আর্ট - গাছের দৃশ্য আঁকা

in আমার বাংলা ব্লগ11 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি ড্রয়িং শেয়ার করব। আমি মূলত ড্রয়িং পারিনা। তবে এখানে অনেকের দেখা দেখি ড্রয়িং এর প্রতি আগ্রহ জন্ম নেয়। তাই আমি শেখার চেষ্টা করছি। তেমন একটি ড্রয়িং আজ আপনাদের সাথে শেয়ার করব। দৃশ্যটি কয়েকটি গাছের একটি দৃশ্য।


InShot_20251003_112744887.jpg

উপকরণ

  • পেন্সিল (HB)
  • শার্পনার
  • ইরেজার
  • একটি খাতা

    IMG_20251003_112344_678.jpg

স্টেপ

প্রথমে আমি একটি গাছের শেপ আঁকলাম। দুটি আরাহারি লম্ব লাইন আঁকলাম।


InShot_20251003_121528369.jpg

গাছের শেপের দুই পাশে কিছু ঢালপালা আঁকলাম।


InShot_20251003_125748039.jpg

মূল গাছটিতে আমি পেন্সিল দিয়ে কালো শেডিং করলাম।


InShot_20251003_125851415.jpg

এই পর্বে আমি ঢালপালাগুলোতে পাতা আঁকতে থাকলাম।

InShot_20251003_131415052.jpgInShot_20251003_131334467.jpg

মূল গাছের পাতা আঁকা শেষ হলে, আমি তার এক পাশে দুটি আরো ছোট ছোট গাছ আঁকলাম।


InShot_20251003_131513002.jpg

আমার গাছের দৃশ্য আঁকা শেষ হল।


InShot_20251003_112744887.jpg

এই ছিল আমার আজকের ড্রয়িং। আমার নিজের কাছেই দৃশ্যটি ততটা ভালো লাগেনি। তবে প্রথম দিকের একটি চিত্রকর্ম হিসেবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।


PUSS_gif.gif

Sort:  
 9 hours ago 

ওয়াও আপনি তো পেন্সিল দিয়ে চমৎকার গাছের দৃশ্য আর্ট করেছেন। তবে পেন্সিল আর্ট গুলো সবসময় অসাধারণ হয়। আর আপনি ধৈর্য ধরে খুব সুন্দর করে পেন্সিল দিয়ে গাছের দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।