ইকো পার্কে হস্তশিল্প মেলা ।পর্ব -৩
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।গত পর্বে আমি হস্তশিল্প মেলার কয়েকটি শিল্পকাজ আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম ।আজকে আরো কয়েকটি হাতে তৈরি শিল্প কাজ ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভাল লাগবে।
নিউ টাউনে যে হস্তশিল্প মেলাটি হয়েছিল এর আগে অনেক পোস্টে আমি আপনাদের সঙ্গে কিছু কিছু হস্তশিল্প ভাগ করে নিয়েছিলাম। আজকে কিছু কিছু পটচিত্র এবং বেতের কাজের কিছু শিল্প আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই মেলাটিতে সমস্ত জেলা থেকে লোক এসেছিল তাদের শিল্প কাজ নিয়ে। যেমন বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া এই সকল জায়গা থেকে বেশিরভাগ লোক এখানে এসেছিল নিজেদের কাজের তাগিদে। তাদের এত নিখুঁত কাজ যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না ।আর এই মেলার সবথেকে আকর্ষণীয় জিনিস হল নিজেরা যে শিল্প কাজ করে সেটা সবার সামনেই করে। তাতে করে সবাই কাজগুলো দেখতেও পারে ,আর বেশ আনন্দিত হয়।
প্রত্যেকটি জেলার বা প্রত্যেকটি জায়গার কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। আর কোনো জায়গায় হয়তো বেতের কাজের জিনিস খুব বিখ্যাত, বা কোনো জায়গায় হয়তো সেখানকার ফটোচিত্র খুব বিখ্যাত, আবার কোনো জায়গায় হয়তো জামা কাপড় খুব বিখ্যাত। সেরকমই পুরো মেলাটাতে হাতের কাজকেই তুলে ধরা হয়েছে ।এখানে যারা যারা ফটো চিত্রগুলি বিক্রি করছে তারাও নিজেদের হাতে এঁকেই বিক্রি করছে। এখানে শুধু আঁকা বা পটচিত্র এই সকল জিনিস নয়, এখানে জামাকাপড় থেকে শুরু করে জুয়েলারি ,কাঠের আসবাবপত্র, এছাড়াও ঘর সাজানোর সৌখিন জিনিসপত্র সবকিছুই পাওয়া যাচ্ছিল এই মেলায়। হয়তো হাতের কাজ বলে সব কিছুরই দাম একটু বেশি ছিল তবুও আমার মনে হয় যে জিনিস এত কষ্ট করে প্রত্যেকটি মানুষ হাতে বানিয়ে করছে সে জিনিস দাম নেওয়াটাই উচিত।
এখন প্রত্যেকটি মেলায় সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মেলাই হোক না কেন বইমেলা বা হস্তশিল্প মেলা অন্যান্য যে সকল মেলা গুলো আছে সব মেলাগুলোতেই, সবথেকে বেশি ভিড় থাকে লোকে বই বা অন্য কিছু কেনার থেকে যেখানে বিভিন্ন ধরনের খাবার স্টল যেখানে দেওয়া থাকে সেখানে সবচেয়ে বেশি ভিড় করে ।এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো না লাগলেও এটাই এখন ট্রেন্ড । যাই হোক এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। এছাড়াও আমি অনেক নতুন নতুন কাঠের আসবাবপত্র দেখেছি সেগুলো আমি আপনাদের সাথে পরের পর্বে ভাগ করে নেবো।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

যেকোনো মেলায় বর্তমানে খুবই ভিড় লক্ষ্য করা যায়। আসলে বইমেলা হোক কিংবা হস্তশিল্পের মেলা ভিড়ের পরিমাণ অনেক বেশি হয়। হস্তশিল্পের মেলায় গেলে বিভিন্ন কারুকার্য করা জিনিসগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগে। আর এগুলো দেখতে অনেক সুন্দর। ইকো পার্কে হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে গিয়েছিলেন জেনে ভালো লাগলো দিদি। আশা করছি পরবর্তী কোন একদিন আসবাবপত্র বা কাঠের তৈরি বিভিন্ন কারুকার্য করা জিনিসগুলো ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করবেন। অনেক অনেক শুভকামনা রইল দিদি।
ইকো পার্কে হস্তশিল্প মেলায় ঘুরতে গিয়ে দিদি চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এধরনের তৈরি জিনিস গুলো আগে কখনো দেখিনি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আসলে দিদি মেলা মানেই মানুষের ভিড়। তবে এই হস্তশিল্প খেলায় আমার কাছে কাঠের তৈরি আসবাবপত্রগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া পাটের তৈরি আসবাবপত্রগুলো অনেক সুন্দর ছিল।
ইকো পার্কের হস্তশিল্প মেলায় গিয়ে বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি।সত্যি ই অসাধারণ। মেলা মানেই ভীড়।আর এসব মেলায় হাতের কারুকাজ করা বেশ অনেককিছু দেখা যায়। আর এসব জিনিসগুলো দেখতে খুব ভালো ও লাগে। কি নিখুঁত ভাবে ই না এরা এসব করে।শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
আশা করি দিদি ভালো আছেন? ইকো পার্কে হস্তশিল্প মেলা আজকের পর্ব দেখে ভালো লাগলো। বিশেষ করে হাতের তৈরি কারু কাজের বিভিন্ন জিনিসপত্র খুবই অসাধারণ। বিভিন্ন অন্যরকম ফটো চিত্র গুলি বেশ দুর্দান্ত। আসলে মেলাতে গেলে অনেক রকমের জিনিসপত্র দেখা যায় ইকো পার্কে হস্তশিল্প মেলা আজকের পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।
ওয়াও অসাধারন ছিল আপু ইকো পার্কে হস্তশিল্প মেলার ফটোগ্রাফি গুলো। এসব মেলায় অনেক মানুষের সমাগম দেখা যায়। বিশেষ করে অনেক পিতা-মাতা তার বাচ্চাদের এসব জায়গায় ঘুরাতে নিয়ে যায় বাচ্চারা অনেক খুশি হয় এমন মেলাতে অনেক কিছু নেওয়ার বায়না ধরে। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো আপু। প্রতিটি জিনিসই আমাকে মুদ্ধ করেছে অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
ইস যা যা দেখছিলাম ছবিতে, সব যদি তুলে নিয়ে আসতে পারতাম!!! হস্ত শিল্পের প্রতিটি জিনিসই একদম নজরকাড়া। সত্যি বলতে এই ধরনের আয়োজন গুলো ইন্ডিয়ায় ভীষন দেখা যায়। আমাদের দেশে তুলনামূলক ভাবে অনেক কম হয়। আমার তো বেশ ভালো লাগলো দিদি। এতো সুক্ষ হাতের কাজ 🙏🙏👌। এই গুণী শিল্পীদের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা 🙏।
দিদি যেকোন হস্তশিল্প মেলাতে গেলেই অনেক সুন্দর সুন্দর জিনিষ দেখা যায়। আপনাদের কলকাতা তো অনেক বড়,সেখানে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাওয়া স্বাভাবিক। বাশেঁ এবং বেতের তৈরী জিনিষ গুলো ধারুন লেগেছে। ধন্যবাদ দিদি।
বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিসপত্র গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো একাক এলাকার ঐতিহ্য বহন করে চলে। অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র গুলো যত বেশি মনোযোগ দিয়ে দেখা যাবে তত বেশি মুগ্ধ হতে হবে। যাহোক, দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
দিদি ভাই, বিগত সময়ে ইকো পার্কের মেলার কিছু ফটোগ্রাফি দেখার সৌভাগ্য হয়েছিল। তবে এবার হস্তশিল্পের কারুকাজ গুলো ছিল অনেকটাই নান্দনিক। বেশ ভালোই লাগলো হস্তশিল্পের কারুকাজ কাজ গুলো দেখে। ধন্যবাদ ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য, তবে অপেক্ষায় থাকলাম নতুন নতুন কাঠের আসবাবপত্রের ফটো দেখার জন্য।
শুভেচ্ছা রইল 🙏