DIY পোস্ট -❣️ " মা দিবসে মায়ের জন্য আমার ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ18 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

মা দিবসে মায়ের জন্য আমার ভালোবাসাঃ


photocollage_2025510231352211.jpg

photocollage_2025510231828569.jpg

photocollage_2025510231137766.jpg

20250510_215225.jpg

20250510_215109.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি ভীষণ স্পেশাল।আজ মা দিবস।ছোট একটি শব্দ এই মা।কিন্তু এর গভীরতা অনেক। মা কে ভালোবাসতে দিনের প্রয়োজন হয়না।মা আমাদের অতি আপনজন।কষ্টে বুকটা যখন ভেঙে যায় তখন মা ই আমাদের সান্ত্বনার বানীতে শীতল করেন।আমাদের কে শিখিয়ে দেয় পথচলতে গিয়ে শত আঘাতে কি করতে হবে।আমাদেরকে শিখিয়ে দেয় আমরা কি করে কঠিন পরিস্থিতিতে নিজেকে কঠিন রেখে এগিয়ে যাবো।মা আমাদের কে আরো শিখিয়ে দেয় পরিবারের সকল সদস্য কে কি করে আগলে রাখতে হয়।একজন মা হলেন পৃথিবীতে আসল একজন যোদ্ধা।তিনি একাধারে মমতাময়ী,কঠিন ও আন্তরিক।মায়ের ভালোবাসার তুলনা হয় না।আবার এই মায়ের পায়ের নীচেই কিন্তু আমাদের বেহেশত।আমরা বেহেশত খুঁজতে গিয়ে কতো ভালো কাজই না করার চেষ্টা করি।অথচ ঘরের এক কোনে পরে থাকা,বয়সের ভারে নুইয়ে পরা,নানা রোগে জর্জরিত সেই মানুষটির পায়ের নীচে ই যে আমাদের বেহেশত তাই ই আমরা মনে না রেখে কতো জায়গায় সওয়াবের আশায় ঘুরে মরি।আমরা চাইলে ঘরে বসেই মায়ের সেবা করে জান্নাত পেতে পারি।আজ মা দিবস এ সবাই কে একটাই ম্যাসেজ দিতে চাই মা বড় অমূল্য ধন,থাকতে করুন তার যতন।বিশেষ দিনে শুধু উইশ করে,গিফট দিয়ে নয়।মায়ের যত্ন করতে হবে সব সময়।মায়ের কারনে আমরা সুন্দর এই পৃথিবীটা দেখেছি।মায়ের ভালোবাসা তে আমরা সিক্ত থাকি সকল সময়।সেই মা কে আমরা ও ভালোবাসা দিয়ে শীতল রাখবো।আমার বাবা আজ নেই।বাবা মারা যাওয়ার পর আমার মা কে আমার এখানেই বেশী থাকতে বলি।আমার মা এখন আমার এখানেই আছেন।মা কে যত্ন করার চেষ্টা করি সব সময়।কতোটুকু পারি জানি না।কাল রাতে বসে আম্মুর জন্য কার্ডটি তৈরি করে রাত ১২ টার সময় উইশ করি।আজ তাই এলাম আপনাদের মাঝে বিশেষ দিনে বিশেষ একটি কার্ড তৈরি করার ব্লগ নিয়ে।আশাকরি আমাদের সকলের মধ্যে বাবা-মায়ের প্রতি ভালোবাসা সব সময়ের জন্য এক ই রকম থাকবে।আজ এই বিশেষ দিনে পৃথিবীর সকল মায়ের জন্য রইলো আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা।

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.রঙিন কাগজ
৩.গ্লু
৪.কেঁচি
৫.সাদা কাগজ
৬.সাইন পেন

20250510_204442.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20250510_204500.jpg

20250510_204632.jpg

প্রথমে আমি দুটো কাগজ মাঝ বরাবর ভাজ করে নেই।

ধাপ-২


20250510_204945.jpg

20250510_205151.jpg

এরপর রঙিন কাগজের সামনের দিকটা কেটে নিয়ে সাদা কাগজটিকে ভেতরে মাঝ বরাবর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৩


20250510_205425.jpg

20250510_205548.jpg

এরপর আমি গ্লু দিয়ে গোল গোল করে নিলাম।

ধাপ-৪


20250510_210728.jpg

20250510_212346.jpg

এরপর আমি এক এক করে ফুল তৈরি করে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৫


20250510_213453.jpg

20250510_213839.jpg

এবার আমি লাল রঙের ক্লে দিয়ে লাভ আকৃতি করে লাগিয়ে নিলাম।এরপর কলম দিয়ে মা দিবসের শুভেচ্ছা লিখে নিলাম।

ধাপ-৬


photocollage_202551023143634.jpg

20250510_215109.jpg

কার্ডটি খুব ফাঁকা ফাঁকা লাগছিলো তাই লাল রঙের ক্লে দিয়ে ছোট ছোট গোল গোল করে ডিজাইন করে নিয়েছিলাম।কেমন হলো বন্ধুরা?? মা দিবসে মা কে দেয়া এই সামান্য উপহারটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


photocollage_2025510231828569.jpg

photocollage_2025510231352211.jpg

photocollage_2025510231137766.jpg

20250510_215225.jpg

20250510_215109.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

ওয়াও অনেক সুন্দর ছিল আজকের এই শুভেচ্ছা কার্ড। দক্ষতার সাথে এত সময় নিয়ে শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এরকম সুন্দর কাজ গুলো তৈরি করার জন্য প্রচুর সময়, ধৈর্য আর দক্ষতার প্রয়োজন হয়। কারণ এগুলো দিয়ে যদি তৈরি করা না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না। আর এরকম ভাবে তৈরি করলে একটু বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগে।

 17 days ago 

অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 18 days ago 

মা দিবসে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার কার্ড দেখতে অনেক সুন্দর হয়েছে। অসাধারণ একটি কার্ড তৈরি করে সবার মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 17 days ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 18 days ago 

মায়ের প্রতি ভালোবাসা প্রত্যেক সন্তানের রয়েছে।প্রতিটি সন্তান তার মাকে যেমন ভালোবাসে মা ও তেমনি সন্তানকে ভালোবাসে। সন্তান ও মায়ের ভালোবাসা চিরকাল এভাবে অটুট থাকুক। আজ আপনি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা কার্ডটি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 17 days ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 17 days ago 

মা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এ ধরনের কাজ করতে অনেক সময় লাগলেও তৈরি করার পর দেখতে বেশ ভালোই লাগে। আপনার তৈরি করা কার্ড টি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 17 days ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 16 days ago 

আপু মা দিবসে উপলক্ষে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আর মা হচ্ছে এমন একটি মানুষ ছেলে-মেয়েদের আপদে বিপদে সব সময় পাশে থাকে। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা। তবে আপনার বানানো কার্ড কিন্তু অসাধারণ হয়েছে। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।