নাটক রিভিউ || হাড় কিপটে || ৭১ তম পর্ব
আজ - সোমবার
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৭১ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | হাড় কিপটে |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৭১ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম (গোল্লা)
- আমিরুল হক চৌধুরীর (নজর আলী)
- চঞ্চল চৌধুরী (বহর আলী)
- বৃন্দাবন দাস (ভূপেন) সহ আরো অনেকে
বহর হারাধন কাকার বাসায় এসেছিল। হারাধন কাকার ছেলে ভূপেন কে শাসন করার জন্য। সে বাবা কে না বলে বিয়ে করে বউ বাড়ি এনেছে। কিন্তু ভূপেনের বউ এত কৌশল বাজি সে বুঝে উঠতে পারেনি। এক পক্ষ নিয়ে কথা বলতে এসে উল্টা পক্ষের লোক হয়ে গেল বহর। শিবানীর পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে শেষমেষ মিষ্টি খাওয়া নিয়ে শিবানী সাথে ঝগড়া করে বিদায় হয়। বিষয়টা এমন পর্যায়ে গেছে শিবানী এখন দোষারোপ করছে তার খালাতো ভাই মিলনকে। মিলন এতদিন শিবানির কথা শুনে শুনে ভুপেনের বউয়ের কথা শুনে বসলো। সে যদি ভুপেনের বউয়ের কথা শুনে মিষ্টি না আনতো তাহলে তো কোনো বিষয় ছিল না। এমন মুহূর্তে বহর আলী যখন বাসায় চলে গেছে তখন শিবানী রাগ করে বসে রয়েছে। মিলন তাকে কি সান্ত্বনা দেবে তার ঠিক নেই। সে বারবার বলছে, বহর তো আর এ বাড়ির মেহমান নয়। কিন্তু লাস্টের দিকে লক্ষ্য করা যায় আবার মিষ্টি খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে গোল্লা। এমনিতেই শিবানীর মনের মধ্যে রাগ চড়াও হয়ে রয়েছে। গোল্লা কে দেখলে তার এমনিতেই রাগ হয়। শিবানী ধারণা করেছে তার ভাইয়ের এমন বিয়ের বিষয়টা অবশ্যই গোল্লার কুপরামর্শের কারণ।
লক্ষীর শ্বশুর অর্থাৎ হারাধন দত্ত বাড়ি থেকে কোথায় যেন বের হয়ে চলে যাচ্ছে। এমন মুহূর্তে পথ আগলিয়ে দাঁড়ালো লক্ষ্মী। সে তার শ্বশুরকে বলল আগে শিবানী আর ভূপেনের বাবা ছিল এখন কিন্তু লক্ষীরও বাবা। তাই আগের মত নোংরা কাপড় পড়ে বাইরে যেতে পারবেনা। লক্ষ্মীর একটা মান সম্মান আছে। শশুর বাইরে গেলে নতুন জামা কাপড় গায়ে দিয়ে বের হতে হবে। হারাধন দত্তের ঝামেলায় পড়ল। কথা কাটাকাটি করে পারলো না তার সাথে। তাই বাইরে যাওয়া হলো না আর হারাধন দত্তের।
এদিকে মজনুর দোকানে বড় ভাই ফরহাদ বেশ জমিয়ে উঠেছে। ভূপেন বিয়ে করে এনেছে এই বিষয়টা নিয়ে কথা শুরু হয়েছে ফরহাদের বউ সুন্দর বেশি নাকি ভুবনের বউ সুন্দর বেশি। অবশেষে ভূপেনের বন্ধুরা এটা স্বীকার করেছে ফরহাদের বউ বেশি সুন্দর। তাই ফরহাদ তার বউ বেশি সুন্দর না ভূপেনের বউ বেশি সুন্দর সেটা যাচাই করার জন্য বউকে সাথে নিয়ে ভূপেনদের বাড়ির দিকে রওনা দিয়েছে।
এদিকে নজর আলী কৃপণের দুই কুলাঙ্গার ছেলে বিয়ে করার বিষয় নিয়ে বেশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তাদের মেন হাতিয়ার গোল্লা। গোল্লা রেডি হয়ে গেছে তাদের দুই ভাইয়ের বিয়ে দেয়ার জন্য। কিন্তু সবকিছুতে বড় কুলাঙ্গার ছোট কুলাঙ্গারের বিষয়টা ঝামেলা মনে করে। বড় কুলাঙ্গার ভাইটা মনে করে সে আগে বিয়ে করে ফেলুক তারপরে না হয় ছোট ভাইয়ের বিয়ে হোক। একদিনে একসাথে বিয়ে হলে তাদের বাসর হবে কোথায়, ঘর তো নেই। পাশে থাকা দুলাভাইকে পরামর্শদাতা হিসেবে কাজ করছিল দুই ভাই। অবশেষে দুলাভাই বলল গোল্লা যা বলে তারা যেন সেটাই করে। বিষয়টা বেশ সন্দেহের পর্যায়ে এসে গেছে মেজ ভাইয়ের। সে মনে করছে দুলাভাইকে সাথে নিয়ে কুলাঙ্গার দুই ভাই এগিয়ে চলছে গোপনে গোপনে। তাই দুলাভাইকে কিভাবে খেদাতে হয়, এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বহর।
হাড় কিপটে নাটকের ৭১ তম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি ভূপেন বিয়ে করে বউ বাড়িতে আনাই নজর আলী কৃপনের দুই কুলাঙ্গার ছেলের বিয়ের বিষয়টা নিয়ে বেশ টেনশন শুরু হয়েছে। তাই তারা গোল্লার দিকে তাকিয়ে রয়েছে। এদিকে ফরহাদ জাচাই করতে চাই কার বউ বেশি সুন্দর। আরেক দিকে লক্ষ্য করা যায় ভূপেনের বউ লক্ষ্মী বাড়িতে আসার পর হারাধন দত্তের তুলে রাখা জামা কাপড় গুলো আর হয়তো বাক্সের মধ্যে তুলে রাখা সম্ভব নয়। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এই পর্বের অভিনয় গুলো। বহর এখনো তার আগের মত সন্দেহ নিয়ে এদিকে ওদিকে লাফিয়ে বেড়াচ্ছে। সে চেষ্টা করছে যে তার কুলাঙ্গার ভাইয়েরা যেন বিয়ে না করতে পারে। তাই দুলাভাইকে কিভাবে খেদিয়ে দিতে হয় সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে বলতে পারি বহর এখনো তার পূর্বের ভূমিকায় রয়ে গেছে। এদিকে ফরহাদের মুখে বউয়ের প্রতি ভালোবাসার সুন্দর গানটা মুগ্ধ করেছে আমায়। তাই আমি বলতে পারি এখানে প্রত্যেকজন ব্যক্তি নিজ নিজ দায়িত্বে তাদের পারফরম্যান্স করে চলেছে। তাই সব ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় অসাধারণ একটি নাটক এবং অসাধারণ প্রতিভা সম্পন্ন অভিনয় এই পর্ব রয়েছে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
03-03-25
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। হাড় কিপটে নাটকের ৭১ তম পর্বের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর করে নাটকটির সবগুলো পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন।
তবুও বিনোদনের জন্য সময় করতে হবে