রংপুর আর এ এম সি শপিং কমপ্লেক্স থেকে ঈদের কেনাকাটা করার অভিজ্ঞতা ও অনুভূতি
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রংপুর আর এ এম সি শপিং কমপ্লেক্স থেকে ঈদের কেনাকাটা করার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
আর.এ.এম.সি শপিং কমপ্লেক্সে আপনি পাবেন পোশাক, জুতা, গহনা, ইলেকট্রনিক্স, শিশুদের খেলনা থেকে শুরু করে ঈদের সাজগোজের সবকিছু। এক জায়গায় সবকিছু পাওয়ার সুবিধা আপনাকে সময় বাঁচাবে এবং স্ট্রেস ফ্রি কেনাকাটা করতে সাহায্য করবে।এখানে স্থানীয় ব্র্যান্ড থেকে শুরু করে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান রয়েছে। কাপড়ের জন্য ওয়েস্টার্ন ফ্যাশন, রিচমন্ড, অ্যাকমে বা লিহাফ এর মতো দোকানে পাবেন ট্রেন্ডি ডিজাইনের পোশাক।
ঈদের সময় দোকানগুলোতে বিশেষ ডিসকাউন্ট, "বাই ওয়ান গেট ওয়ান ফ্রি" অফার বা গিফট ভাউচার দেওয়া হয়, যা বাজেটের মধ্যে ভালো জিনিস কেনাকে সহজ করে তোলে।শপিং মলটি পরিষ্কার, সুন্দরভাবে সাজানো এবং নিরাপদ। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আরামদায়ক, বিশেষ করে শিশু ও নারীদের জন্য আলাদা সাজেশন ও সুবিধা রয়েছে।
এই ঈদে আমি আমার পরিবার নিয়ে আর.এ.এম.সি শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম কেনাকাটা করতে। ভিড় ছিল, তবে সেটা ঈদের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছিল। প্রথমে আমরা পুরুষদের সেকশনে ঢুকলাম—আমার ভাই ও বাবা জন্য কিছু ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট কিনলাম বি.কে. মেমোরিয়াল থেকে। তারপর নারীদের সেকশনে আমার ও আম্মুর জন্য কিছু সুন্দর সালোয়ার কামিজ ও হিজাব পেয়ে গেলাম ফ্যাশন ক্লাব থেকে।
সবচেয়ে মজার অংশ ছিল শিশুদের জন্য কেনাকাটা! আমার ছোট ভাইয়ের জন্য ইয়াং ওয়ান থেকে রঙিন পাঞ্জাবি আর বোনের জন্য লিটল ট্রেন্ডস থেকে ম্যাচিং জামা কিনে তাদের খুশি করলাম।শেষে আমরা ফুড কোর্টে কিছু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরলাম, সঙ্গে কয়েক ব্যাগ কেনাকাটার জিনিস আর মুখে হাসি।ঈদের কেনাকাটা শুধু জিনিস কেনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো পরিবারের সাথে সময় কাটানোর একটি অংশ। আর.এ.এম.সি শপিং কমপ্লেক্স সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। যদি আপনি রংপুরে থাকেন, তাহলে একবার ঘুরে আসুন এই জায়গাটি—নিশ্চিত থাকুন, আপনার ঈদের শপিং হবে স্মরণীয়।আপনার ঈদের শপিং অভিজ্ঞতা কী ছিল? নিচে কমেন্টে শেয়ার করুন।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Comment Link: 🖇️
1.https://x.com/Moto5g638776/status/1906306793589907574?t=jgdKQVKvqfLuPiGT_aVwCw&s=19
2.https://x.com/Moto5g638776/status/1906331308432719899?t=dIv8pYTKqkR1TaIssZ8Vfw&s=19
3.https://x.com/Moto5g638776/status/1906333283929227615?t=5KlMq0oGH42e4BxUWuyP3w&s=19
4.https://x.com/Moto5g638776/status/1906333522144440488?t=TouXUWirAi_NdjZdn2eMFQ&s=19
ডেইলি টাস্ক প্রুভ:👇