ইকো পার্কে ঘোরাঘুরি। পর্ব -১
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে ইকো পার্কে ঘোরাঘুরির কিছু ছবি ভাগ করে নিচ্ছি।
শীত মানেই উৎসবের ঋতু। পৌষপার্বণ, নতুন বছর, পিকনিক, ঘোরাঘুরি লেগেই থাকে। গতকাল কোনো প্ল্যান ছাড়াই ইকোপার্ক গিয়েছিলাম। ইকো পার্ক যে আমি কতবার গিয়েছি তা গুনেও শেষ করা যাবে না ।কারণ আজ থেকে ইকোপার্ক নয় যবে থেকে ইকো পার্ক নতুন তৈরি হয়েছে তখন থেকেই আমার ওখানে যাওয়া আর আমাদের এই কলকাতায় ঘোরাঘুরির জন্য সবচেয়ে বেস্ট জায়গা হল ইকোপার্ক ।আর এত ঘোরার পর যখনই ওখানে যাওয়া হয় তখনই যেন মুড ফ্রেশ হয়ে যায়। আমি বহুবার ইকোপার্কে গেলেও ব্ল্যাকসের সাথে এই এক বছরে কোনোদিনও ইকোপার্কে যাইনি। হঠাৎ করেই গতকাল সকালে ঘুম থেকে উঠেই ঘুরতে যাওয়ার কথা বলতে আমি বললাম যে ইকোপার্কে যাবো। ও যেহেতু ঘরে একা ছিল তার জন্য রাজি হয়ে গেল ঘুরতে যাওয়ার জন্য ।তাই আমি ,বোন ,আর ও ইকোপার্কে গেলাম। আর শীতের বিকেলে ইকোপার্ক ভীষণ সুন্দর ।প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে। সারা বছর ইকোপার্কে একই রকম ভাবেই অনেক মানুষের সমাগম হয় আর যেহেতু এখন শীতকাল তাই অনেক মানুষ এই শীতে ইকোপার্কে ঘুরতে আসে। যেহেতু জায়গাটা এত বড় তাই অনেক মানুষ থাকলে ভালোও লাগে ঘুরতে। আমরা সাড়ে তিনটের মধ্যেই ইকো পার্ক পৌঁছে গিয়েছিলাম। কারণ রাস্তাঘাট কালকে খুব ফাঁকা ফাঁকা ছিল তাই এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। ওখানের সৌন্দর্য ,ওখানকার পরিবেশ যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। আর ওখানে গিয়ে সবার প্রথমে অনেক ছবি তুললাম, তার সাথে শীতকালীন কিছু ফুলের ছবি তুলেছি। আরো কিছু নতুন নতুন স্পটে ঘুরতে গিয়েছিলাম ।আজ আমি আপাতত আপনাদের সাথে ফুলের ছবিগুলি ভাগ করে নিচ্ছি ।
ডিভাইস | poco x2 |
---|---|
লোকেশন | (ইকো পার্ক ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

কাল দাদার পোস্টে পড়েছিলাম দুইজন মিলে ইকো পার্কে ঘুরতে যাওয়ার কথা। আপনি একটা লাল ড্রেস পরেছিলাম। চোখে সানগ্লাস দেখতে বেশ কিউট লাগছিলো।আসলে বড় পার্ক হলে অনেক মানুষ হলেও খারাপ লাগে না।
যাই হোক শীতকাল মানেই অনেক রকম ফুলের সমাগম। পিটুনিয়া ফুলের কালার গুলো বেশ সুন্দর লাগছে। কসমস গুলো ও অসাধারণ। ভালো লাগলো। ধন্যবাদ।
আপনি ঠিক বলছেন আপু এমন কিছু কিছু জায়গা আছে যত যাই তত ভাল লাগে।যতবার যাওয়া হয় ততবার নতুনত্ত্বের ছোঁয়া খুঁজে পাওয়া যায়।আপনি দাদার সাথে প্রথম বার বেশ মজার সময় কাটিয়েছেন ইকো পার্কে।তবে ইকো পার্ক সম্পর্কে শুনে বেশ ভালো লেগেছে আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ।
ব্ল্যাক্স ভাই এর পোস্টে দেখলাম গতকাল। আর আপনাকেও রেড টি শার্ট আর শালে দারুণ লাগছিলো কিন্তু।গোলাপী রঙ এর ফুলটা এতো সুন্দর লেগেছে আমার কাছে, জাস্ট অসাধারণ।
ভালো জায়গায় একবার, দশবার,হাজারবার গেলেও কখনো অরুচি আসেনা।আমার নিজের মাঝেও এই অভ্যাসটা আছে😁।
ফটোগ্রাফিগুলো দারুণ ছিল,বিশেষ করে ১ নাম্বারটা।ফুলগুলোর নাম দিলে একটু সুবিধা হতো,আসলে গাদা ছাড়া ওখানকার আর কোনো ফুলই চিনিনা।
ইকোপার্কে আপনি আগে অনেক গিয়েছেন, তবে দিদি প্রিয়জনের সাথে এভাবে ঘুরাঘুরি করার মজাই আলাদা। আর অনেক বড় পার্কে লোক বেশি হলে ভালোই লাগে।আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে পাঁচ নম্বর ফুলটা অনেক সুন্দর। ধন্যবাদ দিদি।
দিভাই ঠিক বলেছেন যে এই শীতকাল মানেই ঘোরাঘুরি পৌষ-পার্বন পিঠা পুলি আর এই জন্যই শীত কাল আমার অনেক ভালো লাগে ৷
তো যা হোক ছোট দাদা সহ ইকো পার্কে গেছেন শুনে ভালো লাগলো ৷ তবে সত্যি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ ৷ প্রতিটি ফুল ছিল প্রানবন্ত ৷
ধন্যবাদ দিদি আর আপনি ইকো পার্কে কাটানো মুহূর্ত গুলো শেয়ার করবেন এমনটাই প্রতার্শা ৷
দিদি আশাকরি ভাল আছেন। আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে অনেক ভাল লাগলো। বেশকিছু ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন, দারুন লাগলো। বিশেষ করে গোলাপী ফুলগুলো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।
আসলে যে জায়গাটা আমাদের অনেক বেশি ভালো লাগে সেই জায়গাতে আমরা যতবার যাই না কেন প্রত্যেকবারই সেখানে যেতে মন চায় আপনার ক্ষেত্রেও হয়তোবা তেমনি। যদিও আপনি ইকো পার্কে অনেকবার গিয়েছেন কিন্তু তবুও আপনারা সেখানে যেতে মন চায় অবশেষে দাদা এবং আপনার বোনের সঙ্গে সেখানে গিয়ে খুবই চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি চমৎকার কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন দেখছি, খুবই ভালো লাগলো দিদি।
হ্যাঁ দিদি ইকোপার্ক আপনার খুবই পছন্দের সেটা পোস্ট পড়েই বুঝতে পারলাম। প্রতিটা মানুষের সুন্দর মুহূর্ত কাটানোর পছন্দের জায়গা থাকে। যেমন আপনি ইকো পার্কে অনেকবার যাওয়ার পরেও আপনার আবারো যেতে ইচ্ছে করে। দাদার সাথে কখনো যাওয়া হয়নি সেই মুহূর্তটা আলাদা ভাবে কেটেছে। যাইহোক, ইকোপার্কের সুন্দর পরিবেশ ফুলের ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।