নিজের হাতে তৈরি কানের দুলঃএবার পুজায় হোক নারীর প্রথম পছন্দ।পর্ব-২
চলছে শরৎ কাল।
শরৎ কালকে ঋতুর রাণী বলা হয়ে থাকে।
শরৎএর ঝকঝকে পরিস্কার নীল আকাশে মাঝে মাঝে টুকরো টুকরো মেঘের ভেসে বেড়ানো সত্যি মুগ্ধ করে দেয়।
এর মধ্যে শুরু হয়েছে পূজার বাদ্যি!
বাংলার নারীরা আপন সাজে সজীব হয়ে উঠে এ সময়।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা নারীর সাজের অংশ হিসেবে গতকাল আমি নিজের হাতের তৈরি গহনা গলার মালা বানানোর পদ্ধতি পোস্ট করেছিলাম ।তারই অংশ হিসেবে আজ হাজির হয়েছি নিজের হাতের তৈরি গহনা কানের দুল বানানোর পদ্ধতি নিয়ে।
আশাকরি ভাল আছেন সবাই?আমিও ভাল আছি।
বরাবরের মতই সাথেই থাকবেন আশাকরি।
নিজের হাতে তৈরি কানের দুল।
টুলসঃলং নোস প্লায়ার
লং নোস প্লায়ার
উপকরণঃ
১।চেইনঃপ্রয়োজন অনুযায়ি।
২।ছোট জাম্প রিংঃ৪ পিস।
৩।বড় জাম্প রিংঃ২ পিস।
৪।লুপ বলঃ১০ পিস।
৫।চামঃ২ পিস।
৬।টপঃ২ পিস।
বানানোর পদ্ধতিঃ
১ম ধাপঃ
বড় জাম্প রিং এর মুখ ফাক করে তার মধ্যে ৫ পিস লুপ বল ঢুকিয়ে নেই নিচের ছবির মতো করে।
৫পিস লুপ বল ঢুকানো জাম্প রিং।
২য় ধাপঃ
লুপ বল ঢুকানো জাম্প রিংটি চেইনের সাথে যুক্ত করি যা দেখতে নিচের ছবির মতো হবে।
লুপ বল ও চেইন জাম্প রিং দিয়ে যুক্ত করা ছবি।
৩য় ধাপঃ
এখন তৈরিকৃত চেইনটি একটি ছোট জাম্প রিং দিয়ে চাম এর সাথে যুক্ত করি নিচের ছবির মতো করে।
৪ র্থ ধাপঃ
এরপর চাম এর অন্য প্রান্তটি ছোট আরেকটি জাম্প রিং দিয়ে টপের সাথে যুক্ত করে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি লং কানের দুল,যা যে কোন ড্রেসের সাথে মানানসই।
তৈরিকৃত কানের দুল।
গহনা তৈরির পরের পর্বে ব্রেসলেট ও পায়েল নিয়ে হাজির হবো।
আশাকরি সাথেই থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০
আপনি তো দেখছি গহনার সঙ্গে গহনা কানের দুলও তৈরি করে ফেলেছেন। দেখে তো একদম অসাধারণ দেখাচ্ছে। আপনার গহনা কানের দুল দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে। আপনার অনেক দক্ষতা রয়েছে। সত্যি আপনি প্রশংসার দাবিদার।
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।
আপনি অনেক দক্ষতা ও অনেক সময় নিয়ে অনেক সুন্দর ভাবে কানের দুল তৈরি করেছেন
যেটা দেখে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আমি চেস্টা করছি যেন ধাপগুলো সাবাই বুঝতে পারে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।
চমৎকার ভাবে নিজ হাতে কানের দুল তৈরি করেছেন আপু। এমন কানের দুল তৈরি করতে জানলে, যেকোনো উৎসবে যে কোন পোশাকের সাথে মিলিয়ে কানের দুল তৈরি করে পরা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে ধাপে ধাপে কানের দুল তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এভাবে এগিয়ে যান এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু নিজের পছন্দ মত গহনা তৈরি করা যায় নিজে তৈরি করতে জানলে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।