ঈদ মোবারক এর শুভেচ্ছা কার্ড
ঈদ মোবারক
সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য একটি শুভেচ্ছা কার্ড নিয়ে আসলাম। ঈদের ছুটিতে গ্ৰামে এসেছি সেজন্য কয়েকদিন ধরে পোস্ট করা হয়নি। গ্ৰামে আসার আগে কিছু পোস্ট রেডি করে নিয়ে এসেছিলাম। তাই শেয়ার করতে পারছি। ছোট এই কার্ড বানাতে পেরে খুব ভালো লেগেছে। আমি সিম্পলের মধ্যে ছোট কার্ড বানিয়ে আপনাদের শুভেচ্ছা জানালাম। এই ধরনের কার্ড বানিয়ে কাউকে শুভেচ্ছা বার্তা পাঠালে তারা খুব খুশি হবে। যদিও বর্তমানে কার্ড এর ব্যবহার খুব কম। তারপরও এই ধরনের কার্ড দেখতে খুব ভালো লাগে। আশা করি আমার এই কার্ড আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক তাহলে চলুন আমি কিভাবে এই কার্ড বানিয়েছি তার ধাপ গুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. কাঁচি
৩. জেল পেন
🍁১ম ধাপ🍁
প্রথমে একটি পেপার দু'ভাজ করে নিলাম।
🍁২য় ধাপ🍁
এবার কম্পাস দিয়ে গোল বৃত্ত এঁকে নেবো। এবার কাঁচি দিয়ে বৃত্ত কে কেটে নেবো।
🍁৩য় ধাপ🍁
এখন লাল কলম দিয়ে বৃত্তের পাশে ফুল এঁকে নেব।
🍁 ৪র্থ ধাপ🍁
এবার ফুলের ডিজাইন ফুটিয়ে তোলার জন্য কালো কালার কলম দিয়ে হাইলাইট করে নিলাম।
🍁৫ম ধাপ🍁
এখন কালো কলম দিয়ে বেশ কিছু দাগ টেনে নেবো।
🍁 ৬ষ্ট ধাপ🍁
এবার প্রতিটা দাগের নিচে চাঁদ ও তারা এঁকে নিলাম।
🍁 শেষ ধাপ🍁
সবশেষে এবার বৃত্তের ভিতরে ঈদ মোবারক লিখে ডিজাইন করে নিলাম।
🍁 ফাইনাল আউটপুট 🍁
এবার বিভিন্ন ভাবে কিছু ছবি তুলে নিলাম। আমার আজকের ঈদ মোবারক এর শুভেচ্ছা কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে তা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



আগামীকাল ঈদ উপলক্ষে আজ আপনাকে আগাম শুভেচ্ছা জানাই। আপনার তৈরি করার কার্ডটি খুব সুন্দর হয়েছে দেখতে। চাঁদ আকৃতিতে সুন্দর একটি আর্ট করেছেন। এবং লাল রঙ দিয়ে করার জন্য খুবই ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার নেওয়ার জন্য।