ঈদ স্পেশাল দই বড়া রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20250330_234730.jpg

IMG_20250330_234756.jpg

IMG_20250330_234900.jpg

IMG_20250330_234730.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মজাদার মন প্রাণ জুড়ানো দই বড়া রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

ঈদ মোবারক সবাইকে।শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কাল পবিত্র ঈদুল ফিতর।অনেক দিনের সিয়াম ও সাধবার মাস রমজান আর এক মাস রোজা থেকে থেকে সবাই অভ্যাস্ত হয়ে গেছে। হঠাৎ তেল চর্বি জাতীয় খাবার কম খাওয়া কিংবা পরিহার করা উচিত। দিনের বেলায় যেহেতু খাবার খাওয়া হয়নি একমাস তাই খাবারে সাবধানতা অবলম্বন করতে হবে।ঈদকে সামনে রেখে আজকের এই রেসিপি দই বড়া রেসিপি।

দই বড়া খুবই মজাদার ও সুস্বাদু পুষ্টিকর উপকারী খাবার।ঈদের সকালে কিংবা বিকেলে নাস্তার টেবিলে শোভা ছড়াবে এই দুই বড়া রেসিপি।দুই বড়া খেলে শরীর ঠান্ডা রাখে।কোষ্টকাঠিন্য, ডায়রিয়া, কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর দই। নিয়ন্ত্রিত মাত্রায় দই খেলে দেহের ওজন কমে।যে খাবার সুস্বাদু বেশি সেই খাবার তৈরি করতে বেশ অনেক সময় লাগে।

সেরকমই দই বড়া তৈরি করতে আমার অনেক সময় লেগেছে কিন্তুু একটি দই বড়া মুখে দেয়ার পর সব পরিশ্রম ভুলে গেছি। কারণ এতোই সুস্বাদু রেসিপিটি।

তো চলুন দেখা যাক দই বড়া রেসিপি টি কেমন

IMG_20250330_202206.png

১.মাসকলাইয়ের ডাল
২.টক দই
৩.ধনিয়া পাতা
৪.তেঁতুল
৫.ঝুড়ি চানাচুর
৬.চিনি
৭.লবন
৮.মেথি
৯.মৌরি
১০.চাট মসলা
১২.জিরা
১৩.শুকনা মরিচ
১৪.ধনিয়া
১৫.কাঁচা মরিচ
১৬.আদা

PhotoCollage_1743345695453.jpg

প্রথম ধাপ

প্রথম মাসকলাইয়ের ডাল মানে বিউলির ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি।

PhotoCollage_1743346017334.jpg

দ্বিতীয় ধাপ

তিন ঘন্টা পর যখন ডাল গুলো নরম হয়ে এসেছে তখন তা ব্লেন্ডারের সাহায্যে ব্লেড করে নিয়েছি।

PhotoCollage_1743352295638.jpg

তৃতীয় ধাপ

এখন ব্লেন্ড করা ডাল গুলো ফ্যাটিয়ে নিতে হবে একটি পাত্রে।ব্লেড করা ডাল গুলো হাতের সাহায্যে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যাটাতে হবে মানে জিকজাক করে ঘুরিয়ে ফ্যাটানো যাবে না।দশ থেকে পনেরো মিনিট ফ্যাটাতে হবে।

PhotoCollage_1743352804225.jpg

চতুর্থ ধাপ

এখন ব্লেড করা ডালে গোটা জিরে,মৌরি ও লবন দিয়েছি।চুলায় কড়াই বসিয়েছি ও তেল হালকা গরম হয়ে গেলে ব্লেড করা ডালের বড়া ভেজে নিয়েছি। একদমই কম আচে ভাঁজতে হবে বড়া গুলো।

PhotoCollage_1743353297469.jpg

পঞ্চম ধাপ

এখন ঠান্ডা জলে লবন দিয়ে শিরা বানিয়েছি ও ভাঁজা বড়া গুলো একে একে সব লবন মিশ্রিত শিরায় দিয়েছি।

PhotoCollage_1743353691003.jpg

ষষ্ঠ ধাপ

চুলায় আবারও কড়াই বসিয়েছি ও তাতে আদা কুচি ও মৌরিও জিরা ফোঁড়ন দিয়েছি এবং জলে ডুবানো বড়া গুলোতে দিয়েছি।এতে করে দুই বড়ায় খুবই সুন্দর ফ্লেভার যুক্ত হবে।

IMG_20250330_225728.jpg

IMG_20250330_225755.jpg

সপ্তম ধাপ

এখন দই বড়ার জন্য তেঁতুলের চাটনি বানিয়ে নেয়ার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়েছি ও পরিমান মতো চিনি দিয়েছি।

InShot_20250330_230200022.jpg

অষ্টম ধাপ

এরপর চিনি গুলো অনবরত নারাচারা করে করে গুলিয়ে ফেলেছি এবং লাল কালার হয়ে আসলে তাতে তেঁতুলের গোলা দিয়েছি।

PhotoCollage_1743354321288.jpg

নবম ধাপ

এখন তেঁতুলের চাটনিতে চাট মসলা ও মরিচের গুড়া দিয়ে নারাচারা করে নামিয়ে নিয়েছি। দই বড়ার জন্য তেঁতুলের চাটনি রেডি।

PhotoCollage_1743354451431.jpg

দশম ধাপ

এখন দই বড়ার জন্য যে গ্রিন চাটনি টা দেয়া হয় তা এখন বানিয়ে নেয়ার জন্য ধনে পাতা,কাঁচা মরিচ,তেঁতুল ও আদা কুঁচি নিয়েছিও ব্লেন্ডারে দিয়ে তাতে লবন ও সামান্য পরিমাণে জল দিয়ে ব্রেড করে মজাদার গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1743354845066.jpg

একাদশ ধাপ

এখন দই বড়ার জন্য চাট মসলা বানিয়ে নেয়ার জন্য কড়াইয়ে গোটা শুকনা মরিচ, জিরাও ধনিয়া ভেঁজে নিয়েছি ব্লেন্ডারে গুড়া করে নিয়েছি।

PhotoCollage_1743355118146.jpg

দ্বাদশ ধাপ

এখন দই ফ্যাটিয়ে নিয়েছি দই ফ্যাটানোর সময় দইয়ে বরফের টুকরা দিয়েছি কারণ তাহলে দই ফ্যাটানোর পর আর জল কেটে দেবে না।আমার বরফের অল্প পরিমাণ ছিলো আমি সেগুলোই দিয়েছি দইয়ে এবং ফ্যাটিয়ে নিয়েছি ভালো করে।

PhotoCollage_1743355367481.jpg

ত্রয়োদশ ধাপ

এখন আগে থেকে জলে ডুবিয়ে রাখা ডালের আড়া গুলো চেপে চেপে জল ঝড়িয়ে তুলে নিয়েছিও ফ্যাটানো দই গুলোতে বড়া গুলো সব ডুবিয়ে দিয়েছি ও আধা ঘন্টার জন্য রেষ্টে রেখে দিয়েছি ফ্রিজে নরমালে।

PhotoCollage_1743355559514.jpg

চতুর্দশ ধাপ

এখন আধা ঘন্টা পর বের করে নিয়েছি দই বড়া গুলো এবং প্লেটে সাজিয়ে নিয়েছি।

PhotoCollage_1743355812392.jpg

পঞ্চদশ ধাপ

এখন দই বড়ার উপরে তেঁতুলের চাটনি দিয়েছি।

PhotoCollage_1743355930126.jpg

ষষ্ঠদশ ধাপ

এখন তেঁতুলের চাটনির উপরে গ্রিন চাটনি দিয়েছি। গ্রিন চাটনি দেয়াতে দই বড়ার প্লেট টি দারুণ লাগে দেখতে।

PhotoCollage_1743356076488.jpg

সপ্তদশ ধাপ

এখন চানাচুরের ঝুড়ি ভাজা দই বড়ার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি।

PhotoCollage_1743356392456.jpg

অষ্টদশ ধাপ

এখন আগে থেকে বানিয়ে রাখা চাট মসলা দই বড়ার উপরে ছড়িয়ে দিয়েছি।

PhotoCollage_1743356612672.jpg

পরিবেশন

IMG_20250330_234900.jpg

IMG_20250330_234756.jpg

IMG_20250330_234730.jpg

IMG_20250330_234702.jpg

IMG_20250330_234730.jpg

এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ও সুস্বাদু দই বড়া রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250331_003045.jpg

IMG_20250331_003019.png

Sort:  
 5 days ago 

ভীষণ লোভনীয় দেখতে হয়েছে তোমার তৈরি করা দই বড়াটি। এখানেও ওরকম তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি দিয়ে বানায় তবে আমার ব্যক্তিগতভাবে অনেক চাটনি খেতে ভালো লাগে না তাই আমি যখন দই বড়া রান্না করি এসব দিই না। গরমের দিনে দইবড়ার জুড়ি মেলা ভার। খুবই ভালো লাগে এই রেসিপি।

 5 days ago 

অনেকেই চাটনি খেতে ভালো বাসে না চাটনি ছারাও খেতে খুবই ভালো লাগে দই বড়া।ঠিক বলেছো গরমের দিনে দই বড়ার জুড়ি মেলা ভার।

 4 days ago 

চমৎকার দইবড়া রেসিপি শেয়ার করে নিয়েছেন দিদি। রেসিপিটি দেখেই তো লোভ লেগে যাচ্ছে। দইবড়া নাম অনেক শুনেছি কিন্তু দই বড়া কখনোই খাইনি। রেসিপিটি আপনার থেকে শিখে নিলাম। খুব চমৎকার করে ধাপে ধাপে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন। পরিবেশনটা চমৎকার হয়েছে দিদি। দেখে খেতে ইচ্ছে করছে। চমৎকার রেসিপিটি এতো সুন্দরভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আমার দই বড়া রেসিপিটি আপনি শিখে নিলেন জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।