ঈদ কেনাকাটা শেষ হলো
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৮ ই মার্চ ২০২৫ ইং
ঈদের আনন্দের একটি বড় অংশ জুড়ে থাকে কেনাকাটার মধ্যে। বছরের পর বছর ধরে আমাদের সংস্কৃতিতে ঈদের কেনাকাটা শুধুই পোশাক বা গহনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে আত্মার পরিতৃপ্তির একটি অপরিহার্য অনুষঙ্গ। ঈদের নতুন জামা, আতর, জুতো কিংবা প্রিয়জনের জন্য উপহার কিনতে গিয়ে দোকান থেকে শপিং মল পর্যন্ত মানুষের ঢল নামে।এই বছরের ঈদের কেনাকাটা ছিল বেশ রোমাঞ্চকর। শপিং মলের রঙিন বাতি, প্রতিটি দোকানের সামনে আলোকসজ্জা, এবং বিক্রেতাদের হাসিমুখ থেকে শুরু করে সবকিছুই যেন উৎসবের আমেজকে বাড়িয়ে তুলেছিল। বিক্রেতারা ছিলেন অফারের পসরা সাজিয়ে, আর ক্রেতারা ছিলেন সেগুলো লুফে নিতে ব্যস্ত।
আমি ইতিমধ্যে আমার জন্য কেনাকাটা করেছিলাম। আপনারা যারা আমার ব্লগ টি দেখেছিলেন তাঁরা হয়তো সকলেই অবগত আছেন। তবে, আজকে ও গিয়েছিলাম বেশ কিছু ছোট খাট জিনিস পত্র কেনাকাটা করার জন্য।আর আজকে কেনাকাটা করতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমার বন্ধু। আসলে সে দীর্ঘ দিন পর গ্ৰামে এসেছে। আসলে সে ঢাকায় থাকে। বছরে একবার করে গ্ৰামে আসে। তাকে নিয়ে গিয়েছিলাম আমাদের প্রিয় শহর রংপুরে। প্রতি বছর রংপুর শহর ঈদ চলে আসলেই এক অন্যরকম ভাবে সেজে উঠে। অন্যান্য সব বছরের মতো এবারও সেজে উঠেছে।আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও কোন ধরনের দোকান বন্ধ ছিল না।প্রথমে আমরা ভয়ে ছিলাম হয়তো শপ বন্ধ থাকবে।
কিন্তু শহরে গিয়ে দেখতে পারলাম সকল ধরনের শপ খোলা রয়েছে। আসলে আমাদের কেনাকাটা করার জন্য তেমন কোন বড় ধরনের জিনিস পত্র ছিল না। ইতিমধ্যে আমরা সকল ধরনের বড় বড় জিনিস পত্র গুলো কিনেছিলাম। এখন শুধু মাত্র ছোট ছোট জিনিস গুলো ছিল।তার মধ্যে অন্যতম হচ্ছে মেহেদী, আতর, টুপি ইত্যাদি। আসলে ঈদ চলে আসলেই হাতে এবং পায়ে মেহেদী পরার একটি ধুম পড়ে যায়। বিশেষ করে আমাদের দেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে হাতে এবং পায়ে মেহেদী ডিজাইন করার প্রচলন একটু বেশি। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।
ঈদের মেহেদী কেনাকাটা করার জন্য রংপুর সুপার মার্কেট একটি উপযুক্ত স্থান। সেখানে প্রায় সকল ধরনের কসমেটিক্স থেকে শুরু করে সকল ধরনের ভ্যারাইটিজ মেহেদী পাওয়া যায়।তাই আমরা প্রথমে মেহেদী কিনার জন্য গিয়েছিলাম রংপুর সুপার মার্কেটে । সুপার মার্কেটের কসমেটিক্স এর দোকানে গিয়ে দেখতে পারলাম সেখানে হাজার প্রকার মেহেদী। সেখানে গিয়ে তাদের মেহেদী গুলো দেখে মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিবো। সকল ধরনের মেহেদী অনেক বেশি সুন্দর ছিল। পরবর্তীতে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বেশ কয়েকটি অরগ্যানিক মেহেদী নিয়ে নিলাম। তবে, সকল ধরণের মেহেদী গুলো অনেক বেশি সুন্দর ছিল এখানকার।
এরপর আমরা চলে গেলাম আরেকটি কসমেটিকস এর দোকানে। আসলে সুপার মার্কেটের প্রতিটি কসমেটিকস এর দোকানে অনেক সুন্দর সুন্দর কসমেটিকস ছিল। কোনটা রেখে কোনটা নিবো এটাই আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছিল। যাইহোক, আমরা আরেকটি কসমেটিকস এর দোকানে গিয়ে হাতের চুড়ি দেখছিলাম। আমার বন্ধু তার ভাগ্নির জন্য চুড়ি দেখছিল। সেখানকার প্রতিটি ডিজাইনের চুড়ি অনেক বেশি ভালো ছিল। আমরা সকলেই মিলে আমার বন্ধু কে এক সেট চুড়ি পছন্দ করে দিলাম।সে চুড়ি গুলো নিয়ে নেয়। শহরের মধ্যে বেশ কিছু সময় ধরে ঘোরাফেরা করে চলে আসি বাসায়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
link
https://x.com/Riyadx2P/status/1905245500351357196?t=8qJkcqTxSNAd5FhURxJqjg&s=19
https://x.com/Riyadx2P/status/1905662104084119758?t=8qJkcqTxSNAd5FhURxJqjg&s=19
https://x.com/Riyadx2P/status/1905662629713965328?t=8qJkcqTxSNAd5FhURxJqjg&s=19
https://x.com/Riyadx2P/status/1905663026377945089?t=8qJkcqTxSNAd5FhURxJqjg&s=19
https://x.com/Riyadx2P/status/1905663378229789038?t=8qJkcqTxSNAd5FhURxJqjg&s=19
SS
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঈদের সময় নতুন পাঞ্জাবি নতুন শার্ট কিনা এবং সুন্দর জুতা কিনা। সেগুলো পরে ঈদের নামাজ আদায় করা আত্মীয়-স্বজনদের বাসায় যাওয়া খুবই আনন্দের। যাক অবশেষে আপনি খুব সুন্দর ভাবে ঈদের কেনাকাটা শেষ করলেন। অনেক ভালো লেগেছে আপনার আজকের ব্লগ পড়ে। পরিবারের সবার জন্য শুভকামনা রইল।