চিল হাঁসের জীবনচক্র ❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমাদের সকলের পরিচিত চিল হাঁসের জিবন চক্র । আশা করছি আপনাদের ভালো লাগবে।
আগে কখনো চিল হাঁস দেখিনি কিন্তুু আমি যখন ২০১৫সালে বাসায় ছিলাম খাগড়াছড়িতে তখন সেখানে পরিচিত হই চিল হাঁসের সাথে খুবই সুন্দর হাঁস চিল হাঁস।চিল হাঁসের শরীরের লোম গুলো চক চকে জ্বল জ্বল করে।চিল হাঁসের মাংস খেতে ভীষণ সুস্বাদু। মেয়ে চিল হাঁস দেখতে ছোট হয় কিন্তুু পুরুষ চিল হাঁস বিশাল বড়ো হয়ে থাকে এবং সব থেকে বেশি সুন্দর লাগে চিল হাঁসের মাথার মুকুট। লাল কালারের মাথার মুকুট শোভা ছড়ায়।
ইদানীং চিল হাঁস আমাদের এলাকায় লক্ষ্য করা যায় তবে তা খুবই কম পরিমাণ। আমার বাবাড় বাড়িতেও শখের বসে চিল হাঁস পোষে। চিল হাঁসের এবং বৃদ্ধির জন্য চিল হাঁসের ডিম তা দেওয়া হয় এবং তা থেকে বাচ্চা বের হয় আর এভাবেই চিল হাঁসের জীবনচক্র চলে।
তো চলুন দেখা যাক চিল হাঁসের জীবনচক্র
প্রথম ধাপ
প্রথমে একটি পাত্রে খড় দিয়ে বাসা তৈরি করে নিয়েছি ও তাতে বারোটি চিল হাঁসের ডিম বসিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন একটি মুরগি দিয়ে তা দেয়ার জন্য বসিয়ে দিয়েছি।সব মুরগি বা হাঁস দিয়ে কিন্তুু তা দেয়া যায় না। তা দেয়ার জন্য যে মুরগি বা হাঁস ডিম পাড়া শেষ বাচ্চা বের করার উপযুক্ত হয় তাকে উসমানী বলা হয় আর উসমানী মুরগি দিয়ে চিল হাঁসের ডিম বসানো হয়েছে কারণ চিল হাঁস উসুম বসেনি।এই মুরগি চিল হাঁসের বাচ্চা বের করার জন্য ৩৮ দিন অপেক্ষা করবে।
তৃতীয় ধাপ
এখন চিল হাঁসের ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে এসেছে। লক্ষ্য করলে দেখতে পারবেন ডিমের খোসায় ফাটল ধরেছে।মূলত বাচ্চা বের হওয়ার জন্য ভীতর থেকে ডিমে ঠুকরিয়ে ঠুকরিয়ে এরকম ভাঙ্গার চেষ্টা করছে।
চতুর্থ ধাপ
লক্ষ্য করুন ফটোগ্রাফিতে যে ডিম ভেঙ্গে ফেলেছে হাঁসের বাচ্চাদের ঠোঁটের সামনের এবং ডিম থেকে বাচ্চা বের হয়ে এসেছে। বারোটি ডিম তা দেওয়া হয়েছিল কিন্তু বাচ্চা বেরিয়েছে মাত্র ছয়টি।
পঞ্চম ধাপ
এখন একে একে সব গুলো বাচ্চা বের হয়েছে এবং মুরগি তা দিয়ে সেগুলোকে তরতাজা করেছে।
ষষ্ঠ ধাপ
বাচ্চা গুলো বের হয়েছে এবং তাদের কে খাওয়ার জন্য খৈ দেয়া হয়েছে। যেহেতু অনেক ছোট বাচ্চা তাই তারা শক্ত খাবার খেতে পারবে না তাই খৈ দেয়া হয়েছে এবং বাচ্চারা মজা করে খাচ্ছে তার মায়ের সাথে।
ডিম থেকে বাচ্চা বের হওয়ার ভিডিওগ্রাফি
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর চিল হাঁসের জীবনচক্র। আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ শহরের অনেকেই ধারনা নেই এগুলোর তাই আমার পোস্ট থেকে জানতে পারবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জীবনচক্র |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
https://x.com/DattaShapla/status/1905918738240885061?t=PriewWZM0Do-3RD10xHe4A&s=19
https://x.com/DattaShapla/status/1905921649452679351?t=kDYBaUey4n7FSJ7yXR843g&s=19
Xলিঙ্ক