কানের দুল বা ঝুমকার ম্যান্ডেলা আর্ট।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। ম্যান্ডেলা আর্ট করতে আমার খুবই ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ঝুমকার মধ্যে সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। আমি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর আমি ম্যান্ডেলা আর্টগুলো করে থাকি জেল পেন এর সাহায্যে। জেলপেন দ্বারা ম্যান্ডেলা আর্ট গুলো করলে দেখতে খুবই সুন্দর হয়। ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ডিজাইন গুলো যত সুক্ষ্ম এবং নিখুঁত হয় দেখতে ততই আকর্ষণীয় লাগে। আজকের ম্যান্ডেলা আর্টটি তত বেশি নিখুঁত হয়নি তারপরও আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন ঝুমকার ম্যান্ডেলা আর্ট পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করি।
• আর্ট পেপার
• জেল কলম
• একটি মার্কার
প্রথমে একটি ঝুমকার শেপ তৈরি করে নিয়েছি।
ঝুমকার উপরের সাইডে যে বৃত্তটি আছে সেই বৃত্তটির ভিতর আমি নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট করে নেওয়ার চেষ্টা করছি।
![]() | ![]() |
---|
ঝুমকার উপরের সাইডে ম্যান্ডেলা আর্ট করা সম্পূর্ণ হলে নিচের সাইডে ম্যান্ডেলা আর্ট করা শুরু করব।
![]() | ![]() |
---|
আমি আমার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী ঝুমকার মধ্যে ম্যান্ডেলা আর্ট গুলো করে নিচ্ছি।
![]() | ![]() |
---|
দেখতে দেখতে ঝুমকার মধ্যে আমার সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট করা শেষ হলো।
![]() | ![]() |
---|
সবশেষে আর্টটির নিচে আমার একটি সিগনেচার করে নিলাম।
এই ছিল আমার আজকের কানের দুল বা ঝুমকার ম্যান্ডেলা আর্ট পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্টটি কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

প্রতি সপ্তাহের ন্যায় আজ আবারো একটি চমৎকার ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছেন, যা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। আপনার আর্টগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফিনিশিং টাচ খুব সুন্দর হয় এবং বিষয়বস্তু নির্বাচন দারুন। এভাবেই এগিয়ে যান আপু, দোয়া রইল।
সুন্দরভাবে গুছিয়ে উৎসাহমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
ম্যান্ডেলার আর্ট গুলো জেল পেন দিয়ে করলেই দেখতে সুন্দর লাগে। নরমাল কলম দিয়ে আঁকলে এতটা সুন্দর হয় না। আপনার আজকের ঝুমকার আর্টটি খুবই চমৎকার হয়েছে। এরকম ঝুমকা বাস্তবে পাওয়া গেলে তো খুব ভালো লাগতো দেখতে। ভিতরের ডিজাইনগুলো খুব সুন্দর ভাবে এঁকেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।
হ্যাঁ আপু,, এ ধরনের ডিজাইনের সত্যিকারের ঝুমকা বাস্তবে দেখতে খুব ভালো লাগবে।
আপনি প্রতি সপ্তাহে একটা করে ম্যান্ডেলা আর্ট করেন জেনে খুবই ভালো লাগলো । কারণ এই আর্টগুলো নিয়মিত করলে হাত ভালো হয় আর অনেক প্র্যাক্টিস হয় । আপনার আজকের আর্টটি কিন্তু আপু অনেক সুন্দর হয়েছে । ডিজাইন গুলো ছোট ছোট অনেক নিখুঁত করে করেছেন । অনেক ভালো লাগলো ।
ম্যান্ডেলা আর্টের মধ্যে ছোট ছোট ডিজাইন করলে দেখতে বেশী সুন্দর হয় আপু। ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কানের দুল বা ঝুমকার ম্যান্ডেলা আর্ট। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আপু। আসলে এত বড় কানের দুল যদি কানে পরা যায় তাহলে তো কান কেটে যাবে আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে দারুন ডিজাইনে আমাদের মাঝে তৈরি করে শেয়ার করার জন্য।
যতো বড় দুল হোক না কেনো মেয়েদের কান কাটবে না ভাইয়া হি হি হি
ঝুমকার ম্যান্ডেলা আর্ট দেখে তো অনেক সুন্দর লাগতেছে আপু। এধরনের ঝুমকা গুলো কানে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
ম্যান্ডেলা আর্ট গুলো ভীষণ চমৎকার হয়ে থাকে।ঝুমকা আমার ভীষণ পছন্দের। আমি সব সময় ঝুমকা পড়তে ভালোবাসি।আপনার ঝুমকার ডিজাইন ভীষণ চমৎকার লাগছে দেখতে। ঝুমকার ম্যান্ডেলা আর্ট ভীষণ চমৎকার করে শেয়ার করেছেন ধাপে ধাপে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ সুন্দর ঝুমকার ম্যান্ডেলা আর্টটি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার ঝুমকা এতো পছন্দ জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
একটি ঝুমকোর ম্যান্ডেলা আর্ট দেখে খুবি অবাক হয়ে গেলাম। আপনি মেন্ডেলা আর্ট করতে খুব পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো। আমার কাছেও ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লাগে ভাইয়া।তবে আপনার প্রশংসা না করেপারছি না ভাইয়া। জেল পেন দিয়ে খুবই চমৎকার একটি মেন্ডেলা আর্ট আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে অনেক ভাইয়া। এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট। প্রতিটা ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি ভাইয়া না,, আপু।
সরি আপ। আসলে কমেন্ট করতে করতে আপু কে ভাইয়া ভাইয়াকে আপু হয়ে যায়।
প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর মেন্ডেলার চিত্র অঙ্কন করে থাকেন। আজকের ঝুমকার ম্যান্ডেলার আর্ট খুবই সুন্দর ছিল। এর ডিজাইন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিখুঁতভাবে করলে মেন্ডেলার সৌন্দর্য ফুটে ওঠে। সেটাই আপনি করে দেখিয়েছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটাই কামনা করি।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ঝুমকা আমার খুব পছন্দের । ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। সুন্দর একটি ঝুমকার ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এই ম্যান্ডেলা আর্ট গুলো খুব সময় নিয়ে করতে হয়। আপনি খুব সুন্দর ও নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ!! ঝুমকা আপনার পছন্দ জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
খুব সুন্দর কানের দুলের ম্যান্ডেলা আর্ট করলেন আপনি। আপনি ঠিক বলছেন আপু ম্যান্ডেলা আর্ট করার সময় যদি জেল পেন ইউজ করা যায় তাহলে খুব ভালো দেখায়। আপনি যেহেতু জেল পেন ব্যবহার করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর্ট। তাছাড়াও ছোট ছোট নকশা গুলো জেল পেন দিয়ে করতে খুবই সুবিধা হয়। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি ঝুমকো কানের দুলের আর্ট শেয়ার করার জন্য।
পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।