ইকো পার্কে হস্তশিল্প মেলা ।পর্ব -১
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আমি আপনাদের সাথে হস্তশিল্প মেলার কিছু ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
শহর কলকাতায় শীত মানেই মেলার মরশুম। আর এই মেলার শুরুই হয় হস্তশিল্প মেলা দিয়ে।পশ্চিমবঙ্গের নানা ধরনের হস্তশিল্পের পসরা নিয়ে আসে বিভিন্ন শিল্পীরা ।কেউ কেউ আসেন বাঁকুড়া থেকে, কেউ কেউ আসেন পুরুলিয়া থেকে ,কেউ কেউ বীরভূম , বর্ধমান এই রকম বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পীরা আসেন তাদের নতুন নতুন শিল্প নিয়ে ।আর সকল জায়গায় শিল্প এই ইকো পার্কের হস্তশিল্প মেলাতে গেলেই দেখতে পাওয়া যায় । আর এই মেলাতে একটা দিন গেলে কখনোই মন ভরবে না, কারণ দু-তিনদিন না গেলে এই হস্তশিল্প মেলা ঘোরা শেষই হবে না। কারণ এত বড় মেলা যে হাতে অন্তত দুটো দিন সময় নিয়ে ঘুরতেই হবে ।এই মেলার একটা পাশে হাতের কাজ যেমন ছবি আঁকা থেকে শুরু করে সেলাইয়ের কাজ সমস্ত কিছু একদিকে বসে আর আরেক দিকে কাঠের কাজ করা সমস্ত জিনিসপত্র এবং ঘর সাজানোর যতরকম আসবাবপত্র আছে সেই সকল জিনিস আরেকটি মাঠ জুড়ে বসে। তার মানে বুঝতেই পারছেন কতটা বড় মেলা বসে এবং কতটা জায়গা জুড়ে মেলা বসে ।
এই মেলাটি ২৫ শে নভেম্বর থেকে শুরু হয়েছিল । আমি এই মেলাটিতে দুদিন গিয়েছিলাম এবং দুদিন গিয়েও পুরো মেলাটি ঠিক করে ঘুরতে পারিনি কারণ এত জিনিস দেখার মত ছিল যে পুরো মেলা ঘুরতে গেলে আরো হয়তো একটা দিন হলে পুরোটা দেখে নিতে পারতাম ।তবুও যা যা শিল্পকর্ম দেখেছি তা চোখে লাগার মত এবং এই মেলায় প্রত্যেকটা কাজ ভীষণ দক্ষতা সম্পন্ন এবং আকর্ষণীয় তারই মধ্যে কিছু কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আপনাদেরও সেই সকল জিনিস দেখলে খুবই ভালো লাগবে।
এখানে নিজের হাতে তৈরি করা চটের ব্যাগ ,তার সাথে নিজের হাতে তৈরি করা মেয়েদের জুয়েলারি যেগুলো দেখবার মতন ছিল ।আর এই জুয়েলারি গুলো সহজে কোনো দোকানে পাওয়া যায় না ।আর তার জন্যই এত বেশি ইউনিক এবং সুন্দর। তাছাড়াও এখানে একটি ইউনিক জিনিস আছে সেটা হল এখানকার এখানে যে সমস্ত হস্ত শিল্পী রয়েছেন উনারা সকলেই আমাদের চোখের সামনেই হাতের কাজগুলো বানায় এবং সেই জিনিসগুলো বিক্রি করে।
আজ আমি আপনাদের সাথে কয়েকটা শিল্পের কাজ তুলে ধরলাম পরবর্তী পর্বে আরো কিছু সুন্দর সুন্দর হস্তশিল্প আপনাদের সাথে ভাগ করে নেব।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমাদের এদিকেও শীতের সময় বিভিন্ন ধরনের মেলা বসে তবে আমাদের গ্রাম্য মেলা গুলো দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে হাতের তৈরি অনেক কিছুই থাকে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। সেই সাথে হাতের কারুকার্য গুলোর প্রসংসা করতেই হবে। আপনাকে ধন্যবাদ দিদি।
হাতের কাজের জিনিষের প্রতি কেনো জানিনা আমার আলাদা রকমের ই টান থাকে।আর এগুলো দেখে তো জাস্ট মনটাই গলে গলে অবশ্য জ্বলেও উঠলো কেনার জন্যে।🤪🤪
Hi, @swagata21,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @strawberrry.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
হাতের তৈরি এই জিনিসগুলো সত্যিই অনেক মনমুগ্ধকর হয়ে থাকে। যদিও বর্তমান সময়ে এই ধরনের হাতের শিল্পের প্রচলন অনেক কমে গিয়েছে তারপরও আমরা অনেক মেলাতে এই ধরনের প্রদর্শন গুলো দেখতে পাই। আমার কাছে হাতের তৈরি এই শিল্প গুলো খুবই ভালো লাগে।
হস্তশিল্প মেলা ভ্রমণ করে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে।।
হাতে বানানো প্রত্যেকটা জিনিস দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে কাঠ দিয়ে বানানো বিভিন্ন ধরনের আসবাবপত্র গুলো।।
আমাদের এখানে ও রবি ঠাকুরের বাড়ি গেলে আর লালন ফকিরের আখড়ায় গেলে এ ধরনের হস্তশিল্পের দেখা মেলে।।
মেলায় গেলে অনেক ধরনের হাতে তৈরি জিনিস পাওয়া যায় বিশেষ করে হস্তশিল্পের মেলাতে। আপনি বেশ কিছু আকর্ষণীয় ছবি আমাদের সাথে শেয়ার করেছেন দিদি। প্রত্যেকটা জিনিস দেখতে অনেক সুন্দর লাগছে।
ইকো পার্কে হস্তশিল্প মেলায় কয়েকদিন যাবত ভালোই সময় কাটাচ্ছেন। আসলে মেলায় গেলে এই ধরনের হাতের কারূ কাজ যেগুলো দেখতে এবং মানুষের কাজের দক্ষতা যেটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় ।মেলায় গিয়ে যে দৃশ্যগুলো ফটোগ্রাফি করেছেন সত্যিই অনেক ভালো লাগলো দেখে।
এইসব মেলাগুলোতে যেতে আমার বেশ ভালো লাগে।আসলেই ভালো করে দেখতে গেলে বেশ সময় লাগে এই হস্ত শিল্পের জিনিসপএ গুলো।আমার কাছে হাতের কাজের জিনিসপএ অনেক ভালো লাগে।পুতির ব্যাগ গুলো বেশ সুন্দর তো।বেতের জুরিগুলো ও বেশ সুন্দর। দুইদিন যেয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। ভালো লাগলো। ধন্যবাদ
প্রিয় দিদি নমস্কার,,
হস্তশিল্প মেলার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ৷ আমি শুনে সত্যি অবাক হলাম আপনি দুইদিন যাওয়ার পরেও মেলা ঘুরে শেষ করতে পারেন নি৷ তাহলে মেলাটি কত বড় ভাবা যায় ৷ আসলে ভারত বর্ষ মানেই মেলা ,পুজো আর আনন্দ ৷ আর মানুষের তৈরি এতো সুন্দর জিনিস পত্র আর তাদের হাতের কারুকাজ এতো সুন্দর সত্যি যা ছবি গুলো দেখেই বোঝা যাচ্ছে ৷ যা হোক পরের পর্বে আরো ভালো ফটোগ্রাফি দেখবো এমনটাই প্রতার্শা৷
ধন্যবাদ দিদি
শীতকালে নানান জায়গায় নানা ধরনের মেলা বসে। আপনি ইকো পার্কে হস্ত শিল্প মেলায় গিয়ে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি। সত্যি বলতে এত সুন্দর হাতের কাজ সত্যি ই প্রশংসনীয়।আর মেলায় গেলে হাতের কাজগুলো দেখতে আমার বেশি ভাল লাগে।আপনি শেয়ার করেছেন তাই দেখতে পেলাম হস্তশিল্পগুলো। ধন্যবাদ দিদি আপনাকে।