সবাইকে ঈদের শুভেচ্ছা
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।। ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। দীর্ঘ একমাস রোজা রাখার পর এই ঈদের আনন্দ যেন আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। যদিও বছরে দুইটি ঈদ থাকে। কিন্তু রোজার ঈদের মতো আনন্দ কোরবানি ঈদে পাওয়া যায় না। রোজার ঈদের উৎসবটা কোরবানি ঈদের থেকে একেবারেই ভিন্ন। বিশেষ করে ২৯ তম রোজায় ঈদের আকর্ষণটা আরো বেশি বেড়ে যায়। আগামীকাল ঈদ হবে কি হবে না। যদিও অন্যান্য দেশের ঈদ দেখে আমরা বুঝতে পেরে যাই। তারপরও একটা আশা থেকে যায় কোন কারণে চাঁদ দেখা গেলে আমরা হয়তো আগামী দিন ঈদ পালন করতে পারবো। যাইহোক এবারও আল্লাহ আমাদেরকে আরো একদিন রোজার নেয়ামতের সুযোগ দিয়েছিলেন তাই অনেক।
গতকালকে খুব সুন্দর ঈদের চাঁদ দেখা গেলো। একেবারে পরিষ্কার চকচক করছে এই চাঁদ। ছোটবেলায় ঈদের আনন্দই ছিল একেবারে অন্যরকম। ঈদের চাঁদ দেখার জন্য অনেক বেশি উৎসাহিত থাকতাম। কিন্তু যতই বড় হচ্ছি ততই ঈদের আনন্দ যেনো ফিকে হয়ে যাচ্ছে। এখন আর সেরকম আনন্দ লাগেনা ছোটবেলার মতো। কিন্তু বাচ্চাদের মধ্যে বেশ আনন্দ দেখা যায়। ওদের আনন্দ দেখলে নিজের শৈশবের কথা বারবার মনে পড়ে যায়। হাতে মেহেদি দেওয়া বাজি ফোটানো অন্যরকম মজা ছিলো। আমাদের সময় এরকম পাঁচ মিনিটের মেহেদি ছিলো না। তখন আমরা মেহেদি সারারাত হাতে দিয়ে ঘুমিয়ে যেতাম। সকালবেলা উঠে সবার আগে দেখতাম কার হাতে কত বেশি রং হয়েছে। আর এখনকার বাচ্চারা তো ৫ মিনিটে মেহেদি দিয়ে হাত রং করে ফেলে। মেয়েদের কথা আর কি বলবো আমার ছোট দুই ছেলেও বাড়িতে এসে সবার মেহেদি দেয়া দেখে হাতে মেহেদি পড়ে ঘুরে বেড়াচ্ছে। দুই ছেলে বাড়িতে এসে খুব ব্যস্ত। বড় ছেলে তো বাজি ফোটানো নিয়ে খুব ব্যস্ত, আর ছোট ছেলে তাদের পিছন পিছন দৌড়াতে ব্যস্ত। ওদের এই আনন্দের জন্য কষ্ট করে হলেও ঈদের সময় বাড়িতে আসি।
ওদেরকে দেখে বারবার ছোটবেলায় ফিরে যেতে মন চায়। আর তখনই আব্বুর কথা খুব বেশি মনে পড়ে। প্রতিবছর ঈদে নামাজ পড়ে এসে আব্বু আমাদের সবাইকে সালামি দিত। সেই সময়টাকে খুব বেশি মিস করি। বিশেষ করে বাচ্চার বাবা এবং বাচ্চারা যখন নামাজ পড়তে যায় তখনকার সময়টা আব্বুর কথা খুব বেশি মনে পড়ে। কারণ ছোটবেলা থেকেই আব্বুকে সকালবেলায় নামাজ পড়তে যেতে দেখতাম। নামাজ থেকে ফেরার সঙ্গে সঙ্গে সালাম করতাম। সকাল সকাল সবাই গোসল করে সাজুগুজু করে রেডি হয়ে থাকতাম। তারপর বোনেরা মিলে ঘুরতে বের হতাম। বিশেষ করে ঈদের দিন রিক্সায় করে ঘোরা মিস যেত না। খুব ভালো লাগতো সবাই মিলে রিক্সায় ঘুরতে। সারাদিন ঘোরাঘুরির পর ঈদ শেষ হলে খুব খারাপ লাগতো ঈদ শেষ হয়ে যেত জন্য। সেই দিন তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তারপরও খুব খারাপ লাগে যখন দিনগুলোর কথা মনে পড়ে।
আমাদের এখনকার ঈদ কেটে যায় আর কি বাচ্চাদের আনন্দ দেখতে দেখতে। আশা করি আপনারা সবাই ঈদের আনন্দ খুব সুন্দরভাবে উপভোগ করেছেন পরিবারের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

একসময় ২৯ রোজা শেষ হওয়ার পরেই সন্ধ্যা থেকে চাঁদ দেখার অপেক্ষায় থাকতাম। আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে আশপাশের সবাই এসে ভিড় জমাতো একসাথে চাঁদ দেখতাম সেটা এখন মিস করি। আগের মত এখন আর ঈদের আনন্দটা উপভোগ করা হয় না আসলেই মন চায় অতীতে ফিরে যেতে।
ঠিক বলেছেন ভাইয়া এখন আর চাঁদ দেখায় তেমন একটা উৎসাহ পাইনা ছোটবেলার মতো। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। আমরা সবাই মিলে কমবেশি আনন্দ উপভোগ করব প্রিয়জনদের সাথে। তাই সবার জন্য শুভকামনা রইল যেন আমাদের কমিউনিটির সকল সদস্য আনন্দের ঈদের দিনগুলো অতিবাহিত করতে পারে। আপনার পরিবার-পরিজনের জন্য শুভকামনা রইল।
আশা করি খুব ভালোভাবে ঈদ পালন করতে পেরেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনাকেও জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।সত্যিই আপু এখন ঈদ আনন্দ আর আগের মতো নেই।আমরা এখন শুধু বাচ্চাদের আনন্দ দেখে সময় পার করি।সেই মধুর স্মৃতি ভুলে যাওয়ার মতো নয়।আর এই ঈদে হচ্ছে সালামী।দিনশেষে অনেক সালামী নিতাম।
এখন বাচ্চাদের আনন্দ দেখেই ঈদের আনন্দ উপভোগ করতে হয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
প্রথমে আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপু। সত্যি কথা বলতে ছোটবেলার উৎসব মুখর সেই দিনগুলো, আমরাও প্রচন্ড ভাবে মিস করি। আপনার পোস্ট পড়ে যতটা বুঝতে পারলাম, আপনিও আপনার ছোটবেলার ঈদের আনন্দ টা অনেক বেশি মিস করেন এখনো। তবে সময়ের সাথে সাথে এবং পরিবারের চাপে আমাদের সেই আনন্দ গুলো আস্তে আস্তে কমতে থাকে আর এটাই স্বাভাবিক আপু।
বড় হলে সবাই ছোটবেলার সময় গুলোকে খুব বেশি মিস করে। যাই হোক ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
এই ব্যাপারটা আমাদের সবার সাথেই হয় আপু। এটা আমাদের সবার কমন একটা ব্যাপার।
আসলে ছোটবেলায় ঈদ বলতে অন্যরকম একটা আনন্দ অনুভব করতাম। তখন আমরা কত কি না করতাম। আপনার পোস্টটি পড়ে আবার যেন সেই পুরনো স্মৃতিগুলো খুঁজে পেলাম। আর এখনকার বাচ্চারাও ঈদে ওদের মতো করে আনন্দ করে যা দেখতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু ঈদের সকালে গোসল করে রেডি হয়ে থাকার মজাই অন্যরকম ছিল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য