।।নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। পর্ব-১২
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ১২ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২0 মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বের শুরুতেই দেখতে পারবেন রিমা এবং তার শ্বশুর শপিং করে বাসায় ফেরার পথে রাস্তায় রিমার ভাই রতনের ভাড়া করা গাড়ি দিয়ে সোহাগের বাবার রিক্সায় ধাক্কা মারে। তখন সোহাগের বাবা গুরুতর অসুস্থ হয়ে যায়। গ্রামের লোক তখন সোহাগের বাবাকে ডাক্তারখানায় নিয়ে যায় আর একজন গিয়ে সোহাগের বাসায় এই খবর দেয়। তখন সোহাগ দৌড়ে তার বাবার কাছে যায়। এদিকে মোড়ল মশাই বাসার মাস্টারমশাই এর সাথে বসে গল্প করছিলো। তখন রতন দৌড়ে এসে মোড়ল মশাই কে বলে রিক্সাওয়ালাকে গাড়ি চাপা দিয়েছে কিন্তু মারতে পারেনি তার বোন রিক্সায় ছিলো বলে। তখন মোড়ল সাহেব ভীষণ রেগে যায় আর বলে আমার সামনে থেকে সবাই দূরে চলে যাও।
এরপর সোহাগ ডাক্তারখানা থেকে তার বাবাকে নিয়ে বাসায় যায়। এদিকে রিমা মোড়ল বাড়িতে চলে আসে এবং সবাইকে হুমকি দিয়ে আসে যদি এরপর কেউ আমার শ্বশুর বাড়িতে হামলা করার চেষ্টা করে বা আমার শশুরের যদি কিছু হয়ে যায় তাহলে সবার নামে মামলা করবো। তোমাদের সব কয়টারে আমি জেলের ভাত খাওয়ামু। এদিকে সোহাগ যখন মোড়ল বাড়িতে যায় তখন সুরুজ দেখে সোহাগকে মারতে আসে। তখন আবার সুরুজকে সুরুজের মা থামিয়ে দেয় আর জামাইকে তথা সোহাগ কে বলে সেখান থেকে চলে যেতে। তখন পুনরায় সুরুজ তার মায়ের প্রতি মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। এদিকে সবাই চমকে ওঠে সুরুজের মা কে বাসায় দেখে। সবাই বলে আপনাকে না বাসা থেকে বের করে দিয়েছিলো আপনি এখানে কেনা?তখন সুলতানা বলে আমি ছোট মা কে নিয়ে এসেছি বাসায়।
এদিকে রিমা বাসায় এসে দেখে সোহাগ বাসায় নেই তখন রিমা চিন্তিত হয়ে যায় সোহাগের বোন রিমাকে বলে সোহাগ রিমাকে খুঁজতে মোড়ল বাড়িতে গিয়েছে। তখন রিমা এবং সোহাগের বোন দুজনে সোহাগকে খুঁজতে যাওয়ার জন্য বের হতে যায় তখনই সোহাগ বাসায় চলে আসে। বাসায় এসে জানতে পারে সোহাগের বাবা আবার ডক্টরের কাছে গেছে ।কেননা তার পায়ের ব্যথা আরও বেশি হচ্ছিলো ভেঙ্গে যাওয়ার কারণে। এভাবেই রাত কেটে যায় কিন্তু পরের দিন সোহাগ এবং রিমা যায় পুলিশ স্টেশনে। সেখানে রিমা সমস্ত ঘটনা খুলে বলে। রিমা বলে এসব কিছুই আমার ভাই রতনের সাজানো প্লানিং ছিলো। তখন পুলিশ অফিসার বলে তোমরা চাইলে মামলা করতে পারো। তখনই রিমা এবং সোহাগ মামলা করে দেয়।
তারপরের দিন সোহাগের দুই বন্ধু মোড়ল বাড়িতে যায় মোড়ল বাড়ির আরেক মেয়ে তথা সুলতানা কে পটানোর জন্য। কিন্তু সুলতানা দুজনকেই ধরে ফেলে আর মোড়ল বাড়ির পাশে নিয়ে গিয়ে বেধে রাখে। আর মোড়ল মশাইকের আসার অপেক্ষায় থাকে। মোড়ল মশাই এসে সুলতানা কে জিজ্ঞেস করে কেনো এদের বেধে রেখেছে। তখন সুলতানা মোড়ল মশাইকে সবকিছু খুলে বলে। তারপর মোড়ল সাহেব তার বাসার লাঠিয়াল তথা মিজানকে সোহাগের ঐ দুই বন্ধুকে কঠিনভাবে মারতে বলে। আর তখনই এই পর্বটি শেষ হয়ে যায়।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
গত পর্ব গুলির মত এই পর্বটিও আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছে। তবে এই পর্বের মধ্যে সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে মোড়ল মশায়ের ছেলে রতন মিয়া রিকশাওয়ালাকে গাড়ি চাপা দিয়ে আহত করে ফেলেছিলো। যদিও বা রিক্সাওয়ালাকে মেরে ফেলার চিন্তা ছিলো। আর তারই জন্য রিমা এবং সোহাগ মোড়ল বাড়ির বিরুদ্ধে পুনরায় মামলা করে। মনে তো হচ্ছে আগামী পর্বগুলোতে আরো চমৎকার কিছু আসতে চলেছে। মোড়লবাড়ির প্রত্যেকের অহংকার ধলয় মিশে যাবে। দেখা যাক পরবর্তী পর্বগুলোতে আরো কি কি চমক আসতে চলেছে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1888976177202909479?t=k51-p8V9H8-GRGmxdX5NQw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Deily task,,
ধনী গরিবের লড়াই নাটকের বারো তম পর্ব আজ আপনি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। এই নাটকের অনেকগুলো পর্ব আমার পড়া হয়েছে। এর আগে অনেকেই নাটক সম্পর্কে রিভিউ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রিভিউ করে বেশ ভালো লাগলো। এই নাটকটি এমনিতেই অনেক সুন্দর এবং শিক্ষনীয়। চমৎকার একটি নাটক আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বটা আমি দেখেছি। এই নাটকটা বেশ ভালো লাগে আমার কাছে। সুযোগ পেলে যখন তখন যে কোন পর্ব দেখার চেষ্টা করি। অনেক ভালো লাগলো সুন্দরভাবে আপনি রিভিউ করেছেন দেখে। আপনার রিভিউটা বেশ অসাধারণ হয়েছে।
এই নাটকের পর্ব গুলো আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। নাটকের গল্প এবং কাহিনী সত্যি খুব দারুণ। ধনী গরিবের লড়াই নাটকের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। সুন্দর করে আমাদের মাঝে নাটকের আজকের পর্ব রিভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
খুবই খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। নাটকটি আমি দেখেছি আমার কাছে দারুন লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধনী গরিবের লড়াই নাটকটার ১২ তম পর্বের কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনি অনেক সুন্দর করে আজকে ধনী গরিবের নাটকের ১২ নম্বর পর্ব শেয়ার করেছেন। আমার কাছে এই পর্বের রিভিউটা অনেক ভালো লেগেছে। এই নাটকটা আমার সব সময় দেখা হয়। নাটকটা সত্যি অনেক বেশি সুন্দর। আশা করি এভাবে আপনি নাটকের প্রতিটা পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
খুব শীঘ্রই নাটকের পরবর্তী পর্ব টা শেয়ার করে দিবো। আপনার মন্তব্য পড়ে খুবই অনুপ্রাণিত হলাম। গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
আজকে আপনি চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি।আমি এই নাটকের প্রথম কয়েকটি পর্ব দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল। কিন্তু সময়ের অভাবে নাটক তেমন একটা দেখা হয় না। আপনার এই পর্বের রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো।এই নাটকের কাহিনী অনেক সুন্দর। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন।
আসলেই এই নাটকের কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। সময় করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। গোছালো মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।