ঈদ আনন্দ

in আমার বাংলা ব্লগlast year

ঈদ মানেই আনন্দ। ঈদ আমাদের সকলের জীবনে নিজের নিয়ে আসুক। আমাদের অতীতের সব ক্লান্তি দূর হোক এই ঈদের মাধ্যমে। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ আমাদের জীবনের সবচেয়ে একটা আনন্দের দিন। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা ওযু করে নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে কবরবাসীদের জন্য দোয়া করি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে মিষ্টি কিছু খেয়ে নামাজের উদ্দেশ্য রওনা দেই।
1712818730063-01.jpeg
নামাজ শেষে দোয়া করি। দোয়া শেষ করার পর আমরা আলিঙ্গন করি এটাই অনেক শান্তির লাগে। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করি এবং তারপর ঘুরা ঘুরি করি।

1712894376877-01.jpeg
এভাবেই আমরা ঈদের আনন্দ উপভোগ করি।
আলহামদুলিল্লাহ 🌸
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!✨
ঈদের আনন্দ সবার সাথে
ভাগাভাগি করুন ♥️
ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে 🌸🌸