ডাই : পুরনো একটি কাচের গ্লাস এবং ক্লে দিয়ে কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ18 days ago

IMG-20250219-WA0021.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো একটি কাচের গ্লাস এবং ক্লে দিয়ে কলমদানি তৈরি।

আসলে টেবিলের উপরে একটা কলমদানের খুবই প্রয়োজন। আমার প্রয়োজনীয় ব্রাশ কিংবা কলমগুলো রাখার জন্য এটা একেবারে জরুরী হয়ে পড়েছে। তাই ভাবলাম একটা কলমদানি তৈরি করবো। তবে এর জন্য আমি একটি কাঁচের গ্লাস খুঁজে নিলাম ঘর থেকে। এই গ্লাসটা আপাতত ব্যবহার করা হয় না। এজন্য ভাবলাম শুধু গ্লাসে কলম রাখলে বেশি ভালো লাগবে না। এটাকে একটু ডেকোরেশন করে ফেলি। ক্লে দিয়ে ছোট ছোট বৃত্ত তৈরি করে মূলত এই ডিজাইনটা করেছি। এত বেশি বৃত্ত তৈরি করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তবে পুরোটা তৈরি করার পর কিন্তু দেখতে বেশ দারুন লেগেছে। এখন টেবিলের উপরেও বেশ সুন্দরই লাগছিল আমার সবগুলো ব্রাশ এবং কলমগুলো রাখার পরে। আশা করি আপনাদের ভালো লাগবে। বড়

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250219-WA0022.jpg

প্রয়োজনীয় উপকরণ

• পুরনো কাঁচের গ্লাস
• ক্লে
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পুরনো কাঁচের গ্লাস নিলাম। এরপর আমি উপরের অংশে ক্লে দিয়ে ভরাট করে নিলাম।

IMG-20250217-WA0041.jpg

ধাপ - ২ :

এরপর আমি গোলাপি কালারের ক্লে দিয়ে অনেকগুলো ছোট ছোট বৃত্ত তৈরি করে নিলাম।

IMG-20250217-WA0042.jpg

ধাপ - ৩ :

এরপর আমি ক্লাসের নিচের অংশে এই বৃত্তগুলো জোড়া লাগানো শুরু করি। বৃত্তের মাঝখানের অংশে একটা ডিজাইন করে নিলাম।

IMG-20250217-WA0043.jpg

ধাপ - ৪ :

এর উপরের অংশে আমি হালকা গোলাপি কালারের কয়েকটা বৃত্ত দিয়ে দিলাম।

IMG-20250217-WA0044.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি উপরের অংশে আরো কয়েকটা লাগিয়ে নিলাম।

IMG-20250217-WA0045.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি আরো কয়েকটা বৃত্ত লাগিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20250217-WA0046.jpg

ধাপ - ৭ :

এরপর উপরের অংশে বেগুনি কালারের সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এরপর এটা শুকিয়ে যাওয়ার পর এটাকে কলমদানি হিসেবে ব্যবহার করলাম।

IMG-20250217-WA0047.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250219-WA0021.jpg

IMG-20250219-WA0022.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 18 days ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুরনো একটি কাচের গ্লাস এবং ক্লে দিয়ে কলমদানি তৈরি করেছেন। আপনার তৈরি করা কলমদানি টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে কলমদানি টি তৈরি করেছেন।

 17 days ago 

আমার এই কলমদানি অসাধারণ হয়েছে শুনেই তো খুশি হলাম। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

একটি কাচের গ্লাসকে কত সুন্দর ভাবে ক্লে দিয়ে সাজিয়ে কলমদানি বানিয়েছেন আপু৷ দারুণ সৃজনশীল চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে আপনার এই কাজের মধ্য দিয়ে। আপনার বানানো কলমদানিটি দেখতেও ভীষণ সুন্দর হয়েছে।

 17 days ago 

এত সুন্দর একটা কলমদানি বানাতে পেরে অনেক ভালো লেগেছে।

 18 days ago 

আপু আপনার ক্রিয়েটিভিটি গুলো সত্যিই সবসময় খুব সুন্দর হয়। আজকে উঠলে দিয়ে এত সুন্দর করে বানিয়েছেন পেনদানিটি এবং সেখানে আপনি আপনার ছবি আঁকার ব্রাশগুলো রেখেছেন যা দেখে খুবই ভালো লাগছে। আর কালার কম্বিনেশনও খুব ভালো হয়েছে।

 17 days ago 

এই কলম দানির কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 18 days ago 

সহজ কিছু উপকরণ দিয়ে সুন্দর একটি সৃজনশীল কাজের উদাহরব দিলেন।সত্যি আপনার হাতের কাজ অনেক সুন্দর।

 17 days ago 

আমার হাতের কাজ সুন্দর শুনে ভালো লাগলো।

 18 days ago 

আপু আইডিয়াটা তো দারুন। আমাদের সকলের ঘরের প্রায় কাঁচের গ্লাস থাকে। কিন্তু কাছে গ্লাস দিয়ে যে এত সুন্দর কলমদানি তৈরি করা যায় সেটা ক্রিয়েটিভ মানুষের ভাবনায় ছাড়া আর কারোর ভাবনায় আসবেনা। ঘরে থাকা কাঁচের গ্লাস দিয়ে এবং ক্লে ব্যবহার করে এত চমৎকার একটি কলমদানি তৈরি করার প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। কলমদানিটি কিন্তু চমৎকার লাগছে।

 17 days ago 

কলমদানিটি সাজিয়ে রাখার পরেও খুব সুন্দর লেগেছে দেখতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 18 days ago 

পুরনো একটি কাঁচের গ্লাসকে নতুন রুপ দিয়েছেন আপু।কাঁচের গ্লাস ও ক্লে দিয়ে কলমদানি তৈরি করতে দেখতে খুবই ভালো লাগলো। পুরনো গ্লাসটিকে কাজে লাগাতে পেরে ভালো ই হলো।সময় নিয়ে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 17 days ago 

সময় নিয়ে এগুলো তৈরি করলে আসলেই সুন্দর লাগে। তেমনি কলমদানিটাও সুন্দর লাগছে।

 18 days ago 

Screenshot_2025-03-15-11-26-22-94_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-15-11-39-40-95_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 18 days ago 

এভাবে পুরাতন কোন জিনিসকে নতুন রুপ দিতে বেশ ভালই লাগে। আমিও করি। আর আপনার যেহেতু একটি কলমদানী দরকার ছিল তা বানিয়ে বেশ ভালো করেছেন। আমাদের প্রয়োজনীয় কলম,ব্রাশ গুছিয়ে রাখার জন্য কলমদানী বেশ প্রয়োজন। বেশ সুন্দর বানিয়েছেন কলমদানীটি।

 17 days ago 

এই কলমদানির মধ্যে প্রয়োজনীয় অনেক কিছুই রাখা যাবে।