নিজের হাতে তৈরি কানের দুলঃএবার পুজায় হোক নারীর প্রথম পছন্দ।পর্ব-২

in আমার বাংলা ব্লগ3 years ago

চলছে শরৎ কাল।
শরৎ কালকে ঋতুর রাণী বলা হয়ে থাকে।
শরৎএর ঝকঝকে পরিস্কার নীল আকাশে মাঝে মাঝে টুকরো টুকরো মেঘের ভেসে বেড়ানো সত্যি মুগ্ধ করে দেয়।
এর মধ্যে শুরু হয়েছে পূজার বাদ্যি!
বাংলার নারীরা আপন সাজে সজীব হয়ে উঠে এ সময়।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা নারীর সাজের অংশ হিসেবে গতকাল আমি নিজের হাতের তৈরি গহনা গলার মালা বানানোর পদ্ধতি পোস্ট করেছিলাম ।তারই অংশ হিসেবে আজ হাজির হয়েছি নিজের হাতের তৈরি গহনা কানের দুল বানানোর পদ্ধতি নিয়ে।
আশাকরি ভাল আছেন সবাই?আমিও ভাল আছি।
বরাবরের মতই সাথেই থাকবেন আশাকরি।
13.jpg
নিজের হাতে তৈরি কানের দুল।

টুলসঃলং নোস প্লায়ার

1.jpgলং নোস প্লায়ার

উপকরণঃ
১।চেইনঃপ্রয়োজন অনুযায়ি।
২।ছোট জাম্প রিংঃ৪ পিস।
৩।বড় জাম্প রিংঃ২ পিস।
৪।লুপ বলঃ১০ পিস।
৫।চামঃ২ পিস।
৬।টপঃ২ পিস।
2.jpg

বানানোর পদ্ধতিঃ

১ম ধাপঃ
বড় জাম্প রিং এর মুখ ফাক করে তার মধ্যে ৫ পিস লুপ বল ঢুকিয়ে নেই নিচের ছবির মতো করে।
4.jpg৫পিস লুপ বল ঢুকানো জাম্প রিং।

২য় ধাপঃ
লুপ বল ঢুকানো জাম্প রিংটি চেইনের সাথে যুক্ত করি যা দেখতে নিচের ছবির মতো হবে।
6.jpgলুপ বল ও চেইন জাম্প রিং দিয়ে যুক্ত করা ছবি।

৩য় ধাপঃ
এখন তৈরিকৃত চেইনটি একটি ছোট জাম্প রিং দিয়ে চাম এর সাথে যুক্ত করি নিচের ছবির মতো করে।
9.jpg

৪ র্থ ধাপঃ
এরপর চাম এর অন্য প্রান্তটি ছোট আরেকটি জাম্প রিং দিয়ে টপের সাথে যুক্ত করে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি লং কানের দুল,যা যে কোন ড্রেসের সাথে মানানসই।
10.jpg
11.jpg
তৈরিকৃত কানের দুল।

গহনা তৈরির পরের পর্বে ব্রেসলেট ও পায়েল নিয়ে হাজির হবো।
আশাকরি সাথেই থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০

Sort:  
 3 years ago 

আপনি তো দেখছি গহনার সঙ্গে গহনা কানের দুলও তৈরি করে ফেলেছেন। দেখে তো একদম অসাধারণ দেখাচ্ছে। আপনার গহনা কানের দুল দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে। আপনার অনেক দক্ষতা রয়েছে। সত্যি আপনি প্রশংসার দাবিদার।

 3 years ago 

ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনি অনেক দক্ষতা ও অনেক সময় নিয়ে অনেক সুন্দর ভাবে কানের দুল তৈরি করেছেন
যেটা দেখে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আমি চেস্টা করছি যেন ধাপগুলো সাবাই বুঝতে পারে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 3 years ago 

চমৎকার ভাবে নিজ হাতে কানের দুল তৈরি করেছেন আপু। এমন কানের দুল তৈরি করতে জানলে, যেকোনো উৎসবে যে কোন পোশাকের সাথে মিলিয়ে কানের দুল তৈরি করে পরা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ধাপে ধাপে কানের দুল তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এভাবে এগিয়ে যান এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু নিজের পছন্দ মত গহনা তৈরি করা যায় নিজে তৈরি করতে জানলে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।