হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি ডালসহ গোলাপ ফুলের চিত্র অঙ্কন করবঃ
আমার অঙ্কন করা ডালসহ গোলাপ ফুলের চিত্র শুরুতে দেখানো হলঃ
প্রয়োজনীয় উপকরণঃ
- অফসেট পেপার।
- পেন্সিল।
- রাবার।
- কাটার।
প্রথম ধাপ:
আমি আজকে *৪" এর সাহায্যে ডালসহ গোলাপ ফুলের চিত্র অংকন করবো। এজন্য শুরুতে খাতার মাঝখানে "৪" লিখবো।
দ্বিতীয় ধাপ:
এ ধাপে "৪" এর উপরের গোলাকার অংশের ভিতরে ডিজাইন করে নেবো এবং "৪" এর অপর দু'পাশে বক্ররেখা দিয়ে গোলাপ ফুলের কিছুটা অংশের পাঁপড়ির কাজ সম্পন্ন করে নেই।
তৃতীয় ধাপ:
এ ধাপে বক্ররেখার সাহায্যে গোলাপ ফুলের সম্পূর্ণ অংশের পাঁপড়ির কাজ সম্পন্ন করি।
চতুর্থ ধাপ:
এ ধাপে গোলাপ ফুলের পাঁপড়িগুলোতে পেন্সিল দিয়ে রং করে নেই।
পঞ্চম ধাপ:
এ ধাপে গোলাপ ফুলটির পাতাসহ ডাল অঙ্কন করে নেই।ফলে আমার অঙ্কন করা গোলাপ ফুলের চিত্র সম্পন্ন হবে।
ষষ্ঠ ধাপ:
এ ধাপে আমার অঙ্কন করা চিত্রের নিচে আমার স্টিমীট আইডি নামের লোগো যুক্ত করে দেই।
উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আমি আমার অংকন করা ডালসহ গোলাপ ফুলের চিত্র সম্পন্ন করলাম।আমার অঙ্কন করা চিত্রটি আপনাদের সবার কেমন লাগলো, অবশ্যই মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে
এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ভাই আপনার গোলাপ ফুল আঁকাটা অনেক সুন্দর হয়েছে। আপনি অসাধারণ একটা ফুল অংকন করেছেন। ভাই আপনি ছেলে হয়ে মেয়েদের মতো খুব সুন্দর ফুল আঁকতে পারেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছেলেরা ভালো ফুল অঙ্কন করতে পারে না।শুনে খুব মজা লাগলো।আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।
পেন্সিল দিয়ে এতো সুন্দর গোলাপ অংকন করা যায় । সত্যি অসাধারন হয়েছে ভাইয়া । আপনার হাতে জাদু আছে । আপনার জন্য ভালোবাসা থাকবে সব সময় ।
আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ডাল সহ একটি গোলাপ ফুলের খুব দারুন চিত্র অংকন করেছেন ভাই।খুবই সুন্দর হয়েছে প্রতিটা ধাও গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
আপনার জন্যও শুভকামনা রইল ভাই।সুন্দর মন্তব্য করেছেন।ধন্যবাদ আপনাকে।
আপনার অংকন দক্ষতা খুবই সুন্দর আপনার চিত্র দেখে বোঝা যাচ্ছে। আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে গোলাপ ফুলের চিত্র অঙ্কন করেছেন।দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এবং আপনি আপনার অঙ্কনের প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করে দেখিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
অসাধারণ হয়েছে ভাইয়া, গোলাপ ফুলটি।এই ফুল সবারই প্রিয়।তাছাড়া আপনি খুব যত্নসহকারে এটি এঁকেছেন।রং করলে আরো ভালো লাগতো দেখতে।ধন্যবাদ আপনাকে।
জী আপু রং করলে আরো সুন্দরভাবে ফুটিয়ে উঠতো।গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
সত্যি, খুব সুন্দর ভাবে গোলাপ ফুলের ছবি অংকন করেছেন, যা দেখতে অতি মনমুগ্ধকর। আপনার গোলাপ ফুল তৈরি করা দেখে আমিও নতুন ধারণা পেলাম। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
খুবই সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করেছেন।আপনার জন্যও শুভকামনা রইল ভাই।
আপনার অঙ্কন করা গোলাপের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। ডালসহ অঙ্কন করায় দেখতে আরও সুন্দর লাগছে।অঙ্কন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।আপনার জন্যও শুভকামনা রইল।