DIY || এসো নিজে করি | নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি ১০% @shy-fox
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি তৈরি
করলাম।
আমি সব সময় নতুন নতুন ডাই পোস্ট তৈরি করার চেষ্টা করি। এটা হচ্ছে আবারো নতুন একটা প্রচেষ্টা। আমি প্রতি সপ্তাহে নতুন একটা ডাই পোস্ট করার চেষ্টা করব। এজন্য আজকের নারিকেল পাতা দিয়ে একটি ঝুড়ি তৈরি করেছি। এটা তৈরি করতে বেশ সময় এবং পরিশ্রম করতে হয়েছে। আসলে প্রথমত আমি এটি তৈরি করতে পারতাম না। প্রথমে এটা তৈরি করা শিখতে হয়েছিল। আবার তৈরি করতে গিয়ে একবার এলোমেলো করে ফেলেছিলাম। এরপর আবারো চেষ্টা করলাম। এরপর এইভাবে তৈরি করতে সক্ষম হলাম।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ঝুড়ি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ঝুড়ি তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের ভালো লাগবে।
🎇 উপকরণ 🎇 |
---|
• নারিকেল পাতা
• কাঁচি
🎇 বিবরণ : 🎇 |
---|
✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ : |
---|
প্রথমে আমি নারিকেল পাতা থেকে দুই পাশের দুই দিকটা কেটে সমান করে নিলাম। এখানে আমি মাঝখানের অংশটা আলাদা করে এরপর সমানভাবে কেটে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো নারিকেল পাতা থেকে কেটে নিলাম।
✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ : |
---|
এরপর আমি এখানে নারকেল পাতা থেকে আর টুকরো দুই ভাঁজ করে নিলাম। সবগুলো আমি প্রথমে দুই ভাঁজ করে রেখে দিলাম।
✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ : |
---|
এরপরে আমি দুইটা দুই দিকে রেখে ওপর পাশ থেকে একটা একটার ভেতর দিয়ে প্রবেশ করালাম। এরপর আরও একটা অপর দিক থেকে একই ভাবে দিলাম।
✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ : |
---|
এইভাবে আমি এপাশ থেকে তিনটা এবং অপর পাশ থেকে তিনটা এবং মাঝখানের অংশে দুইটা দুই দিকে করে টেনে নিলাম।
✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ : |
---|
এরপরে আমি চিকন দুইটা থেকে একটা নিয়ে এটার ভেতরে দিয়ে দিলাম। অপরটা ও একই রকম ভাবে একটার ভেতরে দিলাম।
✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ : |
---|
এইভাবে আমি এটাকে গোল করে তৈরি করে নিলাম। বাড়তি যে অংশটা ছিল ওইটা কেটে নিলাম।
✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ : |
---|
এরপরে পরবর্তী এক দিকের অংশ থেকে চারটা ভাঁজ করে একটা একটা করে বাড়তি অংশের ভেতরে দিয়ে সামনের অংশে টেনে নিলাম।
✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ : |
---|
এরপর পরবর্তী অংশের মধ্যে সামনে থেকে একটা একটা করে পেছনের দিকে টেনে নিলাম। এরপরে বাড়তি অংশগুলো কেটে নিলাম। এখানে শুধুমাত্র একটা অংশ রাখলাম।
✴️ ধাপ 0️⃣9️⃣ ✴️ : |
---|
এরপরে বাড়তি একটা অংশ অপর অংশের ভেতরে প্রবেশ করিয়ে ঝুড়ির উপরের অংশ তৈরি করে নিলাম।
✴️ শেষ ধাপ ✴️ : |
---|
এভাবে আমি পুরো নারিকেল পা জনতার ঝুড়ি করা শেষ করি। আশা করি আমার আজকের ঝুড়ি তৈরি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
প্রতিনিয়তই আপনার ইউনিক ইউনিক পোস্ট দেখে মুগ্ধ হয়ে যায় আজ একটু বেশি মুগ্ধ হয়ে গেলাম আপনার এই ভিন্নধর্মী পোস্টটি দেখে নারিকেলের পাতা দিয়ে খুবই সুন্দর একটি ঝুড়ি প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।
এই ভিন্ন ধরনের পোস্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।
https://twitter.com/TASonya5/status/1563727461296156673?t=X9T4vXAn0XakUELI5B1f3A&s=19
ওয়াও এসো নিজে করি নারিকেল পাতা দিয়ে তৈরি ঝুড়ি। সত্যি অসাধারণ ছিল আপনার নারকেল পাতা দিয়ে ঝুড়ি তৈরি। ইউনিক একটি পোস্ট আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি সব সময় ইউনিক পোস্ট করার চেষ্টা করি।
মানুষের মাথায় কত বুদ্ধি। শুধু প্রয়োগ করার সুযোগ পায় না। আপনার মাথার বুদ্ধি দেখে আমি মুগ্ধ। খুব ভাল একটি জিনিষ দেখলাম। ধন্যবাদ।
আসলে বুদ্ধির কিছু না চিন্তা করে করি তাই।
ছোটবেলা নারিকেল পাতা দিয়ে এইরকম ঝুড়ি ঘড়ি আরও কতকিছু তৈরি করতাম। তবে বয়সের বেড়াজালে সব হারিয়ে গেছে। দারুণ তৈরি করেছেন নারিকেল পাতা দিয়ে ঝুড়ি টা। বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে।।
সত্যি ছোটবেলায় আরো অনেক রকমের জিনিস তৈরি করেছিলাম।
আপু ছোট্ট বেলায় নারকেল পাতা দিয়ে কত কিছুই না বানিয়েছি৷আর আজকে আপনি নারকেল দিয়ে দিয়ে কি সুন্দর একটি ঝুড়ি বানিয়েছেন৷দেখে ভালো লাগলো
ঠিক বলেছেন ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে।
আপু আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন আমাদের মাঝে নতুন নতুন ড্রাই প্রজেক্ট উপস্থাপন করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আপনি খুবই সুন্দরভাবে নারিকেলের পাতা দিয়ে একটি ঝুড়ি তৈরি করেছেন। যা আমার খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দরভাবে নারিকেলের পাতা দিয়ে এত সুন্দর একটি ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
নারিকেল পাতা দিয়ে ঝুড়ি তৈরি করতে বেশ ভালো লেগেছে।
খুব সুন্দর একটা আইডিয়া শেয়ার করেছেন আপু। আসলে ছোটবেলায় নারিকেল পাতা দিয়ে অনেক কিছু তৈরি করতাম। আপনি আজকে নারিকেল পাতা দিয়ে তৈরি করেছেন একদম ইউনিক দেখতেও খুব সুন্দর লাগছে।
সব সময় অনেক সুন্দর সুন্দর আইডিয়া শেয়ার করার চেষ্টা করি।
নারিকেল পাতা দিয়ে ঝুড়ি তৈরির প্রক্রিয়া গুলো পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। নারিকেল পাতার তৈরি ঝুড়িটি দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের মাঝে অসাধারণ সৃজনশীলতা প্রদর্শন করেছেন আপনি।
সৃজনশীলতা তৈরি করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
নারিকেলের পাতা দিয়ে অপরূপ সৌন্দর্যময় ঝুড়ি তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আসলেই এটা অপরূপ সৌন্দর্যের মধ্যে একটি। অনেক ধন্যবাদ আপনাকে।