঈদে আজম।