মহাবিদ্যা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
একটা প্রবাদ আছে "চুরি বিদ্যা, মহাবিদ্যা যদি না পড়ো ধরা"। চুরির উপর কোন বিদ্যা নেই। অর্থাৎ চুরিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে সেটা শৈল্পিক হয়ে যায়। আমাদের উচিত আমরা যে কাজটাই করি সেটা মনোযোগ দিয়ে করা। মনোযোগ দিয়ে কাজ করলে তার ফলাফল ভালো হয়। কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। কেন এই কথা বলছি সেটার আসল কারণ এখন বলব। ইদানিং আমার এলাকার বন্ধুদের ফেসবুক নিউজফিডে একটা কমন ভিডিও দেখতে পাই। অন্তত মাসে দুই বার তো হবেই। এটা তিন থেকে চার মাস ধরে অনবরত চলছে। আমার বেশ কয়েকজন বন্ধু ভিডিও টা শেয়ার দেয়। আমার পাশের এলাকার একটা ছেলে নাম সাগর হবে সম্ভবত।
ছেলেটার নামটা আবছা মনে আছে। এই ছেলেটার বয়স ঐ ২৪-২৫ হবে। ছেলেটা খুব একটা লেখাপড়া করেনি। মনে হয় খুব কষ্টে প্রাইমারির গন্ডি টা পেরিয়েছিল। তবে সাগরের এখন একটা পরিচয় আছে সে এলাকার সবচাইতে বড় ছিচকে চোর। কিন্তু তার সেই চুরি এখন আর এলাকার মধ্যে নেই। তার এলাকা ছড়িয়ে গিয়েছে শহর পযর্ন্ত। প্রথম ঘটনা প্রায় ৪ মাস আগে। সাগর আমাদের কুমারখালী উপজেলার ফুলকুড়ি স্কুলে রাতের বেলা টিউবয়েল চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে ওখানকার ছেলেরা ওকে কিছুটা মেরে ছেড়ে দেয়। সেই ভিডিও টা স্যোসাল মিডিয়ায় চলে আসে। এর ঠিক ২০ দিন পরে রাতের বেলা সাগর একটা দোকানে চুরি করতে গিয়ে আবার ধরা পড়ে। ওখানেও বেশ মার খায় ছেলেটা। সেটাও স্যোসাল মিডিয়া চলে আসে।
গতকাল রাতের কথা। আমার এলাকার এক ভাই আমাকে একটা ভিডিও দেয়। দেখি দিনের বেলা সাগরকে বেধে রেখেছে এবং মারছে। দিনের বেলাতে সম্ভবত পান চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সেটাও স্যোসাল মিডিয়ায় চলে এসেছে। অর্থাৎ এই নিয়ে বিগত ৪ মাসে ও প্রায় ৪ বার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আরও অনেক বার হয়তো পড়েছে কিন্তু সবগুলো আর স্যোসাল মিডিয়ায় আসেনি। আপনি যদি কখনও ঐ ছেলেকে সামনাসামনি দেখেন কিছুটা রাগ হবে আপনার। সে চোর এইজন্য না। ঐ ছেলের হেয়ার স্টাইল সহ আরও কিছু আনুসঙ্গিক ব্যাপারের জন্য আর কী। তবে গতকাল আমার বেশ রাগ হচ্ছিল ভিডিও টা দেখে। যখনই চুরি করতে যায় তখনই ও ধরা পড়ে।
আমি আমার ঐ ভাইকে বলি আচ্ছা ওকে চুরি টা কে শিখিয়েছে? যেদিনই চুরি করতে যায় ঐদিনই ধরা পড়ে আর মার খায়। চুরির মতো একটা মহাবিদ্যা যেটা ঠিকমতো করতে পারলে শিল্প হয়ে যায় আর ও সেটাকে একেবারে নিচে নামিয়ে নিয়ে এসেছে। ও তো চুরিটাও মন দিয়ে করে না। আর যদি সেটা করতো তাহলে কখনোই ধরা পড়তো না। শুধু চুরির ক্ষেত্রে না যেকোনো ক্ষেত্রে আমাদের উচিত কাজটা একেবারে ঠিকভাবে করা মনোযোগ দিয়ে করা। চুরিটা অনেকের কাছে শিল্প। এই যে দেখেন আমাদের দেশের নেতারা কেমন দক্ষতার সাথে চুরিটা করে। আর যাইহোক তারা কখনোই ধরা পড়ে না। পড়লেও একবার। কিন্তু তারা এটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছে। ভোট চুরি, জনগণের সম্পদ চুরি সহ আরও কতপ্রকার চুরি যে তারা করে ঠিক নেই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1920751755836490070?t=uuwKN8A7ZPr4ioXsELwQ5Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
চুরি বিদ্যা মহাবিদ্যা—এই প্রবাদটা আসলে একটা ব্যঙ্গ, বাস্তবে নয়। বাস্তব বলে: যে যতবারই চুরি করুক, ধরা একবারই যথেষ্ট তার জীবনকে উল্টে দিতে। সাগরের গল্পটা কৌতুক নয়, বরং আমাদের সমাজের ব্যর্থতার এক মর্মন্তুদ প্রতিচ্ছবি। শিক্ষা, নৈতিকতা আর সুযোগের অভাবে একটা ছেলেকে কতটা নিচে নামতে হয়, সেটা আমরা দেখছি। কিন্তু বারবার ধরা পড়ার পরও যদি সে থেমে না থাকে, সেটা শুধু তার অপরাধ নয়—আমাদের সমাজ, আমাদের চোখ বন্ধ করে থাকা সিস্টেমের দায়ও বটে।