ক্লে দিয়ে মাধবীলতা ফুল ❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241218_100726.jpg

PhotoCollage_1734495150720.jpg

বিভিন্ন রঙের, পাঁচটি পাপড়ি এবং দেখতে তিল ফুলের মতো এবং খুব সুগন্ধি। বসন্ত ও গ্রীষ্ম এই ফুলের ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। ফুল থেকে ফল হয়, বীজ থাকে ২/৩টি এবং তা রোমশ।

ছোটবেলা থেকে এই মাধবীলতা ফুলের সাথে পরিচিত আমি।আমাদের বাড়িতে মাধবীলতা ফুলের বন ছিলো বলা চলে।এখনো আছে তবে আগের মতো নয়।মাধবীলতা ফুল থোঁকা থোঁকা হয়ে ফুটে থাকে।ছোটবেলায় এই মাধবীলতা ফুল নিয়ে কানের দুল, নাকের ফুল ও টিকলি বানাতাম এবং চুলেও লাগাতার। বেশ ভালো লাগতো ফুল দিয়ে সেজেগুজে রান্নাবাটি খেলতে।

কখনো কখনো এই ফুল দিয়ে তরকারি রান্না করতাম।এই মাধবীলতা ফুল আমার ভীষণ পছন্দের ফুল।আজকে হঠাৎ মনে পড়লো ফুলটির কথা এবং ভাবলাম ক্লে দিয়ে বানালে মন্দ হবে না।
যে কথা সেই জাজ বসে পড়লাম বানাতে।বেশ সময় লেগে গেলো ছোট ছোট ফুলের পাপড়ি গুলো বানাতে।বানানোর পর তো মনে হলো গাছ থেকে মাধবীলতা তুলে এনে রেখে ফটোগ্রাফি করেছি।

তো চলুন দেখি কি ভাবে সময় নিয়ে ধৈর্যসহকারে বানিয়ে ফেলেছি চমৎকার সুন্দর মাধবীলতা ফুল।

প্রয়োজনীয় উপকরণ

InShot_20241218_091802364.jpg

প্রথম ধাপ

প্রথমে টসটসে লাল কালারের ক্লে দিয়ে মাধবীলতা ফুলের পাঁপড়ি বানিয়েছি।

PhotoCollage_1734491993038.jpg

দ্বিতীয় ধাপ

এখন ঘিয়াও গোলাপি কালারের মাধবীলতা ফুলের পাঁপড়ি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1734492219623.jpg

তৃতীয় ধাপ

এখন ফুলের পাঁপড়ি গুলো এক সাথে লাগিয়ে ফুল বানিয়েছি।

PhotoCollage_1734492434577.jpg

চতুর্থ ধাপ

ব্রাউন কালার ক্লে দিয়ে গাছের ডাল বানিয়েছিও তাকে ক্লে টুলস দিয়ে খুঁচিয়ে দিয়েছি।

IMG_20241218_093045.jpg

IMG_20241218_093102.jpg

IMG_20241218_093121.jpg

পঞ্চম ধাপ

এখন সবুজ ক্লে দিয়ে গাছের পাতা একে একে দুটো বানিয়েছি ও তা ক্লে টুলস দিয়ে পাতার শিরা বানিয়ে গাছের ডালে বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1734492967876.jpg

ষষ্ঠ ধাপ

আমরা জানি মাধবীলতা ফুলের বোটা একেকটা লম্বা হয়ে থাকে। ঠিক গাছের ডালের মতো তবে চিকন ও নরম।আমি এখন ঠিক সেরকম করেই মাধবীলতার বোটা বানিয়ে নিয়েছি ও গাছের ডালের সাথো লাগিয়েছি।

InShot_20241218_094124478.jpg

IMG_20241218_094109.jpg

সপ্তম ধাপ

এখন ফুলের রেণু বানিয়েছি ও ফুলের মাঝে বসিয়ে দিয়েছি।
PhotoCollage_1734493196532.jpg

অষ্টম ধাপ

এখন বোটার সাথে ফুল গুলো লাগিয়ে দিয়ে চমৎকার সুন্দর হয়েছে দেখতে।

PhotoCollage_1734494086150.jpg

PhotoCollage_1734494207194.jpg

নবম ধাপ

এখন মাধবীলতা ফুলের কলি বানিয়ে নিয়েছিও লাগিয়ে দিয়েছি। ফুলের কলি লাগিয়ে নেয়ার মাধ্যমে পুরাপুরি ভাবে ফুল বানানো শেষ হলো।

PhotoCollage_1734494299123.jpg

IMG_20241218_100129.jpg

ফাইনাল লুক

InShot_20241218_100831842.jpg

IMG_20241218_100736.jpg

IMG_20241218_101013.jpg

এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ক্লে দিয়ে সকলের মন কাঁড়ানো সুন্দর্যের রানী মাধবীলতা ফুলে বানানো পদ্ধতি। কি দারুণ চমৎকার হয়েছে এ দিয়ে মাধবীলতা গুলো বানানো। দেখে মনে হচ্ছে সদ্য গাছ থেকে তুলে আনা মাধবীলতা । আশা করেছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



InShot_20241217_202953916.jpg

IMG_20241217_203026.png

Sort:  
 4 months ago 
 4 months ago 

দারুন সুন্দর একটি মাধবীলতা ফুল গাছ তৈরি করে ফেললে ক্লে দিয়ে। কৃত্রিম মাটি দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা দেখে খুব অবাক লাগে। তোমার কাজের দক্ষতা তোমার এই গাছটির মধ্যেই ফুটে উঠেছে। এক কথায় অসাধারণ একটি হাতের কাজ আমাদের সঙ্গে শেয়ার করলে।

 4 months ago 

ঠিক বলেছেন দাদা কৃত্রিম মাটি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দেখে খুব ভালো লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য দাদা।

 4 months ago 

PhotoCollage_1734500407300.jpg

 4 months ago 

দেখে বেশ ভালো লেগেছে আপু চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করে নিলেন আপনি ক্লে দিয়ে। ক্লে দিয়ে আপনি এত সুন্দর করে মাধবীলতা ফুল তৈরি করলেন। যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না আপু।

 4 months ago 

সত্যি আপু চোখ ফেরাতে পারছি না।

 4 months ago 

ক্লে ব্যবহার করে দারুন তিন কালারের মাধবীলতা ফুল তৈরি করেছেন আপু। গাছ সহ ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগবে। ফুল তৈরি প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

ক্লে দিয়ে মাধবীলতা ফুল খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে আমার। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে আমার।

 4 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

ক্লে দিয়ে আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফুল তৈরি দেখতে পাই। আপনি দেখছি খুব খুব সুন্দর করে মাধবীলতা ফুল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর মাধবীলতা ফুল তৈরি করেছেন। এই ফুলগুলো আমার খুবই পছন্দের। আপনি খুব সুন্দর ভাবে এগুলো তৈরি করেছেন দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের মাধবীলতা ফুল। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

সত্যি আপু সত্যিকারের মাধবীলতা ফুলের মতোই লাগছে।

 4 months ago 

আপনার ক্লে দিয়ে তৈরি করা মাধবীলতা ফুল দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম এগুলো সত্যিকারের মাধবীলতা ফুল। প্রথমে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি ভেবেছিলাম। পরে বুঝতে পেরেছি আপনি ক্লে দিয়ে সুন্দর ভাবে এগুলো তৈরি করেছেন। বিভিন্ন কালারের হওয়ায় ফুল গুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছে।

 4 months ago 

সত্যিকারের মাধবীলতা ফুলের মতোই লাগছে ভাইয়া।

 4 months ago 

ক্লে দিয়ে অনেক দারুণ করে মাধবীলতা ফুল তৈরি করেছেন। মাধবীলতা ফুল দেখতে খুবই চমৎকার লাগছে। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতেও সম্ভব ভালো লাগে। তবে এ সব তৈরি করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।