এবার ঢেউ তীরে এসে ধাক্কা খাচ্ছে বোঝাতে কিছু টিস্যু আঠার সাহায্যে তীর ঘেষে লাগিয়ে দেব।
এবার ঢেউ আরো স্পষ্ট বুঝাতে সমুদ্রের মাঝ বরাবর টিস্যু দিয়ে ঢেউ স্পষ্ট করে দিব। তৈরি হয়ে গেল আমার প্রাকৃতিক সমুদ্রের চিত্র। এটা এখন ঘরে লাগালে ঘরের সৌন্দর্য তিনগুণ বেড়ে যাবে। কি অপরূপ সুন্দর লাগছে তৈরি করার পরে। এভাবে ফেল না যে কোন জিনিসের অংকনের সাহায্যে ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করা যাবে। এভাবে পরিবেশ দূষণমুক্ত হবে। তাই কোন জিনিস ফেলে না দিয়ে কাজে লাগানো উচিত।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1925247243264876984?t=GqsDVLZ42mC3UX4OqnMd-w&s=19
Task
https://x.com/JannatulF57996/status/1925250833647903143?t=_-pNfTas6eexKGXRnlE3eA&s=19
https://x.com/JannatulF57996/status/1925251682885411015?t=c45p_2tUxjkc27Wg_Y_T8A&s=19
https://x.com/JannatulF57996/status/1925252879784583558?t=C58CFAPijtiQ42A8AnplAw&s=19
অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে। এরকম সুন্দর ডাই সব সময় দেখতে চাই।
অপূর্ব সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই সাগরের ঢেউ। একদম সত্যিকারের মনে হচ্ছে দেখতে। সত্যি আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি এই সাগরের ঢেউ তৈরি করেছেন এবং আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন ধন্যবাদ।
একেবারে ইউনিক এবং অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি ফেলনা জিনিসকে এরকম ভাবে ব্যবহার করেছেন এবং এত সুন্দর একটি জিনিস তৈরি করে ফেলেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একইসাথে এখানে যেভাবে আপনি সুন্দর পোস্ট শেয়ার করে ফেলেছেন এবং এটি কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷