এখন কালো রং দিয়ে চোখ এবং মুখ আঁকিয়ে নেব। এবং গোলাপী ক্লে দুই গালে দিয়ে নেব।
ব্যাস ও খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল কিউট একটা এয়ারপড বা ইয়ারফোন। তৈরি করার আগে ভেবেছিলাম একটু ভালো দেখা যাবে না। কিন্তু বেশ কিউট লাগছিল। আমি তো বারবার তাকিয়ে দেখছিলাম কত সুন্দর জিনিস তৈরি করে ফেলেছি। এভাবে রং দিলে সাহায্য করে যে কোন আসবাবপত্রের রং করে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
ধরন | আর্ট🖼️। |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉*সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/JannatulF57996/status/1924977597576101939?t=rQsvbb_d4DEjywr6F8zY7w&s=19
Task
https://x.com/JannatulF57996/status/1924978753064841276?t=H46KLXQU0wysrGOQPZ36ZQ&s=19
https://x.com/JannatulF57996/status/1924979952447062239?t=hL5YRhPtsaFgwH0-LkpBXQ&s=19
https://x.com/JannatulF57996/status/1924981095411679479?t=uuVOwUJVBgVhz-niQshusw&s=19
এয়ারপডটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগছে। আপনি সুন্দর করে ক্লে দিয়ে কান দুটি তৈরি করেছেন এবং রঙের ব্যবহার করেছেন। এত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এয়ারপড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।