রঙিন কাগজের গোলাপ ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের গোলাপ ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের গোলাপ ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের রঙিন কাগজের গোলাপ ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
রঙিন কাগজগুলো আয়ত আকারে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
রঙিন কাগজের কোনাকুনি ভাঁজ করে একসঙ্গে যুক্ত করে আঠা লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে দুই কোনা এক সঙ্গে আঠা লাগিয়ে যুক্ত করে দিতে হবে।
ধাপ-৪ঃ
একইভাবে সবগুলো কাগজ কোনাকুনি ভাঁজ করে আঠা লাগিয়ে যুক্ত করে ছোট ছোট অংশগুলো আলাদা আলাদা রাখতে হবে।
ধাপ-৫ঃ
এবার আলাদা একটি বর্গ আকারের রঙিন কাগজ নিতে হবে তবে সবুজ রং হলে বেশি ভালো হয়। যেহেতু ফুলের পাতা তৈরি করতে হবে সেহেতু গাছের পাতার মতো সবুজ রঙের রঙিন কাগজ নিলে সৌন্দর্য বৃদ্ধি পাবে।
ধাপ-৬ঃ
এবার সবুজ রঙের কাগজ কেটে পাতার আকৃতি দিতে হবে।
ধাপ-৭ঃ
একইভাবে দুইটি পাতা তৈরি করে নিতে হবে।
ধাপ-৮ঃ
এবার কাগজের টুকরোগুলো পর্যায়ক্রমে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। সবগুলো আঠা দিয়ে লাগানোর পরে সবুজ কাগজ দিয়ে সুন্দর একটি স্ট্রীক তৈরি করে নিতে হবে। মূলত কাগজ পেঁচিয়ে সহজেই স্ট্রীক তৈরি করা যায়।
ধাপ-৯ঃ
এবার স্টিকের সাথে রঙিন কাগজের ফুলের অংশটি যুক্ত করতে হবে সেই সাথে নিচে পাপড়ি লাগিয়ে দিলেই রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি হয়ে যাবে।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

গোলাপের দৃশ্যটা বেশ ভালো লেগেছে ভাই। রঙিন কাগজ দিয়ে কিভাবে এমন চমৎকার গোলাপ তৈরি করতে হয় সেটাই আজকে তুলে ধরেছেন দারুন ছিল।
বেশ সুন্দর বানিয়েছেন কাগজের গোলাপ ফুলটি। বেশ সময় নিয়ে বানাতে হয়েছে ফুলটি। সেহেতু প্রতিটি পাপড়ি আলাদা আলাদা ভাবে বানাতে হয়েছে। সময় লাগলেও আউটপুট বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ ফুল তৈরির পদ্ধতিটি শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো ভীষণ ভালো লাগে দেখতে।আপনি খুব সুন্দর ও সময় নিয়ে গোলাপ ফুলটি তৈরি করে শেয়ার করলেন ভাইয়া।আপনার তৈরি করা ফুলটি খুবই সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ জানাচ্ছি সময় নিয়ে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
রঙিন কাগজের গোলাপ ফুলটি খুবই সুন্দর হয়েছে। যদি এই ফুলটি কাগজের কৃত্রিম কিন্তু আপনার তৈরি করার দক্ষতা ফুলটিকে দেখতে প্রকৃত ফুলের মত দেখা যায়। ধন্যবাদ।
রঙিন কাগজের জিনিস এর তুলনা হয় না। গোলাপ ফুলটি দেখতে অসাধারণ ছিল। ধাপ গুলো দেখে মনে হচ্ছে অনেক সহজে তৈরি করা যাবে। আসলে দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। ধাপগুলো অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপনাকে।