চিল হাঁসের জীবনচক্র ❤️

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমাদের সকলের পরিচিত চিল হাঁসের জিবন চক্র । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250329_134339.jpg

আগে কখনো চিল হাঁস দেখিনি কিন্তুু আমি যখন ২০১৫সালে বাসায় ছিলাম খাগড়াছড়িতে তখন সেখানে পরিচিত হই চিল হাঁসের সাথে খুবই সুন্দর হাঁস চিল হাঁস।চিল হাঁসের শরীরের লোম গুলো চক চকে জ্বল জ্বল করে।চিল হাঁসের মাংস খেতে ভীষণ সুস্বাদু। মেয়ে চিল হাঁস দেখতে ছোট হয় কিন্তুু পুরুষ চিল হাঁস বিশাল বড়ো হয়ে থাকে এবং সব থেকে বেশি সুন্দর লাগে চিল হাঁসের মাথার মুকুট। লাল কালারের মাথার মুকুট শোভা ছড়ায়।

ইদানীং চিল হাঁস আমাদের এলাকায় লক্ষ্য করা যায় তবে তা খুবই কম পরিমাণ। আমার বাবাড় বাড়িতেও শখের বসে চিল হাঁস পোষে। চিল হাঁসের এবং বৃদ্ধির জন্য চিল হাঁসের ডিম তা দেওয়া হয় এবং তা থেকে বাচ্চা বের হয় আর এভাবেই চিল হাঁসের জীবনচক্র চলে।

তো চলুন দেখা যাক চিল হাঁসের জীবনচক্র

প্রথম ধাপ

প্রথমে একটি পাত্রে খড় দিয়ে বাসা তৈরি করে নিয়েছি ও তাতে বারোটি চিল হাঁসের ডিম বসিয়েছি।

PhotoCollage_1743233314970.jpg

দ্বিতীয় ধাপ

এখন একটি মুরগি দিয়ে তা দেয়ার জন্য বসিয়ে দিয়েছি।সব মুরগি বা হাঁস দিয়ে কিন্তুু তা দেয়া যায় না। তা দেয়ার জন্য যে মুরগি বা হাঁস ডিম পাড়া শেষ বাচ্চা বের করার উপযুক্ত হয় তাকে উসমানী বলা হয় আর উসমানী মুরগি দিয়ে চিল হাঁসের ডিম বসানো হয়েছে কারণ চিল হাঁস উসুম বসেনি।এই মুরগি চিল হাঁসের বাচ্চা বের করার জন্য ৩৮ দিন অপেক্ষা করবে।

PhotoCollage_1743233590282.jpg

IMG_20250329_133717.jpg

তৃতীয় ধাপ

এখন চিল হাঁসের ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে এসেছে। লক্ষ্য করলে দেখতে পারবেন ডিমের খোসায় ফাটল ধরেছে।মূলত বাচ্চা বের হওয়ার জন্য ভীতর থেকে ডিমে ঠুকরিয়ে ঠুকরিয়ে এরকম ভাঙ্গার চেষ্টা করছে।

IMG_20250329_134048.jpg

চতুর্থ ধাপ

লক্ষ্য করুন ফটোগ্রাফিতে যে ডিম ভেঙ্গে ফেলেছে হাঁসের বাচ্চাদের ঠোঁটের সামনের এবং ডিম থেকে বাচ্চা বের হয়ে এসেছে। বারোটি ডিম তা দেওয়া হয়েছিল কিন্তু বাচ্চা বেরিয়েছে মাত্র ছয়টি।

IMG_20250329_134259.jpg

IMG_20250329_134339.jpg

পঞ্চম ধাপ

এখন একে একে সব গুলো বাচ্চা বের হয়েছে এবং মুরগি তা দিয়ে সেগুলোকে তরতাজা করেছে।

PhotoCollage_1743236768255.jpg

ষষ্ঠ ধাপ

বাচ্চা গুলো বের হয়েছে এবং তাদের কে খাওয়ার জন্য খৈ দেয়া হয়েছে। যেহেতু অনেক ছোট বাচ্চা তাই তারা শক্ত খাবার খেতে পারবে না তাই খৈ দেয়া হয়েছে এবং বাচ্চারা মজা করে খাচ্ছে তার মায়ের সাথে।

IMG_20250329_142901.jpg

IMG_20250329_142846.jpg

IMG_20250329_142832.jpg

ডিম থেকে বাচ্চা বের হওয়ার ভিডিওগ্রাফি

ইউটিউব ভিডিও লিঙ্ক

এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর চিল হাঁসের জীবনচক্র। আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ শহরের অনেকেই ধারনা নেই এগুলোর তাই আমার পোস্ট থেকে জানতে পারবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজীবনচক্র
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250328_214046.png

IMG_20250328_214038.png