অরিগ্যামি || ক্লে দিয়ে আঙ্গুর ফলের ছড়া তৈরি
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু তৈরি করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি।

এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ ক্লে দিয়ে আঙ্গুর ফলের ছড়া তৈরির অরিগ্যামি নিয়ে এসেছি। দু'দিন আগে আঙ্গুর ফল এনেছিলাম আর তার থেকে খুব সুন্দর একটি ডাল পেলাম। তখন চিন্তা করলাম এর মধ্যে ক্লে দিয়ে আঙ্গুর ফল বানালে হয়তো সুন্দর দেখাবে। যেই ভাবা সেই কাজ আর সাথে সাথে বানাতে বসে গেলাম। সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। সম্পূর্ণ বানানোর পর আমার ছেলে বলছে আম্মু এটা কি আমি খাবো? তুমি কি আমার জন্য বানিয়েছো? ছেলের এই কথাটা শুনে খুব মজা পেলাম। সে এটা দিয়ে খেলতে খুব আনন্দ পেলো। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

★ পলিমার ক্লে
★ আঙ্গুরের ডাল
★ কালো পোস্টার রং
★ তুলি
আঙ্গুর ফলের ছড়া বানানোর ধাপ----

𒆜🍇প্রথম ধাপ, প্রথমে আঙ্গুর ফলের ডাল কালো পোস্টার রং দিয়ে কালার করে নেব।

𒆜🍇 দ্বিতীয় ধাপ, এবার বেগুনি কালার ক্লে নিয়ে গোল গোল করে কতগুলো ছোট বল বানিয়ে নেব।

𒆜🍇 তৃতীয় ধাপ, এবার ডালের মধ্যে বলগুলো লাগিয়ে নেবো।

𒆜🍇 চতুর্থ ধাপ, এরপর আরও অনেক গুলো বল দিয়ে আঙ্গুর ফলের ছড়ার মতো বানিয়ে নেবো।

𒆜🍇 পঞ্চম ধাপ, এবার সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানিয়ে নেবো।

𒆜🍇 শেষ ধাপ, এবার পাতাগুলো ডালের মধ্যে লাগিয়ে নেবো।

𒆜🍇 ফাইনাল আউটপুট, অরিগ্যামির সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "আঙ্গুর ফলের ছড়ার অরিগ্যামি" আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে


আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।

.png)


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

|| Join Heroism Discord Server for more Details ||
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। সবসময় নতুন কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। পোস্টের কোয়ালিটি বাড়াতে আমাদের উচিত নতুন কিছু তৈরি করা কিন্তু সেটা হতে হবে নিজের মেধা দিয়ে তৈরি। সেজন্য আজ একদম ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি।
এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝে নিয়েছেন কি পোস্ট করবো? হ্যাঁ আজ ক্লে দিয়ে আঙ্গুর ফলের ছড়া তৈরির অরিগ্যামি নিয়ে এসেছি। দু'দিন আগে আঙ্গুর ফল এনেছিলাম আর তার থেকে খুব সুন্দর একটি ডাল পেলাম। তখন চিন্তা করলাম এর মধ্যে ক্লে দিয়ে আঙ্গুর ফল বানালে হয়তো সুন্দর দেখাবে। যেই ভাবা সেই কাজ আর সাথে সাথে বানাতে বসে গেলাম। সম্পূর্ণ বানানোর পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। সম্পূর্ণ বানানোর পর আমার ছেলে বলছে আম্মু এটা কি আমি খাবো? তুমি কি আমার জন্য বানিয়েছো? ছেলের এই কথাটা শুনে খুব মজা পেলাম। সে এটা দিয়ে খেলতে খুব আনন্দ পেলো। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜 |
---|
★ পলিমার ক্লে
★ আঙ্গুরের ডাল
★ কালো পোস্টার রং
★ তুলি
আঙ্গুর ফলের ছড়া বানানোর ধাপ---- |
---|
𒆜🍇প্রথম ধাপ, প্রথমে আঙ্গুর ফলের ডাল কালো পোস্টার রং দিয়ে কালার করে নেব।
𒆜🍇 দ্বিতীয় ধাপ, এবার বেগুনি কালার ক্লে নিয়ে গোল গোল করে কতগুলো ছোট বল বানিয়ে নেব।
𒆜🍇 তৃতীয় ধাপ, এবার ডালের মধ্যে বলগুলো লাগিয়ে নেবো।
𒆜🍇 চতুর্থ ধাপ, এরপর আরও অনেক গুলো বল দিয়ে আঙ্গুর ফলের ছড়ার মতো বানিয়ে নেবো।
𒆜🍇 পঞ্চম ধাপ, এবার সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানিয়ে নেবো।
𒆜🍇 শেষ ধাপ, এবার পাতাগুলো ডালের মধ্যে লাগিয়ে নেবো।
𒆜🍇 ফাইনাল আউটপুট, অরিগ্যামির সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "আঙ্গুর ফলের ছড়ার অরিগ্যামি" আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন, সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

আপু আমি তো দেখে মনে করলাম আঙ্গুর ফল আবার এই রকমের কালার হলো কবে? কিন্ত পোস্টের ভিতর ঢুকে দেখলাম যে আপনি দারুন সুন্দর করে ক্লে দিয়ে আঙ্গুর ফল বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু বর্তমানের আঙ্গুর ফল এই ধরনের কালারের হয়েই থাকে। যাই হোক খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
ক্লে দিয়ে আপনি আঙ্গুর ফলের ছড়া তৈরি করেছেন। দেখতে কিন্তু একদমই অরিজিনাল মনে হচ্ছে। এত সুন্দর ভাবে আঙ্গুর ফলের ছড়া তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনার কাছেও ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
দারুন তো। আপনি তো দেখছি আজকাল ক্লে দিয়েও বেশ সুন্দর সুন্দর অরিগ্যামি করে আমাদের মাঝে শেয়ার করলেন। বেশ সুন্দর দেখাচ্ছে আঙ্গুর ফল গুলি। কেই দেখে বুঝার উপায় নেই আসল কি নকল। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপু আমার কাছে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুব ভালো লাগে। তার জন্য প্রায় সময় ক্লে দিয়ে তৈরি জিনিস শেয়ার করতে চলে আসি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ঠিক বলেছেন আপু কোন কিছু তৈরি করতে গেলে নিজের মেধাকে কাজে লাগিয়ে তৈরি করা উচিত। ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করার আইডিয়া খুব ভালো লেগেছে আমার কাছে। আঙ্গুর খেয়ে তো ভালো হয়েছে। আঙ্গুরের ডাল পেয়ে এত সুন্দর একটি ডাই তৈরি করে ফেলেছেন। খুব ভালো লাগছে দেখতে।
হ্যাঁ আপু আঙ্গুর ফল খেয়ে খুব উপকার হয়েছে। যার জন্য এত সুন্দর ডাল পেলাম আর খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করতে পারলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আসলে ক্লে দিয়ে আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে চলেছে। আপনি আজকে আঙ্গুর ফলের ছড়া খুব সুন্দর করে তৈরি করেছেন । যেটা দেখতে দারুণ লাগছে। মনে হচ্ছে কোন বাস্তব আঙ্গুর ফল দেখতে পাচ্ছি। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভাইয়া এভাবে প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।
ক্লে দিয়ে আঙ্গুর ফলের ছড়া তৈরি অসাধারণ হয়েছে। সত্যি আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আইডিয়া নিয়ে এই পোস্টটি তৈরি করেছেন, দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ।
হ্যাঁ ভাইয়া অনেক ভেবেচিন্তে এই আইডিয়া বের করতে হয়েছে। আপনাদের সুন্দর মন্তব্য পেয়ে যেন তা সার্থক হয়েছে। ধন্যবাদ।
ক্লে দিয়ে প্রস্তুত করা আঙ্গুল ফুলের অরিগামী দেখে সত্যিই মুগ্ধ হলাম।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।
সেই সাথে ফটোগ্রাফি গুলো দিয়ে সুন্দর উপস্থাপনা করেছেন প্রতিটি ধাপ।
সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো।
আপনার কাছে ক্লে দিয়ে বানানো আঙ্গুর ফলের ররিগ্যামি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। এভাবে সব সময় সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
কিছুদিন আগে আঙ্গুল ফল নিয়ে এসেছিলেন এবং সেই ফলের ডালের সাথে ক্লে দিয়ে কবি চমৎকারভাবে আঙ্গুর ফলের ছড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার এই ইউনিক ধরনের পোস্ট দেখে সত্যি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনি এটা তৈরির মাধ্যমে নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
ভাইয়া প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়ে থাকে। আর এই সমস্ত জিনিস গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে ক্লে দিয়ে আঙ্গুর ফলের ছড়া তৈরি করেছেন। আপনার আইডিয়াটা বেশ দারুন হয়েছে। এত সুন্দর করে এটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে সব সময় ভালো লাগে। আপনার কাছেও ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
ক্লে দিয়ে আঙ্গুর ফলের তৈরী ছড়াটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি ইউনিক একটি আইডিয়ার মাধ্যমে এটি কয়েকটি ধাপে বানিয়েছেন ও আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।