DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি || আমার বাংলা ব্লগ
কেমন আছেন সবাই ???
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।
বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।
রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামিঃ
প্রয়োজনীয় উপকরনঃ
১. রঙিন কাগজ
২।সাইন পেন
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে কাগজের টুকরোটিকে লম্বা ও আড়াআড়িভাবে ভাঁজ করে নেব।
ধাপ-২
এবার কাগজটিকে দুই পাশ থেকে টেনে সমান করে দুই ভাজ করে নিয়েছি।
ধাপ-৩
এরপর কাগজের উল্টোদিকে ছোট একটি ভাঁজ করে নিলাম।
ধাপ-৪
এবার ভাঁজ করা অংশ দুপাশ থেকে টেনে নিলাম।এরপর দুপাশে ছবির মতো করে ছড়িয়ে নিলাম।
ধাপ-৫
এরপর দুপাশের অংশটুকু ভেঙ্গে ভাঁজ করে হাতা করে নিলাম।
ধাপ-৬
এরপর সাইন পেন দিয়ে বোতাম এঁকে নিলাম।
উপস্থাপনাঃ
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে আপনার রঙিন কাগজ দিয়ে কোটের অরিগামি চমৎকার হয়েছে। আসলে রঙিন কাগজের জিনিস গুলো মনযোগ সহকারে করলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Twitter link
❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি তৈরি করেছেন।খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে । আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি তৈরি করেছেন। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। নিজের কাজের মাঝে ভিন্নতা আনার জন্য ভিন্ন কিছু উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি বেস্ট চমৎকার হয়েছে। আসলে আপনার এই কাজটির প্রশংসা করতে হয়। অসংখ্য ধন্যবাদ নতুন একটি কাজ উপহার দেওয়ার জন্য।
সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপু আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি কোট তৈরি করে ফেলেছেন। সুন্দর সুন্দর ইউনিক পোস্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
যে কোন জিনিস নতুন কিছু দেখলেই দেখতে অনেক ভালো লাগে। আপু আপনার সৃজনশীলতা সব সময় আমি লক্ষ্য করে দেখি, আপনি যে কোন জিনিস খুবই সুন্দর ভাবে তৈরি করেন। আজকেও তার ব্যতিক্রম নয়। রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি দেখতে ভীষণ ভালো লেগেছে আমার। নিজের কাজের মাঝে ভিন্নতা আনার জন্য এবং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুবই ভালো। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা কোট টি দেখতে খুবই সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সব সময় চেষ্টা করি আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। আর পোস্টের ভিন্নতা আনার জন্য আপনিও ভিন্ন ভিন্ন পোস্ট করেন যা বেশ ভালো লাগে। আপনি আজ রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি কোর্টের অরিগ্যামি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। তৈরির ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি অরিগামি করেছেন আপনি। আপনার তৈরি করা কোট দেখতে অনেক বেশি কিউট লাগছে। নিজের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য খুবই সুন্দর পদ্ধতি গ্রহণ করেছেন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার তৈরি করা জামাটিও দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি সৃজনশীল কাজ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।